মুম্বই, 9 সেপ্টেম্বর: জন্মদিনের আগের দিনই তাঁকে ছেড়ে চলে গিয়েছেন মা অরুণা ভাটিয়া (Aruna Bhatia) ৷ তাই 54 বছরের জন্মদিনে মন ভারাক্রান্ত অক্ষয় কুমারের (Akshay Kumar) ৷ তাঁর বিশ্বাস, মা যেখানেই থাকুন, আজ তিনি ছেলের জন্য হ্যাপি বার্থ ডে গান গাইছেন ৷ এই বেদনার মূহূর্তেও জীবন থেমে থাকবে না, মনখারাপি পোস্টে সেই বার্তাই দিলেন বলিউডের খিলাড়ি ৷
জন্মদিনের সকালে মায়ের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের একটি ছবি টুইটারে পোস্ট করেছেন অক্ষয় কুমার ৷ ক্যাপশনে তিনি লিখেছেন, "আগে কখনও এই রকম ভাবে ভাল লাগেনি ৷ তবে আমি নিশ্চিত, সেখান থেকে মা আমার জন্য হ্যাপি বার্থ ডে গান গাইছেন ৷ আপনাদের সান্ত্বনা ও শুভেচ্ছার জন্য প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি ৷ জীবন চলছে ৷"
শুক্রবার রাতেই অক্ষয় কুমারের মা অরুণা ভাটিয়াকে মুম্বইয়ের হীরানন্দানি হাসপাতালে ভর্তি করা হয়েছিল ৷ তবে পরিবারের অনুরোধে সেই খবর গোপন রেখেছিল হাসপতাল কর্তৃপক্ষ ৷ পরিস্থিতি সঙ্কটজনক হওয়ায় তাঁকে আইসিইউতে রাখা হয় ৷ এই খবর পেয়ে শ্যুটিং ফেলে ব্রিটেন থেকে মুম্বই ফিরে আসেন বলিউডের খিলাড়ি ৷ তবে শেষরক্ষা হয়নি ৷
আরও পড়ুন: Aruna Bhatia : প্রয়াত অক্ষয় কুমারের মা অরুণা ভাটিয়া
বুধবার অভিনেতা টুইটে মায়ের প্রয়াণের কথা জানান ৷ তিনি লেখেন, "তিনি ছিলেন আমার প্রাণ ৷ তাঁর প্রয়াণে আমি গভীর বেদনা অনুভব করছি ৷ তিনি আজ ইহলোক ত্যাগ করে অন্য জগতে চলে গিয়েছেন ৷ ফিরে গিয়েছেন আমার বাবার কাছে ৷ আপনাদের প্রার্থনাকে আমি এবং আমার পরিবারের সদস্যরা সম্মান জানাই ৷ পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ ৷"
আরও পড়ুন: Akshay Kumar: আইসিইউ-তে মা, ব্রিটেনে শ্যুটিং ফেলে মুম্বই ফিরলেন অক্ষয়
-
Would have never liked it this way but am sure mom is singing Happy Birthday to me from right up there! Thanks to each one of you for your condolences and wishes alike. Life goes on. pic.twitter.com/PdCGtRxrvq
— Akshay Kumar (@akshaykumar) September 9, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Would have never liked it this way but am sure mom is singing Happy Birthday to me from right up there! Thanks to each one of you for your condolences and wishes alike. Life goes on. pic.twitter.com/PdCGtRxrvq
— Akshay Kumar (@akshaykumar) September 9, 2021Would have never liked it this way but am sure mom is singing Happy Birthday to me from right up there! Thanks to each one of you for your condolences and wishes alike. Life goes on. pic.twitter.com/PdCGtRxrvq
— Akshay Kumar (@akshaykumar) September 9, 2021
মায়ের মৃত্যুতে তাঁকে সমবেদনা জানিয়েছেন তাঁর অনুগামীরা ৷ বৃহস্পতিবার অক্ষয়ের সঙ্গে দেখা করতে তাঁর বাড়িতে যান তাঁর ফিল্ম সূর্যবংশীর সহ-অভিনেতা অজয় দেবগণ ও লক্ষ্মীর সহ-অভিনেত্রী কিয়ারা আদবানি ৷ এ ছাড়াও অক্ষয়ের বাড়িতে দেখা যায় সিদ্ধার্থ মালহোত্রা, অর্জুন কাপুর, মালাইকা অরোরা ও করণ জোহরের মতো সেলিব্রিটিদেরও ৷
আরও পড়ুন: Sourav Ganguly : আসছে দাদা’র বায়োপিক, টুইটারে ঘোষণা সৌরভের