কলকাতা, 23 ফেব্রুয়ারি : বাংলা টেলিভিশনের অরিজিনালস সিনেমাতে এবার হাজির সুদীপ্তা চক্রবর্তী । এবার একেবারে এক অন্যরূপে ধরা দেবেন তিনি । তাঁর চরিত্রের নাম রুণা ঘোষ । ছবিতে একজন পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে । শুচিস্মিতা এবং তার কন্যা জিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না । শহর কলকাতার বুকে হারিয়ে গিয়েছেন মা এবং মেয়ে । তাঁদের খুঁজতে চিরুনি তল্লাশি চালাচ্ছেন পুলিশ অফিসার রুণা । খুঁজে পাবে কি তাদের? এরকমই এক গল্প নিয়ে তৈরি হয়েছে 'হারিয়ে যাওয়ার আগে' সিনেমাটি ।
গল্পের নাম 'হারিয়ে যাওয়ার পরে' না হয়ে 'আগে' কেন হল সেটাও বড় প্রশ্ন । এই ছবিতে শুচিস্মিতার চরিত্রে অভিনয় করেছেন পায়েল সরকার । জিয়ার চরিত্রে রয়েছে সিলভিয়া । এছাড়া অন্যান্য ভূমিকায় রয়েছেন রাজর্ষি বন্দ্যোপাধ্যায়, নমিতা চক্রবর্তী, দোলা চক্রবর্তী, সুমিত দত্ত-সহ আরও অনেকে । এই ছবিটির পরিচালনার দায়িত্ব রয়েছে সুদেষ্ণা রায় এবং অভিজিৎ গুহের কাঁধে।
ছবি প্রসঙ্গে সুদেষ্ণা রায় এদিন বলেন, "চ্যানেল আমাদের এই কনসেপ্ট দেয় । দিদি নম্বর ওয়ান-এ এসে অনেক দিদি নিজেদের জীবন সংগ্রামের কথা বলেন । সেরকমই এক দিদির জীবনের গল্পের দ্বারা অনুপ্রাণিত এই ছবি । চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত ।" গল্প নিয়ে সুদেষ্ণা রায় বলেন, "ঘরে ঘরে মহিলাদের চেনা চিত্র নিয়ে এই ছবি । ছোট থেকে মেয়েদের নাচ, গান শেখানো হয় বিয়ে দেওয়ার উপযুক্ত করতে । ছোট থেকেই শেখানো হয় শ্বশুরবাড়িটাই মেয়েদের আসল বাড়ি । মেয়েদের বাপের বাড়ি থাকে, শ্বশুরবাড়ি থাকে, ছেলের বাড়ি থাকে কিন্তু নিজের বাড়ি থাকে না । নিজে বাড়ি করতে গেলেই নানান কথা ওঠে । আরেকদিকে তাকালে দেখা যায়, বেশিরভাগ মেয়েরই শখ, আহ্লাদ, গুণ সব হারিয়ে যায় বিয়ের পর । সংসারের চাপে সে নিজের ভাল লাগা, মন্দ লাগা ত্যাগ করে দিতে হয় । শুনতে হয় নানা কথা । আবার তাঁকে তাঁর স্বামী সাপোর্ট করলে তাঁকেও বাড়ির লোকের কাছে কথা শুনতে হয় । একজন স্বামীর টানাপোড়েনের দিকটিও তুলে ধরতে চেয়েছি আমরা ।"
আরও পড়ুন : নতুন ছবিতে রবিনার সঙ্গে জুটি বাঁধছেন পর্দার মুন্না ভাই
তিনি আরও বলেন," নানাবিধ অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হতে হতে শুভিস্মিতা নামের মেয়েটির দেওয়ালে যখন পিঠ ঠেকে যায় তখন সে কী করে ? তাঁর একমাত্র অবলম্বন তাঁর মেয়ে জিয়া । জিয়াকে ঘিরেই এগোবে গল্প । মেয়ের শখ, গুণ বাঁচিয়ে রাখার জন্য মা কী করতে পারে সেটাও দেখানো হবে ছবিতে । জিয়া ভাল নাচে । বাস্তবে সিলভিয়াও খুব ভাল নাচ করে । এই ছবিতে নাচ একটা বড় ভূমিকা পালন করবে । আমি হলফ করে বলতে পারি শুচিস্মিতার মতো চরিত্র পায়েল এর আগে করেনি । পায়েল, সুদীপ্তা-সহ সকলেই দারুণ অভিনয় করেছে বলে অন্তত আমার মনে হয়েছে ।"প্রসঙ্গত, সিলভিয়া এর আগে সুদেষ্ণা রায় এবং অভিজিৎ গুহরপরিচালনায় 'জয় কালী কলকাত্তাওয়ালি' ছবিতে অভিনয় করেছে । শুচিস্মিতা এবং রুনার মধ্যে সমাজের প্রত্যেকটি মেয়ে নিজেকে খুঁজে পাবে বলে আশাবাদী সুদেষ্ণা রায় এবং অভিজিৎ গুহ উভয়েই । ২৭ ফেব্রুয়ারি রবিবার রাত ৯ টায় টেলিভিশনের পর্দায় আসছে এই ছবি ।