ETV Bharat / sitara

Aryan Khan : ফাইটারের ছেলে লড়াইয়ে ফিরবেই, শাহরুখের পাশে বলিউড - শেখর সুমন

আরিয়ান খানের গ্রেফতারির ঘটনায় শাহরুখ খানের পাশে দাঁড়াল বলিউড ৷ রাজ বব্বর থেকে শেখর সুমন, বিশাল দাদলানি-সহ অনেকেই বলেছেন, ফাইটারের ছেলে লড়াইয়ে ফিরবেই ৷

SRK finds more industry support amid Aryan Khan's arrest: Fighter's son will fight back
ফাইটারের ছেলে লড়াইয়ে ফিরবেই, আরিয়ান কাণ্ডে শাহরুখের পাশে বলিউড
author img

By

Published : Oct 10, 2021, 8:06 PM IST

মুম্বই, 10 অক্টোবর : কঠিন সময়ে শাহরুখ খানের পাশে এসে দাঁড়াল বলিউড ৷ মাদক মামলায় আরিয়ান খান গ্রেফতার হওয়ার পর সলমন খান, হৃত্বিক রোশন থেকে শুরু করে ফারহা খান, সুজান খান-সহ আরও অনেকে খোলাখুলি ভাবে সমব্যথী হয়েছেন খান পরিবারের ৷ এ বার পাশে এসে দাঁড়ালেন অভিনেতা-রাজনীতিক রাজ বব্বর, অভিনেতা শেখর সুমন, সঙ্গীত পরিচালক বিশাল দাদলানি-সহ আরও অনেকে ৷

2 অক্টোবর মুম্বইয়ের প্রমোদতরীর মাদক পার্টি থেকে গ্রেফতার হয়েছেন 23 বছরের আরিয়ান-সহ 8 জন ৷ বারবার জামিনের আবেদন জানালেও আদালত স্টারকিডের জামিন মঞ্জুর করেনি ৷ মুম্বইয়ের এসপ্ল্যানেড ম্যাজিস্ট্রেট কোর্ট তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে ৷ বর্তমানে আর্থার রোড সংশোধনাগারে রয়েছেন শাহরুখ-পুত্র ৷ তবে এই কঠিন সময় তিনি কাটিয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেছেন বলিউডের নানা সেলিব্রিটি ৷ শাহরুখের প্রতি সমবেদনা জানিয়ে রাজ বব্বর টুইটে লিখেছেন, "আমি শাহরুখকে দীর্ঘদিন ধরে চিনি ৷ কোনও কষ্টই ওকে দুর্বল করতে পারে না ৷ আমি নিশ্চিত লড়াকু এই মানুষটার পুত্র নিশ্চয়ই লড়াইয়ে ফিরে আসবে ৷ তাঁর জন্য আশীর্বাদ রইল ৷"

  • He came faced & achieved a conquest unparalleled. Hv known @iamsrk for long to know hardships won't deter his soul. As the world teaches his young boy thru wounds, am sure the fighter's son will definitely fight back. Blessings to the young man.

    — Raj Babbar (@RajBabbarMP) October 10, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: Aryan Khan: মিলল না জামিন, আপাতত আর্থার রোড জেলই ঠিকানা আরিয়ানের

শাহরুখ পাশে পেয়েছেন ইন্ডাস্ট্রিতে তাঁর সহকর্মী শেখর সুমনকেও ৷ 58 বছরের এই অভিনেতা টুইটে লিখেছেন, "যখন আমি আমার 11 বছরের বড় ছেলে আয়ুশকে হারিয়েছিলাম, তখন একমাত্র অভিনেতা হিসেবে শাহরুখই আমার কাছে এসেছিলেন ৷ তখন ফিল্ম সিটিতে আমার শুটিং চলছিল ৷ তিনি আমায় জড়িয়ে ধরেন এবং সমবেদনা জানান ৷ বাবা হিসেবে ওর উপর দিয়ে এখন যা যাচ্ছে, তার জন্য খুব কষ্ট হচ্ছে ৷"

  • When i lost my elder son Aayush at age 11 Shahrukh Khan was the only actor who came to me personally while i was shooting at film city,hugged me and conveyed his https://t.co/LLwSlEJiOt extremely pained to know what he must be going thru as a father @iamsrk

    — Shekhar Suman (@shekharsuman7) October 9, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: Aryan Khan : বিচারবিভাগীয় হেফাজতে আরিয়ানরা, কাল শাহরুখ-পুত্রের জামিনের শুনানি

শাহরুখের প্রতি সমবেদনা জানিয়েছেন বিশাল দাদলানিও ৷

  • If Composers count, I am.

    SRK and his family are being used as a smokescreen, a soft target to distract from the 3000kg Talibani-drug haul at the Adani port, and to distract from the murder of farmers by the son of a BJP member/MLA.

