ETV Bharat / sitara

Sunny Leone: সাহস যাচাই করতে সহকর্মীর গায়ে জোঁক ছাড়লেন সানি, ভাইরাল ভিডিয়ো - সানি লিয়নি জোঁক

প্র্যাংক করতে অভ্য়স্ত সানি লিয়নি (Sunny Leone) এ বার তাঁর টিমমেটদের সাহসের পরীক্ষা (Checking Courage) নিলেন ৷ শেরোর (Shero) শ্যুটিং-এর ফাঁকে সহকর্মীদের গায়ে জোঁক (Leech) ছেড়ে দিলেন তিনি ৷

sunny-leone-drops-leech-on-her-teammates-to-check-courage-video gets viral
সাহস যাচাই করতে সহকর্মীর গায়ে জোঁক ছাড়লেন সানি, ভাইরাল ভিডিয়ো
author img

By

Published : Aug 6, 2021, 8:12 PM IST

কেরল, 6 অগস্ট: কেরলে সবে তাঁর ফিল্ম শেরোর (Shero) শ্যুটিং শেষ করেছেন বলিউডের ডিভা সানি লিয়নি (Sunny Leone)৷ শ্যুটিং-এর ফাঁকে দারুণ সময় কাটিয়েছেন তিনি ৷ সবুজে ঘেরা সেটে ঘুরে বেড়িয়েছেন ৷ প্রাণ ভরে শ্বাস নিয়েছেন ৷ তবে দুষ্টুমিও করতে ছাড়েননি ৷ দুষ্টুমি বলতে অন্য কিছু নয়, নিপাট দুষ্টুমিই ৷ সে রকমই একটি ভিডিয়ো নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্ট করেছেন সানি ৷ সেখানে দেখা যাচ্ছে, তাঁর দলের সদস্যদের সাহস যাচাই (Checking Courage) করতে তাঁদের গায়ে জোঁক (Leech) ছেড়ে দিচ্ছেন অভিনেত্রী ৷

শুক্রবার সানি যে ভিডিয়োটি শেয়ার করেছেন, তাতে দেখা গিয়েছে লোহার চিমটে দিয়ে একটি জোঁক ধরে রয়েছেন তিনি ৷ তিনি তাঁর দলের সদস্যদের সাহসের পরীক্ষা দিতে বলছেন ৷ তাঁদের হাতের উপর সেই রক্তচোষা কীটকে রাখতে চাইছেন অভিনেত্রী ৷ একজন হাত বাড়িয়ে দিলেও ভয়ে ভয়ে বারবার তাঁকে হাত সরিয়ে নিতে দেখা গিয়েছে ৷ এরপর অপর এক যুবক হাত বাড়িয়ে দিলে তাঁর হাতের উপর জোঁকটি ছেড়ে দেন সানি ৷ অবশ্য সঙ্গে সঙ্গে নিজেই ঘাবড়ে গিয়ে সেটি মাটিতে ফেলে দেন তিনি ৷

sunny-leone-drops-leech-on-her-teammates-to-check-courage-video gets viral
সাহস যাচাই করতে সহকর্মীর গায়ে জোঁক ছাড়লেন সানি, ভাইরাল ভিডিয়ো

আরও পড়ুন: কাপুরদের অভিনেতা পরিবারে আলিয়ার অন্তর্ভুক্তি ? কী বললেন করিশ্মা ?

ভিডিয়োটি পোস্ট করে জিসম 2 অভিনেত্রী লিখেছেন, "আমার দলের সাহস পরীক্ষা করে দেখছিলাম ৷ জোঁকটাকে রক্ষা করা গিয়েছে, সে পরে ঘাসের উপর দিয়ে হামাগুড়ি দিয়ে হেঁটে ফাইট মাস্টারের কাছে চলে যায় ৷ পরের দিন তাঁর পেটের উপর জোঁকটিকে দেখা গিয়েছে ৷ তার মানে, টানা 12 ঘণ্টা ধরে পিকনিক করেছে জোঁকটি ৷"

sunny-leone-drops-leech-on-her-teammates-to-check-courage-video gets viral
গায়ে জোঁক ছাড়লেন সানি

আরও পড়ুন: করোনার তৃতীয় ঢেউ নিয়ে সতর্ক করলেন সায়ন্তিকা-জুন

সানির আপকামিং ফিল্ম শেরো পরিচালনা করেছেন কুট্টানাদান মারপাপ্পা ৷ মালায়লম ভাষায় এটি সানির প্রথম ছবি, যার মুখ্য চরিত্রে তাঁকে দেখা যাবে ৷ মুন্নার ও কেরলের অন্যান্য অংশে ছবির শ্যুটিং হয়েছে ৷ অ্যাকশনে ভরা এই ফিল্মে নানা স্টান্ট করতে দেখা যাবে অভিনেত্রীকে ৷ এ জন্য তিনি বেশকিছু প্রশিক্ষণও নিয়েছেন ৷

