ETV Bharat / sitara

Swastika Dutta: লিপ বাম, সানস্ক্রিন মেখেই ওয়েবে গ্ল্যামারাস স্বস্তিকা ! আসছে উত্তরণ - ওয়েবে স্বস্তিকা দত্ত

ওয়েব দুনিয়ায় আসছে অভিনেত্রী স্বস্তিকা দত্তের (Swastika Dutta) আরও একটা সিরিজ ৷ শুটিং চলছে জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত ওয়েব সিরিজ 'উত্তরণ' (Uttaran)-এর ৷

swastika dutta's uttaran coming in ott platform
লিপ বাম, সানস্ক্রিন মেখেই ওয়েবে গ্ল্যামারাস স্বস্তিকা ! আসছে উত্তরণ
author img

By

Published : Sep 29, 2021, 1:19 PM IST

কলকাতা, 29 সেপ্টেম্বর: সেন্টিমেন্টের অপর নাম রাধিকা ! 'কী করে বলব তোমায়' ধারাবাহিকের রাধিকা মিত্র আজও বাংলা টেলি দর্শকের মনের মণিকোঠায় বিরাজ করে । এ হেন রাধিকা থুড়ি স্বস্তিকা দত্ত (Swastika Dutta) টেলিপর্দায় মানুষের অফুরান ভালোবাসা পেয়ে পা রেখেছেন ওয়েব দুনিয়ায় । 'আনন্দ আশ্রম'-এর পর এ বার জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত হইচই সিরিজ 'উত্তরণ' (Uttaran)-এ এক দারুণ চরিত্রে পাওয়া যাবে তাঁকে ।

'কী করে বলব তোমায়' ধারাবাহিকে কর্ণ-রাধিকা জুটির রাগ, প্রেম, খুনসুটি, সংসার, ওঁদের জীবনশৈলী নিয়ে বেশ কিছুদিন ব্যস্ততায় ডুবে ছিল টেলি দর্শক । কর্ণ অর্থাৎ ক্রুশল এখন সুশান্ত দাসের প্রযোজনায় হিন্দি ধারাবাহিকের নায়ক । আর স্বস্তিকা পা রেখেছেন ওয়েবে । অরিজিৎ চক্রবর্তী পরিচালিত 'আনন্দ আশ্রম' ওয়েব সিরিজের পর এ বার জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত ওয়েব সিরিজ 'উত্তরণ'-এ দেখা যাবে তাঁকে ।

আরও পড়ুন: Swastika Dutta : অষ্টমীতে শাড়িই পরবেন স্বস্তিকা

সুকান্ত গঙ্গোপাধ্যায়ের উপন্যাস 'বটতলা' অবলম্বনে তৈরি এই ওয়েব সিরিজে স্বস্তিকার চরিত্রের নাম তনয়া । সবজান্তা, অধিক আত্মবিশ্বাসী একটি মেয়ে । তাঁর বিপরীতে দেখা যাবে শাওনকে ৷ একটা এমএমএস কীভাবে সমাজের অন্ধকার দিকগুলি সকলের সামনে নিয়ে আসে তারই হদিস রয়েছে এই সিরিজে । 'আনন্দ আশ্রম' প্রসঙ্গে কথা বলার সময়েই 'উত্তরণ'-এর আভাস দিয়েছিলেন স্বস্তিকা । জানিয়েছিলেন, আরও একটা ভালো কাজ করছি ৷ সেখানে কোনও মেক আপ নেই আমার । শুধু সানস্ক্রিন আর লিপ বাম লাগিয়ে শুটিং করছি ।

আরও পড়ুন: Exclusive : ট্যাক্সিচালকের হাতে হেনস্থা, মুখ খুললেন টেলিভিশন অভিনেত্রী স্বস্তিকা

এসভিএফ প্রযোজিত এই ওয়েব সিরিজে রয়েছেন মধুমিতা সরকারও । তাঁর বিপরীতে থাকছেন রাজদীপ গুপ্ত । রাজদীপ এই মুহূর্তে ওয়েবেই ব্যস্ত । ছোট পর্দায় তাঁর দেখা মেলে না আর । মধুমিতাও 'কুসুম দোলা'র পর বড় পর্দা এবং ওয়েবেই ব্যস্ত হয়ে পড়েছেন । আর স্বস্তিকা এই মুহূর্তে ব্যস্ত নানা ধরনের ফটোশুট এবং ওয়েবে । আজ বুধবারের বৃষ্টিভেজা সকালেই শুটে ব্যস্ত স্বস্তিকা । খুব শিগগিরই ওয়েব দরবারে আসবে 'উত্তরণ'।

