হায়দরাবাদ, 28 মে : মাদক মামলায় এ বার গ্রেফতার করা হল বলিউডের অভিনেতা সুশান্ত সিং রাজপুতের রুমমেট সিদ্ধার্থ পিঠানিকে ৷ মুম্বইয়ে অভিনেতার মৃত্যুর প্রায় এক বছরের মাথায় পিঠানিকে গ্রেফতার করল নারকোটিকস কন্ট্রোল ব্যুরো ৷
গত বছর 14 জুন, যে দিন মুম্বইয়ের বাড়ি থেকে সুশান্তের দেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়, সে দিন সেখানে যে চার জন উপস্থিত ছিলেন, তাঁদের মধ্যে ছিলেন পিঠানিও ৷ শুক্রবার সকালে তাঁকে তাঁর হায়দরাবাদের বাড়ি থেকে গ্রেফতার করা হয় ৷ সুশান্তের মৃত্যু মামলায় পিঠানিকে এর আগে বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদ করেছে মুম্বই পুলিশ ও সিবিআই ৷ অভিনেতার মৃত্যুর আগে প্রায় এক বছর ওই ফ্ল্যাটেই ছিলেন তথ্য ও প্রযুক্তি ক্ষেত্রের আধিকারিক পিঠানি ৷ তাঁকে বুদ্ধ বলে ডাকতেন ছিঁছোরে স্টার ৷ গত সেপ্টেম্বরে পিঠানিকে প্রায় 6 বার জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই ৷
আরও পড়ুন: সুশান্তের মৃত্যুর বর্ষপূর্তিতে পাহাড়ে নিভৃতবাসে দিদি শ্বেতা
মাদক মামলায় গ্রেফতার হতে হয়েছিল সুশান্তের চর্চিত গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তী ও তাঁর ভাই শৌভিককে ৷ মাদক মামলার তদন্তে বলিউডের আরও বেশ কয়েকজন সেলিব্রিটিরও নাম জড়ায় এই মামলার সঙ্গে ৷ বহু তারকাকে এই নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় ৷