ETV Bharat / sitara

Akshay Kumar : মা নিশ্চয়ই হ্যাপি বার্থ ডে গাইছেন, জন্মদিনে আবেগী পোস্ট অক্ষয়ের - Happy Birthday

আজ 54 বছরের জন্মদিনে মন ভাল নেই অক্ষয় কুমারের (Akshay Kumar)৷ জন্মদিনের আগের দিনই তাঁর মা অরুণা ভাটিয়ার (Aruna Bhatia) জীবনাবসান হয়েছেন ৷ তাই মাকে স্মরণ করে সকালে জন্মদিনের পোস্ট করলেন অক্ষয় ৷

"Sure Mom Is Singing Happy Birthday To Me," Writes Akshay Kumar on his 54th birthday
মা নিশ্চয়ই হ্যাপি বার্থ ডে গাইছেন, জন্মদিনে আবেগী পোস্ট অক্ষয়ের
author img

By

Published : Sep 9, 2021, 6:37 PM IST

মুম্বই, 9 সেপ্টেম্বর: জন্মদিনের আগের দিনই তাঁকে ছেড়ে চলে গিয়েছেন মা অরুণা ভাটিয়া (Aruna Bhatia) ৷ তাই 54 বছরের জন্মদিনে মন ভারাক্রান্ত অক্ষয় কুমারের (Akshay Kumar) ৷ তাঁর বিশ্বাস, মা যেখানেই থাকুন, আজ তিনি ছেলের জন্য হ্যাপি বার্থ ডে গান গাইছেন ৷ এই বেদনার মূহূর্তেও জীবন থেমে থাকবে না, মনখারাপি পোস্টে সেই বার্তাই দিলেন বলিউডের খিলাড়ি ৷

জন্মদিনের সকালে মায়ের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের একটি ছবি টুইটারে পোস্ট করেছেন অক্ষয় কুমার ৷ ক্যাপশনে তিনি লিখেছেন, "আগে কখনও এই রকম ভাবে ভাল লাগেনি ৷ তবে আমি নিশ্চিত, সেখান থেকে মা আমার জন্য হ্যাপি বার্থ ডে গান গাইছেন ৷ আপনাদের সান্ত্বনা ও শুভেচ্ছার জন্য প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি ৷ জীবন চলছে ৷"

মা নিশ্চয়ই হ্যাপি বার্থ ডে গাইছেন, জন্মদিনে আবেগী পোস্ট অক্ষয়ের

শুক্রবার রাতেই অক্ষয় কুমারের মা অরুণা ভাটিয়াকে মুম্বইয়ের হীরানন্দানি হাসপাতালে ভর্তি করা হয়েছিল ৷ তবে পরিবারের অনুরোধে সেই খবর গোপন রেখেছিল হাসপতাল কর্তৃপক্ষ ৷ পরিস্থিতি সঙ্কটজনক হওয়ায় তাঁকে আইসিইউতে রাখা হয় ৷ এই খবর পেয়ে শ্যুটিং ফেলে ব্রিটেন থেকে মুম্বই ফিরে আসেন বলিউডের খিলাড়ি ৷ তবে শেষরক্ষা হয়নি ৷

আরও পড়ুন: Aruna Bhatia : প্রয়াত অক্ষয় কুমারের মা অরুণা ভাটিয়া

বুধবার অভিনেতা টুইটে মায়ের প্রয়াণের কথা জানান ৷ তিনি লেখেন, "তিনি ছিলেন আমার প্রাণ ৷ তাঁর প্রয়াণে আমি গভীর বেদনা অনুভব করছি ৷ তিনি আজ ইহলোক ত্যাগ করে অন্য জগতে চলে গিয়েছেন ৷ ফিরে গিয়েছেন আমার বাবার কাছে ৷ আপনাদের প্রার্থনাকে আমি এবং আমার পরিবারের সদস্যরা সম্মান জানাই ৷ পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ ৷"

আরও পড়ুন: Akshay Kumar: আইসিইউ-তে মা, ব্রিটেনে শ্যুটিং ফেলে মুম্বই ফিরলেন অক্ষয়

মায়ের মৃত্যুতে তাঁকে সমবেদনা জানিয়েছেন তাঁর অনুগামীরা ৷ বৃহস্পতিবার অক্ষয়ের সঙ্গে দেখা করতে তাঁর বাড়িতে যান তাঁর ফিল্ম সূর্যবংশীর সহ-অভিনেতা অজয় দেবগণ ও লক্ষ্মীর সহ-অভিনেত্রী কিয়ারা আদবানি ৷ এ ছাড়াও অক্ষয়ের বাড়িতে দেখা যায় সিদ্ধার্থ মালহোত্রা, অর্জুন কাপুর, মালাইকা অরোরা ও করণ জোহরের মতো সেলিব্রিটিদেরও ৷

