ETV Bharat / sitara

লকডাউন শেষ হতে জুন মাসের মাঝামাঝি হয়ে যাবে, অনুমান সৃজিতের - srijit successfully completed his quarantine period

দক্ষিণ আফ্রিকা থেকে ফেরার পর 14 দিন হোম কোয়ারেন্টাইনে ছিলেন সৃজিত । গতকালই তাঁর কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ হয়েছে । সোশাল মিডিয়ায় এই খবর জানিয়েছেন তিনি নিজেই । পাশাপাশি 14 এপ্রিল সরকারিভাবে লকডাউন শেষ হওয়ার কথা থাকলেও তা শেষ হতে হতে জুন মাসের মাঝামাঝি হয়ে যাবে বলে মনে করছেন তিনি ।

sf
rfgv
author img

By

Published : Apr 2, 2020, 11:32 AM IST

কলকাতা : দক্ষিণ আফ্রিকায় 'কাকাবাবুর প্রত্যাবর্তন'-এর শুটিং করছিলেন সৃজিত মুখার্জি । কিন্তু, কোরোনা আতঙ্কের জেরে সেখান থেকে তড়িঘড়ি দেশে ফেরেন গতমাসেই । এরপর স্বেচ্ছায় হোম কোয়ারেন্টাইনে চলে যান তিনি । 14 দিন টানা কোয়ারেন্টাইনে ছিলেন । গতকালই শেষ হয়েছে তাঁর কোয়ারেন্টাইনের মেয়াদ । সোশাল মিডিয়ায় সেই খবর দেন তিনি ।

সোশাল মিডিয়ায় তিনি লেখেন, "দক্ষিণ আফ্রিকা থেকে ফেরার পর সরকারের নির্দেশ মতো 14দিন হোম কোয়ারেন্টাইনে ছিলাম । এই কটাদিন রক্ত-মাংসের মানুষ দেখার সুযোগ পাইনি । এখন শুধু লকডাউন শেষ হওয়ার দিকে তাকিয়ে রয়েছি । 14 এপ্রিল সরকারিভাবে লকডাউন শেষ হওয়ার কথা । কিন্তু, বিশ্বের বর্তমান পরিস্থিতি এবং দেশের চিকিৎসা পরিকাঠামো দেখে মনে হচ্ছে লকডাউন শেষ হতে হতে জুন মাসের মাঝামাঝি হয়ে যাবে । টেস্ট ঠিক মতো না হওয়ায় আক্রান্তের সঠিক সংখ্যা সামনে আসছে না ।"

তবে কোয়ারেন্টাইনে থেকেও কাজ চালিয়ে গিয়েছেন সৃজিত । ভিডিয়ো কলের মাধ্যমেই 'কাকাবাবু প্রত্যাবর্তন'-এর এডিট শুরু করে দিয়েছেন তিনি । কয়েকদিন আগেই টুইট করে একথা জানান ।

কাকাবাবু সিরিজ়ের তৃতীয় এই ছবির ঘোষণা অনেকদিন আগেই করেছিলেন পরিচালক । জানা যায়, এবার কাকাবাবু যাবেন জঙ্গলে । অর্থাৎ মরুরাজ্য ও বরফের দেশের পর এবার জঙ্গল অভিযানে যাবে কাকাবাবু । সেইমতো আফ্রিকার জঙ্গলে শুটিংয়ে যান সৃজিত, প্রসেনজিৎরা ।

কিন্তু, বিশ্বজুড়ে কোরোনা থাবা বসাতেই সবকিছু ওলটপালট হয়ে যায় । তড়িঘড়ি শুটিং শেষ করে দেশে ফিরতে হয় 'কাকাবাবু প্রত্যাবর্তন'-এর টিমকে । তারপরই 14দিনের কোয়ারেন্টাইনে চলে যান তাঁরা । তবু কাজ বন্ধ করেননি সৃজিত । সেখান থেকেই চালিয়ে গিয়েছেন ছবির এডিটিংয়ের কাজ । শুধু এই সিনেমার এডিটিংয়ের কাজই নয় । সৃজিতের হাতে রয়েছে 'ফেলুদা ফেরত'-এর মতো ছবিও । ভিডিয়ো কলের মাধ্যমে সেই ছবির টাইটেল সংয়ের কাজও চালিয়ে যাচ্ছেন তিনি ।

