কলকাতা : অভিনেত্রীরা নাকি বয়স লুকিয়ে রাখেন । আর তিরিশ পেরিয়ে গেলে তো কথাই নেই । বছর বছর একটাই বয়স চলতে থাকে তাঁদের । তবে স্বস্তিকা কিন্তু কখনও সেই স্রোতে গা ভাসাননি । তিনি তাঁর বয়স নিয়ে কোনওদিন নিরাপত্তাহীনতায় ভোগেননি ।
তাই চল্লিশের কোটায় পা দিয়েই সোশাল মিডিয়ায় সাড়ম্বরে ঘোষণা করলেন নিজেয় বয়স । আর নিজেকেই নিজে জন্মদিনের শুভেচ্ছা জানালেন স্বস্তিকা ।
তবে একা নয়, তাঁর এই জন্মদিন উদযাপনে সঙ্গ দিল একরাশ কুকুরছানা । ছোট্ট মিষ্টি সেই কুকুরছানাদের সে কি আদর স্বস্তিকার ! জন্মদিনে এটাও প্রমিস করলেন যে, এই অবলা জীবগুলোকে আরও বেশি ভালোবাসবেন ।
দেখে নিন তাঁর পোস্ট...
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
ইন্ডাস্ট্রিতে দু'দশকের বেশি সময় কাটিয়ে ফেলেছেন স্বস্তিকা । ওঠানামার মুখে পড়েছেন, তা সামলেও উঠেছেন । তবে থেমে যাননি । সচেতনভাবে নিজের সিগনেচার স্টাইল তৈরি করেছেন স্বস্তিকা । যে চরিত্রে অভিনয় করতে তাঁর বয়সী অভিনেত্রীরা স্বচ্ছন্দ হতে পারেননি, সেই চরিত্রেও তিনি তাক লাগিয়েছেন ।
তার ফলও পেয়েছেন স্বস্তিকা । দেরি হলেও, আজ তাঁর প্রতিভার কদর করছে পুরো দেশ । জাতীয় স্তরে নানা রকম ইন্টারেস্টিং প্রজেক্ট পাচ্ছেন তিনি । আর টলিপাড়ায় তো অনেকদিনই তিনি এ-লিস্টার । স্বস্তিকার আরও ভালো ভালো কাজ দেখার জন্য মুখিয়ে দর্শক ।
জন্মদিনে স্বস্তিকা মুখোপাধ্যায়কে অনেক শুভেচ্ছা ETV ভারতের পক্ষ থেকে ।