swastika dutta's uttaran coming in ott platform
উত্তরণে মধুমিতা

আরও পড়ুন: Bony Trailer: ভগবান নাকি ভূত ? রহস্যে মোড়া পরম-কোয়েলের বনির ট্রেলার

কলকাতা, 29 সেপ্টেম্বর: সেন্টিমেন্টের অপর নাম রাধিকা ! 'কী করে বলব তোমায়' ধারাবাহিকের রাধিকা মিত্র আজও বাংলা টেলি দর্শকের মনের মণিকোঠায় বিরাজ করে । এ হেন রাধিকা থুড়ি স্বস্তিকা দত্ত (Swastika Dutta) টেলিপর্দায় মানুষের অফুরান ভালোবাসা পেয়ে পা রেখেছেন ওয়েব দুনিয়ায় । 'আনন্দ আশ্রম'-এর পর এ বার জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত হইচই সিরিজ 'উত্তরণ' (Uttaran)-এ এক দারুণ চরিত্রে পাওয়া যাবে তাঁকে ।

'কী করে বলব তোমায়' ধারাবাহিকে কর্ণ-রাধিকা জুটির রাগ, প্রেম, খুনসুটি, সংসার, ওঁদের জীবনশৈলী নিয়ে বেশ কিছুদিন ব্যস্ততায় ডুবে ছিল টেলি দর্শক । কর্ণ অর্থাৎ ক্রুশল এখন সুশান্ত দাসের প্রযোজনায় হিন্দি ধারাবাহিকের নায়ক । আর স্বস্তিকা পা রেখেছেন ওয়েবে । অরিজিৎ চক্রবর্তী পরিচালিত 'আনন্দ আশ্রম' ওয়েব সিরিজের পর এ বার জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত ওয়েব সিরিজ 'উত্তরণ'-এ দেখা যাবে তাঁকে ।

আরও পড়ুন: Swastika Dutta : অষ্টমীতে শাড়িই পরবেন স্বস্তিকা

সুকান্ত গঙ্গোপাধ্যায়ের উপন্যাস 'বটতলা' অবলম্বনে তৈরি এই ওয়েব সিরিজে স্বস্তিকার চরিত্রের নাম তনয়া । সবজান্তা, অধিক আত্মবিশ্বাসী একটি মেয়ে । তাঁর বিপরীতে দেখা যাবে শাওনকে ৷ একটা এমএমএস কীভাবে সমাজের অন্ধকার দিকগুলি সকলের সামনে নিয়ে আসে তারই হদিস রয়েছে এই সিরিজে । 'আনন্দ আশ্রম' প্রসঙ্গে কথা বলার সময়েই 'উত্তরণ'-এর আভাস দিয়েছিলেন স্বস্তিকা । জানিয়েছিলেন, আরও একটা ভালো কাজ করছি ৷ সেখানে কোনও মেক আপ নেই আমার । শুধু সানস্ক্রিন আর লিপ বাম লাগিয়ে শুটিং করছি ।

আরও পড়ুন: Exclusive : ট্যাক্সিচালকের হাতে হেনস্থা, মুখ খুললেন টেলিভিশন অভিনেত্রী স্বস্তিকা

এসভিএফ প্রযোজিত এই ওয়েব সিরিজে রয়েছেন মধুমিতা সরকারও । তাঁর বিপরীতে থাকছেন রাজদীপ গুপ্ত । রাজদীপ এই মুহূর্তে ওয়েবেই ব্যস্ত । ছোট পর্দায় তাঁর দেখা মেলে না আর । মধুমিতাও 'কুসুম দোলা'র পর বড় পর্দা এবং ওয়েবেই ব্যস্ত হয়ে পড়েছেন । আর স্বস্তিকা এই মুহূর্তে ব্যস্ত নানা ধরনের ফটোশুট এবং ওয়েবে । আজ বুধবারের বৃষ্টিভেজা সকালেই শুটে ব্যস্ত স্বস্তিকা । খুব শিগগিরই ওয়েব দরবারে আসবে 'উত্তরণ'।

swastika dutta's uttaran coming in ott platform
উত্তরণে মধুমিতা

আরও পড়ুন: Bony Trailer: ভগবান নাকি ভূত ? রহস্যে মোড়া পরম-কোয়েলের বনির ট্রেলার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.