ETV Bharat / sitara

"তাহলে সবাই বেরিয়ে পড়ি মোমবাতি কিনতে !", মোদিকে কটাক্ষ স্বস্তিকার - মোদির সিদ্ধান্তে স্বস্তিকা মুখার্জি

আগামীকাল রাত 9টার সময় 9 মিনিটের জন্য মোমবাতি বা প্রদীপ জ্বালাতে বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তাঁর এই আর্জি একেবারেই পছন্দ হচ্ছে না স্বস্তিকা মুখার্জির । সোশাল মিডিয়ায় একাধিক পোস্টের মাধ্যমে প্রতিবাদ অভিনেত্রীর ।

swastika mukherjee reacs on modi's decision
swastika mukherjee reacs on modi's decision
author img

By

Published : Apr 4, 2020, 3:09 PM IST

কলকাতা : বরাবরই স্পষ্টবক্ত স্বস্তিকা মুখার্জি । সরকার পক্ষ, বিরোধী পক্ষ কারও কোনও তোয়াক্কা করেন না তিনি । মোমবাতি জ্বালানো নিয়ে মোদির আর্জিতে বেজায় চটেছেন অভিনেত্রী । সোশাল মিডিয়ায় একের পর এক পোস্টের মাধ্যমে তিনি তাঁর ক্ষোভ প্রকাশ করে চলেছেন ।

একটি পোস্টে স্বস্তিকা লিখেছেন,"আমার বাড়িতে কোনও মোমবাতি নেই । আমি জানি আমার মতো অনেকের বাড়িতেই মোমবাতি নেই । তাহলে সবাই মিলে মোমবাতি কিনতে বেরিয়ে পড়ি । কি মজা না ? দারুণ শপিং হবে ।"

  • I don’t have candles in the house. And I am sure I’m not the only one who has run out of candles. Let’s all just go out then. What fun💃🏽 Happy shopping 🛍 !!

    — Swastika Mukherjee (@swastika24) April 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আবার অন্য় একটি পোস্টে স্বস্তিকা আর এক ইউজ়ারের একটি লেখা শেয়ার করেছেন । এই 21 দিনের লকডাউনে যৌনকর্মীদের দুরবস্থার কথা বলা হয়েছে সেই লেখায়। দুই যৌনকর্মী আর তাদের দুই বাচ্চা দিন কাটাচ্ছেন একটি মাত্র বেঞ্চে । শিফ্ট করে ঘুমোচ্ছেন । এই কলকাতারই ঘটনা সেটি...

লেখাটি দেখে চুপ থাকতে পারেননি স্বস্তিকা । তিনি লিখেছেন, "এই মানুষগুলো কোন ক্যাটেগরিতে পড়ছে ? দেশ না নাগরিক ? যাদের কাছে কোনও খাবার নেই, জল নেই, টাকা নেই, তাদের থেকে কি আমরা আলোর আশা করতে পারি ? ও সেক্স ওয়ার্কারদের তো শুধুমাত্র সেক্সই প্রয়োজন হয় তাই না ? আমারই ভুল ।"

  • PM’s call for the nation to come together, stand united in dark times, thank caregivers. Which category do these humans fall under? Nation ? Citizens? With no food/water/money we expect them to show camaraderie lighting whatever ?! Oh sex workers need only sex to survive. My bad. https://t.co/LAATq77jFi

    — Swastika Mukherjee (@swastika24) April 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

স্বস্তিকার এই পোস্টে কিছু মানুষ সহমত পোষণ করেছেন । আবার সমালোচনাও করেছেন অনেকে । সেই নিয়ে প্রতিক্রিয়াহীন অভিনেত্রী ।

কলকাতা : বরাবরই স্পষ্টবক্ত স্বস্তিকা মুখার্জি । সরকার পক্ষ, বিরোধী পক্ষ কারও কোনও তোয়াক্কা করেন না তিনি । মোমবাতি জ্বালানো নিয়ে মোদির আর্জিতে বেজায় চটেছেন অভিনেত্রী । সোশাল মিডিয়ায় একের পর এক পোস্টের মাধ্যমে তিনি তাঁর ক্ষোভ প্রকাশ করে চলেছেন ।

একটি পোস্টে স্বস্তিকা লিখেছেন,"আমার বাড়িতে কোনও মোমবাতি নেই । আমি জানি আমার মতো অনেকের বাড়িতেই মোমবাতি নেই । তাহলে সবাই মিলে মোমবাতি কিনতে বেরিয়ে পড়ি । কি মজা না ? দারুণ শপিং হবে ।"

  • I don’t have candles in the house. And I am sure I’m not the only one who has run out of candles. Let’s all just go out then. What fun💃🏽 Happy shopping 🛍 !!

    — Swastika Mukherjee (@swastika24) April 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আবার অন্য় একটি পোস্টে স্বস্তিকা আর এক ইউজ়ারের একটি লেখা শেয়ার করেছেন । এই 21 দিনের লকডাউনে যৌনকর্মীদের দুরবস্থার কথা বলা হয়েছে সেই লেখায়। দুই যৌনকর্মী আর তাদের দুই বাচ্চা দিন কাটাচ্ছেন একটি মাত্র বেঞ্চে । শিফ্ট করে ঘুমোচ্ছেন । এই কলকাতারই ঘটনা সেটি...

লেখাটি দেখে চুপ থাকতে পারেননি স্বস্তিকা । তিনি লিখেছেন, "এই মানুষগুলো কোন ক্যাটেগরিতে পড়ছে ? দেশ না নাগরিক ? যাদের কাছে কোনও খাবার নেই, জল নেই, টাকা নেই, তাদের থেকে কি আমরা আলোর আশা করতে পারি ? ও সেক্স ওয়ার্কারদের তো শুধুমাত্র সেক্সই প্রয়োজন হয় তাই না ? আমারই ভুল ।"

  • PM’s call for the nation to come together, stand united in dark times, thank caregivers. Which category do these humans fall under? Nation ? Citizens? With no food/water/money we expect them to show camaraderie lighting whatever ?! Oh sex workers need only sex to survive. My bad. https://t.co/LAATq77jFi

    — Swastika Mukherjee (@swastika24) April 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

স্বস্তিকার এই পোস্টে কিছু মানুষ সহমত পোষণ করেছেন । আবার সমালোচনাও করেছেন অনেকে । সেই নিয়ে প্রতিক্রিয়াহীন অভিনেত্রী ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.