কলকাতা : 2018 সালের 11 মে বিয়ে হয়েছে রাজ-শুভশ্রীর। আর এবার প্রথম সন্তানের সঙ্গে ছবি দিলেন অভিনেত্রী। তবে শুধু কি জন্ম দিলেই মা হওয়া যায়? না বোধহয়...তাই দিদির ছেলে অনীষকে নিজের 'প্রথম সন্তান' হিসেবে দাবী করলেন শুভশ্রী।
শুভশ্রীর দিদি দেবশ্রী গাঙ্গুলি। তাঁর ছেলে অনীষ। বোনপো অনীষের সঙ্গে একটি ছবি দিয়ে শুভশ্রী লিখলেন, "আমার প্রথম সন্তান..আমি তোমায় ভালোবাসি।" তবে সোশাল মিডিয়ায় অনেকেই জল্পনা শুরু করে দিয়েছেন, তাহলে কি অভিনেত্রী খুব তাড়াতাড়ি দ্বিতীয় সন্তানের খবর দেবেন?
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
শুভশ্রীর হাতে এখন অনেকগুলো ছবি। সম্প্রতি তাঁর 'পরিণীতা' সবাইকে মাত করেছে। প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়। এরপর তাঁকে দেখা যাবে রাজ পরিচালিত ও প্রযোজিত 'ধর্মযুদ্ধ' ছবিতে। এছাড়া রয়েছে ইন্দ্রদীপ দাশগুপ্তের ছবি 'বিসমিল্লাহ', যেখানে শুভশ্রীকে ঋদ্ধি সেনের বিপরীতে দেখা যাবে। সঙ্গে রয়েছে অঙ্কুশ হাজরার সঙ্গে বাবা যাদবের পরিচালনায় একটি সুপারন্যাচরাল থ্রিলার।
হঠাৎ করেই ইন্ডাস্ট্রিতে শুভশ্রীর প্রত্যাবর্তন। সময়ের সঙ্গে অভিনয়ের ধরনকে কতটা পরিণত করা যায় সেটা দেখালেন শুভশ্রী। তবে এর জন্য কিছুটা ক্রেডিট দিতেই হয় রাজকে।