ETV Bharat / sitara

'ধর্মযুদ্ধ' রাজ-শুভশ্রীর মধ্যে?

'পরিণীতা'-র সাফল্যের পরই রাজ ও শুভশ্রী দিলেন আরও এক সুখবর। আসতে চলেছে তাঁদের পরবর্তী ছবি 'ধর্মযুদ্ধ'।

Raj Chakrabarty new film
author img

By

Published : Sep 17, 2019, 5:14 PM IST

কলকাতা: কিছুদিন আগে অবধি রাজকে তথাকথিত প্রেমের ছবি পরিচালনা করতেই দেখা গেছে। 'প্রলয়' বা 'লে ছক্কা' তারই মধ্যে একটু অন্যরকম হলেও তিনি ছিলেন প্রেমের গল্পের স্পেশালিস্ট। তবে সম্প্রতি বিভিন্ন বিষয়কে এক্সপ্লোর করছেন রাজ। তাঁর পরবর্তী ছবি 'ধর্মযুদ্ধ'-ও সেরকমই একটা ছবি বলে মনে হয়।

ছবির প্রথম পোস্টার শেয়ার করেছেন শুভশ্রী। ক্যাপশনে লিখেছেন, "আওয়ার নেক্সট"...পোস্টারটি দেখলেই বোঝা যাচ্ছে যে সাম্প্রদায়িক বিভাজনই ছবির মূল বিষয়। একটা রুটির দিকে হাত বাড়িয়েছে বিভিন্ন ধর্মের মানুষ। সংকট যখন পেটের, তখন হয়তো জাতপাত ধর্মের বিভেদ মুছে যায় এভাবেই।

দেখে নিন ছবির পোস্টার...

কলকাতা: কিছুদিন আগে অবধি রাজকে তথাকথিত প্রেমের ছবি পরিচালনা করতেই দেখা গেছে। 'প্রলয়' বা 'লে ছক্কা' তারই মধ্যে একটু অন্যরকম হলেও তিনি ছিলেন প্রেমের গল্পের স্পেশালিস্ট। তবে সম্প্রতি বিভিন্ন বিষয়কে এক্সপ্লোর করছেন রাজ। তাঁর পরবর্তী ছবি 'ধর্মযুদ্ধ'-ও সেরকমই একটা ছবি বলে মনে হয়।

ছবির প্রথম পোস্টার শেয়ার করেছেন শুভশ্রী। ক্যাপশনে লিখেছেন, "আওয়ার নেক্সট"...পোস্টারটি দেখলেই বোঝা যাচ্ছে যে সাম্প্রদায়িক বিভাজনই ছবির মূল বিষয়। একটা রুটির দিকে হাত বাড়িয়েছে বিভিন্ন ধর্মের মানুষ। সংকট যখন পেটের, তখন হয়তো জাতপাত ধর্মের বিভেদ মুছে যায় এভাবেই।

দেখে নিন ছবির পোস্টার...

Intro:Body:

'ধর্মযুদ্ধ' রাজ-শুভশ্রীর পরিবারে?



'পরিণীতা'-র সাফল্যের পরই রাজ ও শুভশ্রী দিলেন আরও এক সুখবর। আসতে চলেছে তাঁদের পরবর্তী ছবি 'ধর্মযুদ্ধ'।



কলকাতা: কিছুদিন আগে অবধি রাজকে তথাকথিত প্রেমের ছবি পরিচালনা করতেই দেখা গেছে। 'প্রলয়' বা 'লে ছক্কা' তারই মধ্যে একটু অন্যরকম হলেও তিনি ছিলেন প্রেমের গল্পের স্পেশালিস্ট। তবে সম্প্রতি বিভিন্ন বিষয়কে এক্সপ্লোর করছেন রাজ। তাঁর পরবর্তী ছবি 'ধর্মযুদ্ধ'-ও সেরকমই একটা ছবি বলে মনে হয়।



ছবির প্রথম পোস্টার শেয়ার করেছেন শুভশ্রী। ক্যাপশনে লিখেছেন, "আওয়ার নেক্সট"...পোস্টারটি দেখলেই বোঝা যাচ্ছে যে সাম্প্রদায়িক বিভাজনই ছবির মূল বিষয়। একটা রুটির দিকে হাত বাড়িয়েছে বিভিন্ন ধর্মের মানুষ। সংকট যখন পেটের, তখন হয়তো জাতপাত ধর্মের বিভেদ মুছে যায় এভাবেই।



দেখে নিন ছবির পোস্টার...


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.