আরও পড়ুন: Sourav Ganguly : আসছে দাদা’র বায়োপিক, টুইটারে ঘোষণা সৌরভের

মুম্বই, 9 সেপ্টেম্বর: জন্মদিনের আগের দিনই তাঁকে ছেড়ে চলে গিয়েছেন মা অরুণা ভাটিয়া (Aruna Bhatia) ৷ তাই 54 বছরের জন্মদিনে মন ভারাক্রান্ত অক্ষয় কুমারের (Akshay Kumar) ৷ তাঁর বিশ্বাস, মা যেখানেই থাকুন, আজ তিনি ছেলের জন্য হ্যাপি বার্থ ডে গান গাইছেন ৷ এই বেদনার মূহূর্তেও জীবন থেমে থাকবে না, মনখারাপি পোস্টে সেই বার্তাই দিলেন বলিউডের খিলাড়ি ৷

জন্মদিনের সকালে মায়ের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের একটি ছবি টুইটারে পোস্ট করেছেন অক্ষয় কুমার ৷ ক্যাপশনে তিনি লিখেছেন, "আগে কখনও এই রকম ভাবে ভাল লাগেনি ৷ তবে আমি নিশ্চিত, সেখান থেকে মা আমার জন্য হ্যাপি বার্থ ডে গান গাইছেন ৷ আপনাদের সান্ত্বনা ও শুভেচ্ছার জন্য প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি ৷ জীবন চলছে ৷"

মা নিশ্চয়ই হ্যাপি বার্থ ডে গাইছেন, জন্মদিনে আবেগী পোস্ট অক্ষয়ের

শুক্রবার রাতেই অক্ষয় কুমারের মা অরুণা ভাটিয়াকে মুম্বইয়ের হীরানন্দানি হাসপাতালে ভর্তি করা হয়েছিল ৷ তবে পরিবারের অনুরোধে সেই খবর গোপন রেখেছিল হাসপতাল কর্তৃপক্ষ ৷ পরিস্থিতি সঙ্কটজনক হওয়ায় তাঁকে আইসিইউতে রাখা হয় ৷ এই খবর পেয়ে শ্যুটিং ফেলে ব্রিটেন থেকে মুম্বই ফিরে আসেন বলিউডের খিলাড়ি ৷ তবে শেষরক্ষা হয়নি ৷

আরও পড়ুন: Aruna Bhatia : প্রয়াত অক্ষয় কুমারের মা অরুণা ভাটিয়া

বুধবার অভিনেতা টুইটে মায়ের প্রয়াণের কথা জানান ৷ তিনি লেখেন, "তিনি ছিলেন আমার প্রাণ ৷ তাঁর প্রয়াণে আমি গভীর বেদনা অনুভব করছি ৷ তিনি আজ ইহলোক ত্যাগ করে অন্য জগতে চলে গিয়েছেন ৷ ফিরে গিয়েছেন আমার বাবার কাছে ৷ আপনাদের প্রার্থনাকে আমি এবং আমার পরিবারের সদস্যরা সম্মান জানাই ৷ পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ ৷"

আরও পড়ুন: Akshay Kumar: আইসিইউ-তে মা, ব্রিটেনে শ্যুটিং ফেলে মুম্বই ফিরলেন অক্ষয়

মায়ের মৃত্যুতে তাঁকে সমবেদনা জানিয়েছেন তাঁর অনুগামীরা ৷ বৃহস্পতিবার অক্ষয়ের সঙ্গে দেখা করতে তাঁর বাড়িতে যান তাঁর ফিল্ম সূর্যবংশীর সহ-অভিনেতা অজয় দেবগণ ও লক্ষ্মীর সহ-অভিনেত্রী কিয়ারা আদবানি ৷ এ ছাড়াও অক্ষয়ের বাড়িতে দেখা যায় সিদ্ধার্থ মালহোত্রা, অর্জুন কাপুর, মালাইকা অরোরা ও করণ জোহরের মতো সেলিব্রিটিদেরও ৷

আরও পড়ুন: Sourav Ganguly : আসছে দাদা’র বায়োপিক, টুইটারে ঘোষণা সৌরভের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.