কলকাতা : দক্ষিণ আফ্রিকায় 'কাকাবাবুর প্রত্যাবর্তন'-এর শুটিং করছিলেন সৃজিত মুখার্জি । কিন্তু, কোরোনা আতঙ্কের জেরে সেখান থেকে তড়িঘড়ি দেশে ফেরেন গতমাসেই । এরপর স্বেচ্ছায় হোম কোয়ারেন্টাইনে চলে যান তিনি । 14 দিন টানা কোয়ারেন্টাইনে ছিলেন । গতকালই শেষ হয়েছে তাঁর কোয়ারেন্টাইনের মেয়াদ । সোশাল মিডিয়ায় সেই খবর দেন তিনি ।

সোশাল মিডিয়ায় তিনি লেখেন, "দক্ষিণ আফ্রিকা থেকে ফেরার পর সরকারের নির্দেশ মতো 14দিন হোম কোয়ারেন্টাইনে ছিলাম । এই কটাদিন রক্ত-মাংসের মানুষ দেখার সুযোগ পাইনি । এখন শুধু লকডাউন শেষ হওয়ার দিকে তাকিয়ে রয়েছি । 14 এপ্রিল সরকারিভাবে লকডাউন শেষ হওয়ার কথা । কিন্তু, বিশ্বের বর্তমান পরিস্থিতি এবং দেশের চিকিৎসা পরিকাঠামো দেখে মনে হচ্ছে লকডাউন শেষ হতে হতে জুন মাসের মাঝামাঝি হয়ে যাবে । টেস্ট ঠিক মতো না হওয়ায় আক্রান্তের সঠিক সংখ্যা সামনে আসছে না ।"

তবে কোয়ারেন্টাইনে থেকেও কাজ চালিয়ে গিয়েছেন সৃজিত । ভিডিয়ো কলের মাধ্যমেই 'কাকাবাবু প্রত্যাবর্তন'-এর এডিট শুরু করে দিয়েছেন তিনি । কয়েকদিন আগেই টুইট করে একথা জানান ।

কাকাবাবু সিরিজ়ের তৃতীয় এই ছবির ঘোষণা অনেকদিন আগেই করেছিলেন পরিচালক । জানা যায়, এবার কাকাবাবু যাবেন জঙ্গলে । অর্থাৎ মরুরাজ্য ও বরফের দেশের পর এবার জঙ্গল অভিযানে যাবে কাকাবাবু । সেইমতো আফ্রিকার জঙ্গলে শুটিংয়ে যান সৃজিত, প্রসেনজিৎরা ।

কিন্তু, বিশ্বজুড়ে কোরোনা থাবা বসাতেই সবকিছু ওলটপালট হয়ে যায় । তড়িঘড়ি শুটিং শেষ করে দেশে ফিরতে হয় 'কাকাবাবু প্রত্যাবর্তন'-এর টিমকে । তারপরই 14দিনের কোয়ারেন্টাইনে চলে যান তাঁরা । তবু কাজ বন্ধ করেননি সৃজিত । সেখান থেকেই চালিয়ে গিয়েছেন ছবির এডিটিংয়ের কাজ । শুধু এই সিনেমার এডিটিংয়ের কাজই নয় । সৃজিতের হাতে রয়েছে 'ফেলুদা ফেরত'-এর মতো ছবিও । ভিডিয়ো কলের মাধ্যমে সেই ছবির টাইটেল সংয়ের কাজও চালিয়ে যাচ্ছেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.