ETV Bharat / sitara

মাছভাজা কড়কড়ে, কোয়ারেন্টাইনে মাকে মনে করলেন স্বস্তিকা - স্বস্তিকা মুখার্জির খবর

কড়কড়ে মাছভাজা মায়ের পছন্দ ছিল । কোয়ারেন্টাইনে থেকে মাছ ভাজতে গিয়ে মায়ের কথা মনে পড়ে গেল স্বস্তিকা মুখার্জির ।

swastika mukherjee latest news
swastika mukherjee latest news
author img

By

Published : Apr 7, 2020, 10:17 PM IST

কলকাতা : আপাতত সেল্ফ কোয়ারেন্টাইনে স্বস্তিকা মুখার্জি ও তাঁর মেয়ে অন্বেষা । ফাঁকা সময় পেয়ে রান্না করা থেকে শুরু করে বাসন মাজা একা হাতেই সারছেন অভিনেত্রী ।

আজ কিছু সময় আগে মাছ ভাজার একটি ভিডিয়ো শেয়ার করেছেন স্বস্তিকা । ক্য়াপশনে লিখেছেন, "রুই মাছ । কালিয়া আমার আমার ফার্স্ট চয়েজ়, তবে মাছ বেশ কড়কড়ে করে ভাজা আমার মায়ের ফেবরিট ছিল ।"

এই ছোটো ছোটো অ্যাক্টিভিটির মধ্যে দিয়েই মাকে মনে করেন স্বস্তিকা । লিখেছেন, "এরকম ছোটো ছোটো কাজের মধ্যে দিয়ে মাকে আজ আর প্রতিদিন মনে করি ।" কার কার ভালো লাগে রুই মাছ ভাজা, ঘি ভাত আর কাঁচা লঙ্কা ? ফ্যানেদের প্রশ্ন করেছেন অভিনেত্রী ।

কয়েকদিন আগে উচ্ছে ভাজার ভিডিয়ো শেয়ার করেছিলেন স্বস্তিকা । জানিয়েছিলেন, ভাজা হোক বা সিদ্ধ, উচ্ছের সবকিছুই পছন্দ করেন তিনি ।

দেখে নিন স্বস্তিকার হেঁশেলের এক ঝলক..

কলকাতা : আপাতত সেল্ফ কোয়ারেন্টাইনে স্বস্তিকা মুখার্জি ও তাঁর মেয়ে অন্বেষা । ফাঁকা সময় পেয়ে রান্না করা থেকে শুরু করে বাসন মাজা একা হাতেই সারছেন অভিনেত্রী ।

আজ কিছু সময় আগে মাছ ভাজার একটি ভিডিয়ো শেয়ার করেছেন স্বস্তিকা । ক্য়াপশনে লিখেছেন, "রুই মাছ । কালিয়া আমার আমার ফার্স্ট চয়েজ়, তবে মাছ বেশ কড়কড়ে করে ভাজা আমার মায়ের ফেবরিট ছিল ।"

এই ছোটো ছোটো অ্যাক্টিভিটির মধ্যে দিয়েই মাকে মনে করেন স্বস্তিকা । লিখেছেন, "এরকম ছোটো ছোটো কাজের মধ্যে দিয়ে মাকে আজ আর প্রতিদিন মনে করি ।" কার কার ভালো লাগে রুই মাছ ভাজা, ঘি ভাত আর কাঁচা লঙ্কা ? ফ্যানেদের প্রশ্ন করেছেন অভিনেত্রী ।

কয়েকদিন আগে উচ্ছে ভাজার ভিডিয়ো শেয়ার করেছিলেন স্বস্তিকা । জানিয়েছিলেন, ভাজা হোক বা সিদ্ধ, উচ্ছের সবকিছুই পছন্দ করেন তিনি ।

দেখে নিন স্বস্তিকার হেঁশেলের এক ঝলক..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.