আরও পড়ুন: জন্মদিনে ভক্তদের সঙ্গে উদ্ধত আচরণ কাজলের ! রুষ্ট নেটিজেনরা

সাইকোলজিক্যাল থ্রিলার শেরোতে সারা মাইক নামে একটি চরিত্রে দেখা যাবে সানি লিয়নিকে ৷ যিনি ভারতের বংশোদ্ভূত মার্কিন নাগরিক ৷ ছবিটি মালায়লম, তামিল, তেলুগু ও হিন্দিতে মুক্তি পাবে ৷

কেরল, 6 অগস্ট: কেরলে সবে তাঁর ফিল্ম শেরোর (Shero) শ্যুটিং শেষ করেছেন বলিউডের ডিভা সানি লিয়নি (Sunny Leone)৷ শ্যুটিং-এর ফাঁকে দারুণ সময় কাটিয়েছেন তিনি ৷ সবুজে ঘেরা সেটে ঘুরে বেড়িয়েছেন ৷ প্রাণ ভরে শ্বাস নিয়েছেন ৷ তবে দুষ্টুমিও করতে ছাড়েননি ৷ দুষ্টুমি বলতে অন্য কিছু নয়, নিপাট দুষ্টুমিই ৷ সে রকমই একটি ভিডিয়ো নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্ট করেছেন সানি ৷ সেখানে দেখা যাচ্ছে, তাঁর দলের সদস্যদের সাহস যাচাই (Checking Courage) করতে তাঁদের গায়ে জোঁক (Leech) ছেড়ে দিচ্ছেন অভিনেত্রী ৷

শুক্রবার সানি যে ভিডিয়োটি শেয়ার করেছেন, তাতে দেখা গিয়েছে লোহার চিমটে দিয়ে একটি জোঁক ধরে রয়েছেন তিনি ৷ তিনি তাঁর দলের সদস্যদের সাহসের পরীক্ষা দিতে বলছেন ৷ তাঁদের হাতের উপর সেই রক্তচোষা কীটকে রাখতে চাইছেন অভিনেত্রী ৷ একজন হাত বাড়িয়ে দিলেও ভয়ে ভয়ে বারবার তাঁকে হাত সরিয়ে নিতে দেখা গিয়েছে ৷ এরপর অপর এক যুবক হাত বাড়িয়ে দিলে তাঁর হাতের উপর জোঁকটি ছেড়ে দেন সানি ৷ অবশ্য সঙ্গে সঙ্গে নিজেই ঘাবড়ে গিয়ে সেটি মাটিতে ফেলে দেন তিনি ৷

sunny-leone-drops-leech-on-her-teammates-to-check-courage-video gets viral
সাহস যাচাই করতে সহকর্মীর গায়ে জোঁক ছাড়লেন সানি, ভাইরাল ভিডিয়ো

আরও পড়ুন: কাপুরদের অভিনেতা পরিবারে আলিয়ার অন্তর্ভুক্তি ? কী বললেন করিশ্মা ?

ভিডিয়োটি পোস্ট করে জিসম 2 অভিনেত্রী লিখেছেন, "আমার দলের সাহস পরীক্ষা করে দেখছিলাম ৷ জোঁকটাকে রক্ষা করা গিয়েছে, সে পরে ঘাসের উপর দিয়ে হামাগুড়ি দিয়ে হেঁটে ফাইট মাস্টারের কাছে চলে যায় ৷ পরের দিন তাঁর পেটের উপর জোঁকটিকে দেখা গিয়েছে ৷ তার মানে, টানা 12 ঘণ্টা ধরে পিকনিক করেছে জোঁকটি ৷"

sunny-leone-drops-leech-on-her-teammates-to-check-courage-video gets viral
গায়ে জোঁক ছাড়লেন সানি

আরও পড়ুন: করোনার তৃতীয় ঢেউ নিয়ে সতর্ক করলেন সায়ন্তিকা-জুন

সানির আপকামিং ফিল্ম শেরো পরিচালনা করেছেন কুট্টানাদান মারপাপ্পা ৷ মালায়লম ভাষায় এটি সানির প্রথম ছবি, যার মুখ্য চরিত্রে তাঁকে দেখা যাবে ৷ মুন্নার ও কেরলের অন্যান্য অংশে ছবির শ্যুটিং হয়েছে ৷ অ্যাকশনে ভরা এই ফিল্মে নানা স্টান্ট করতে দেখা যাবে অভিনেত্রীকে ৷ এ জন্য তিনি বেশকিছু প্রশিক্ষণও নিয়েছেন ৷

আরও পড়ুন: জন্মদিনে ভক্তদের সঙ্গে উদ্ধত আচরণ কাজলের ! রুষ্ট নেটিজেনরা

সাইকোলজিক্যাল থ্রিলার শেরোতে সারা মাইক নামে একটি চরিত্রে দেখা যাবে সানি লিয়নিকে ৷ যিনি ভারতের বংশোদ্ভূত মার্কিন নাগরিক ৷ ছবিটি মালায়লম, তামিল, তেলুগু ও হিন্দিতে মুক্তি পাবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.