ETV Bharat / sitara

কেক কেটে 25 দিনের সাফল্য উদযাপন 'গোত্র'-র - shiboprasad mukherjee

25 দিন পার করায় 'গোত্র'-র সাফল্য উদযাপন করল টিম । প্রিয়া সিনেমা হলে গতকাল হয় সেই অনুষ্ঠান । কেক কেটে দর্শকদের সেই কেক খাওয়ানোরও ব্যবস্থা করেন পরিচালক ।

গোত্র
author img

By

Published : Sep 17, 2019, 12:04 PM IST

Updated : Sep 17, 2019, 1:40 PM IST

কলকাতা : 25 দিন পার করল 'গোত্র' । নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ও উইন্ডোজ় প্রযোজিত ছবিটি খুবই পছন্দ হয়েছে দর্শকদের । পশ্চিমবঙ্গের বাইরেও দেশের বিভিন্ন শহরে হাউসফুল 'গোত্র' ।

'গোত্র'-র 25 দিনের সাফল্য দক্ষিণ কলকাতার প্রিয়া সিনেমা হলে উদযাপন করল টিম । শিবপ্রসাদ বলেন, "আমার ও নন্দিতাদির প্রথম ছবি ইচ্ছের সময় প্রিয়া সিনেমাহল পাশে ছিল । সেই জন্য এই প্রেক্ষাগৃহ আমার কাছে ভীষণ স্পেশাল । সামনেই দুর্গা পুজো । তবে সবসময় মনে রাখবেন পুজো দেখতে গোত্র লাগে না ।"

সাকসেস পার্টিতে কেক কাটে 'গোত্র'-র টিম । ছবি দেখতে আসা দর্শকদের সঙ্গে কথাও বলেন তাঁরা । দর্শকদেরও দেওয়া হয় কেক ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

এই পার্টিতে উপস্থিত ছিলেন ছবির প্রধান অভিনেত্রী অনসূয়া মজুমদার, নাইজেল আকারা, অম্বরীশ ভট্টাচার্য, সাহেব চট্টোপাধ্যায়, দেবলীনা কুমার, কনীনিকা ব্যানার্জি ও জয়া আহসান সহ আরও অনেকে ।

কলকাতা : 25 দিন পার করল 'গোত্র' । নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ও উইন্ডোজ় প্রযোজিত ছবিটি খুবই পছন্দ হয়েছে দর্শকদের । পশ্চিমবঙ্গের বাইরেও দেশের বিভিন্ন শহরে হাউসফুল 'গোত্র' ।

'গোত্র'-র 25 দিনের সাফল্য দক্ষিণ কলকাতার প্রিয়া সিনেমা হলে উদযাপন করল টিম । শিবপ্রসাদ বলেন, "আমার ও নন্দিতাদির প্রথম ছবি ইচ্ছের সময় প্রিয়া সিনেমাহল পাশে ছিল । সেই জন্য এই প্রেক্ষাগৃহ আমার কাছে ভীষণ স্পেশাল । সামনেই দুর্গা পুজো । তবে সবসময় মনে রাখবেন পুজো দেখতে গোত্র লাগে না ।"

সাকসেস পার্টিতে কেক কাটে 'গোত্র'-র টিম । ছবি দেখতে আসা দর্শকদের সঙ্গে কথাও বলেন তাঁরা । দর্শকদেরও দেওয়া হয় কেক ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

এই পার্টিতে উপস্থিত ছিলেন ছবির প্রধান অভিনেত্রী অনসূয়া মজুমদার, নাইজেল আকারা, অম্বরীশ ভট্টাচার্য, সাহেব চট্টোপাধ্যায়, দেবলীনা কুমার, কনীনিকা ব্যানার্জি ও জয়া আহসান সহ আরও অনেকে ।

Intro:দেখতে দেখতে ২৫ দিন পার করে ফেলল 'গোত্র' ছবিটি। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত এবং উইন্ডোজ প্রযোজিত ছবিটি যে দর্শকদের ভালো লাগছে তা তো বিভিন্ন অনলাইন টিকিট কাটার ওয়েবসাইটই প্রমাণ। তার উপর পশ্চিমবঙ্গের বাইরেও দেশের বিভিন্ন শহরে হাউসফুল হচ্ছে 'গোত্র'র শো। তবে এই প্রথমবার নয়। নন্দিতা-শিবপ্রসাদের ছবি প্রতিবারই দর্শকদের মন ভরায়। এবছরের 'কণ্ঠ', 'মুখার্জিদার বউ' তারই প্রমাণ।


Body:এদিন দক্ষিন কলকাতার প্রিয়া সিনেমা হলে পালিত হল 'গোত্র' ছবির ২৫ দিনের সাকসেস পার্টি। শিবপ্রসাদ বললেন, "আমার আর নন্দিতাদির প্রথম ছবি 'ইচ্ছে'র সময় প্রিয়া পাশে এসে দাঁড়িয়েছিল। তাই জন্য এই প্রেক্ষাগৃহ আমার কাছে ভীষণ স্পেশাল।" আরও বললেন, "সামনেই দুর্গাপুজো। তাই সব সময় মনে রাখবেন পুজো দেখতে গোত্র লাগে না।"

চকোলেট কেক কাটা হয় সাকসেস পার্টিতে। ছবি দেখতে আসা দর্শকদের সঙ্গে খোশমেজাজে মেতে উঠল টিম 'গোত্র'। শিবপ্রসাদ মুখোপাধ্যায় সেই কেক ভাগ করে নিলেন দর্শকদের সঙ্গে।


Conclusion:সাকসেস পার্টিতে উপস্থিত ছিলেন ছবির প্রধান অভিনেত্রী অনসূয়া মজুমদার, নাইজেল আকারা, অম্বরীশ ভট্টাচার্য, সাহেব চট্টোপাধ্যায়, দেবলীনা কুমার, মুখার্জি দার বউ ছবির অভিনেত্রী কনীনিকা ব্যানার্জি এবং কন্ঠ ছবির অভিনেত্রী জয়া আহসানও। উপস্থিত ছিল ETV ভারত সিতারাও। সাকসেস পার্টি কিছু মুহূর্ত এবং সকলের বক্তব্য শুনে নিন ভিডিওতে :
Last Updated : Sep 17, 2019, 1:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.