    Straight-up. https://t.co/dtk4YJ7ZHW

    — VISHAL DADLANI (@VishalDadlani) October 9, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আগেই শাহরুখ ও গৌরীকে শক্ত থাকার বার্তা দিয়ে তাঁদের এই কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছেন জোয়া আখতার, হনসল মেহতা, রবীনা ট্যান্ডন, পূজা ভাট, সুচিত্রা কৃষ্ণমূর্তি, সোমি আলি, জনি লিভার-সহ আরও অনেকে ৷

আরও পড়ুন: NCB Chief on Aryaan Khan: ফিল্মের কেউ জড়ালেও তদন্ত নিরপেক্ষ হবে, আরিয়ান-কাণ্ডে দাবি এনসিবি প্রধানের

মুম্বই, 10 অক্টোবর : কঠিন সময়ে শাহরুখ খানের পাশে এসে দাঁড়াল বলিউড ৷ মাদক মামলায় আরিয়ান খান গ্রেফতার হওয়ার পর সলমন খান, হৃত্বিক রোশন থেকে শুরু করে ফারহা খান, সুজান খান-সহ আরও অনেকে খোলাখুলি ভাবে সমব্যথী হয়েছেন খান পরিবারের ৷ এ বার পাশে এসে দাঁড়ালেন অভিনেতা-রাজনীতিক রাজ বব্বর, অভিনেতা শেখর সুমন, সঙ্গীত পরিচালক বিশাল দাদলানি-সহ আরও অনেকে ৷

2 অক্টোবর মুম্বইয়ের প্রমোদতরীর মাদক পার্টি থেকে গ্রেফতার হয়েছেন 23 বছরের আরিয়ান-সহ 8 জন ৷ বারবার জামিনের আবেদন জানালেও আদালত স্টারকিডের জামিন মঞ্জুর করেনি ৷ মুম্বইয়ের এসপ্ল্যানেড ম্যাজিস্ট্রেট কোর্ট তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে ৷ বর্তমানে আর্থার রোড সংশোধনাগারে রয়েছেন শাহরুখ-পুত্র ৷ তবে এই কঠিন সময় তিনি কাটিয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেছেন বলিউডের নানা সেলিব্রিটি ৷ শাহরুখের প্রতি সমবেদনা জানিয়ে রাজ বব্বর টুইটে লিখেছেন, "আমি শাহরুখকে দীর্ঘদিন ধরে চিনি ৷ কোনও কষ্টই ওকে দুর্বল করতে পারে না ৷ আমি নিশ্চিত লড়াকু এই মানুষটার পুত্র নিশ্চয়ই লড়াইয়ে ফিরে আসবে ৷ তাঁর জন্য আশীর্বাদ রইল ৷"

  • He came faced & achieved a conquest unparalleled. Hv known @iamsrk for long to know hardships won't deter his soul. As the world teaches his young boy thru wounds, am sure the fighter's son will definitely fight back. Blessings to the young man.

    — Raj Babbar (@RajBabbarMP) October 10, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: Aryan Khan: মিলল না জামিন, আপাতত আর্থার রোড জেলই ঠিকানা আরিয়ানের

শাহরুখ পাশে পেয়েছেন ইন্ডাস্ট্রিতে তাঁর সহকর্মী শেখর সুমনকেও ৷ 58 বছরের এই অভিনেতা টুইটে লিখেছেন, "যখন আমি আমার 11 বছরের বড় ছেলে আয়ুশকে হারিয়েছিলাম, তখন একমাত্র অভিনেতা হিসেবে শাহরুখই আমার কাছে এসেছিলেন ৷ তখন ফিল্ম সিটিতে আমার শুটিং চলছিল ৷ তিনি আমায় জড়িয়ে ধরেন এবং সমবেদনা জানান ৷ বাবা হিসেবে ওর উপর দিয়ে এখন যা যাচ্ছে, তার জন্য খুব কষ্ট হচ্ছে ৷"

  • When i lost my elder son Aayush at age 11 Shahrukh Khan was the only actor who came to me personally while i was shooting at film city,hugged me and conveyed his https://t.co/LLwSlEJiOt extremely pained to know what he must be going thru as a father @iamsrk

    — Shekhar Suman (@shekharsuman7) October 9, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: Aryan Khan : বিচারবিভাগীয় হেফাজতে আরিয়ানরা, কাল শাহরুখ-পুত্রের জামিনের শুনানি

শাহরুখের প্রতি সমবেদনা জানিয়েছেন বিশাল দাদলানিও ৷

  • If Composers count, I am.

    SRK and his family are being used as a smokescreen, a soft target to distract from the 3000kg Talibani-drug haul at the Adani port, and to distract from the murder of farmers by the son of a BJP member/MLA.

    Straight-up. https://t.co/dtk4YJ7ZHW

    — VISHAL DADLANI (@VishalDadlani) October 9, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আগেই শাহরুখ ও গৌরীকে শক্ত থাকার বার্তা দিয়ে তাঁদের এই কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছেন জোয়া আখতার, হনসল মেহতা, রবীনা ট্যান্ডন, পূজা ভাট, সুচিত্রা কৃষ্ণমূর্তি, সোমি আলি, জনি লিভার-সহ আরও অনেকে ৷

আরও পড়ুন: NCB Chief on Aryaan Khan: ফিল্মের কেউ জড়ালেও তদন্ত নিরপেক্ষ হবে, আরিয়ান-কাণ্ডে দাবি এনসিবি প্রধানের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.