ETV Bharat / sitara

জাতীয় পুরস্কারের আসরে সেরা বাংলা ছবি সৃজিতের গুমনামী

author img

By

Published : Mar 22, 2021, 6:02 PM IST

Updated : Mar 22, 2021, 8:33 PM IST

সেরা বাংলা ছবি হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতল গুমনামী ৷ সেরা চিত্রনাট্যকারের পুরস্কার পাচ্ছেন সৃজিত মুখোপাধ্যায় ৷ ‘জ্যেষ্ঠপুত্র’ ছবির জন্য সেরা পরিচালক হিসেবে পুরস্কার পাবেন কৌশিক গঙ্গোপাধ্যায় ।

srijit-mukherjis-gumnami-gets-national-film-award-for-best-bengali-film category
জাতীয় পুরস্কারের আসরে সেরা বাংলা ছবি সৃজিতের গুমনামী

কলকাতা, 22 মার্চ: ৬৭তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আসরে সেরা বাংলা ছবির পুরস্কার জিতে নিল ‘গুমনামী’। 2019 সালে তৈরি সৃজিত মুখোপাধ্যায়ের এই ফিল্ম ৷ সেরা চিত্রনাট্যকারের পুরস্কার পেয়েছেন সৃজিত স্বয়ং। এই ছবিতে নেতাজির চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় । ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য এবং অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীকে ।

SVF প্রযোজিত এই থ্রিলারে গুমনামী বাবাকে ঘিরে তৈরি মিথকে আবিষ্কার করা হয়েছে । গুজব ছড়ায় 1970-র সময়ে উত্তরপ্রদেশে গুমনামী বাবার ছদ্মবেশে লুকিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস । সেই গল্পই তুলে ধরা হয়েছে এই ফিল্মে ৷ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় । ছবিটি নিয়ে অনেক বিতর্ক হয়েছে । এই ফিল্মে তুলে ধরা হয়েছে মুখার্জি কমিশনের অধিবেশনের প্রেক্ষাপট ।

এ ছাড়াও ‘জ্যেষ্ঠপুত্র’ ছবির জন্য সেরা পরিচালক হিসেবে জাতীয় পুরস্কার পাচ্ছেন কৌশিক গঙ্গোপাধ্যায় । সেরা আবহসংগীতের পুরস্কার পাচ্ছেন প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়।

সেরা পরিচালকের পুরস্কার পাওয়া নিয়ে কৌশিক গঙ্গোপাধ্যায় বলেন, জাতীয় পুরস্কার পাওয়া তাঁর কাছে এই প্রথমবার না হলেও প্রত্যেকবারই তিনি নতুনভাবে আনন্দ পান তাঁর সৃষ্টির জন্যে ৷ একই সঙ্গে পরিচালক জানিয়েছেন, জাতীয় স্তরে ছবিটি স্বীকৃতি পেয়েছে এবং বিচারকদের তা ভালো লেগেছে এর থেকে গর্বের কিছু হতে পারে না তাঁর কাছে ৷ সেই সঙ্গে ছবির পরিচালক ব্যক্তিগতভাবে এই পুরস্কার উৎসর্গ করেছেন প্রয়াত অভিনেতা ও পরিচালক ঋতুপর্ণ ঘোষকে ৷

‘জ্যেষ্ঠপুত্র’ ছবির জন্য সেরা পরিচালক হিসেবে জাতীয় পুরস্কার পাচ্ছেন কৌশিক গঙ্গোপাধ্যায়
‘জ্যেষ্ঠপুত্র’ ছবির জন্য সেরা পরিচালক হিসেবে জাতীয় পুরস্কার পাচ্ছেন কৌশিক গঙ্গোপাধ্যায়

আরও পড়ুন: জাতীয় পুরস্কার জয়: সেরা হিন্দি ফিল্ম সুশান্তের ছিছোড়ে, সেরা অভিনেত্রী কঙ্গনা

সেরা হিন্দি ফিল্ম বিভাগে জাতীয় পুরস্কার জিতে নিল প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ছিছোড়ে ৷ সেরা অভিনেত্রী হিসেবে ফের জাতীয় পুরস্কার এসেছে কঙ্গনা রানাওয়াতের ঝুলিতে ৷ তাঁর দুটি ফিল্ম 'মণিকর্ণিকা: দু কুইন অফ ঝাঁসি' এবং 'পাঙ্গা'র জন্য সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কার পাচ্ছেন তিনি ৷

করোনাভাইরাসের কারণে এই পুরস্কার ঘোষণা প্রায় এক বছর পিছিয়ে দেওয়া হয়েছিল ৷ সোমবার ন্য়াশনাল মিডিয়া সেন্টারে সাংবাদিক সম্মেলন করে ঘোষিত হয় 67তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ৷ এ বার ফিল্ম বিভাগে ছিল 461টি মুভি এবং নন-ফিচার ফিল্ম বিভাগে ছিল 220টি ফিল্ম ৷ হিন্দি ফিল্মে সেরা অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পাচ্ছেন মনোজ বাজপেয়ি ৷ 'ভোসলে' ফিল্মের জন্য এই পুরস্কার পাচ্ছেন তিনি ৷ অপরদিকে, তামিল ফিল্ম 'আসুরন'-এর জন্য সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন ধনুশ ৷ সেরা গায়ক হিসেবে জাতীয় পুরস্কার পেলেন বি প্রাক (কেসরি)।

কলকাতা, 22 মার্চ: ৬৭তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আসরে সেরা বাংলা ছবির পুরস্কার জিতে নিল ‘গুমনামী’। 2019 সালে তৈরি সৃজিত মুখোপাধ্যায়ের এই ফিল্ম ৷ সেরা চিত্রনাট্যকারের পুরস্কার পেয়েছেন সৃজিত স্বয়ং। এই ছবিতে নেতাজির চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় । ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য এবং অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীকে ।

SVF প্রযোজিত এই থ্রিলারে গুমনামী বাবাকে ঘিরে তৈরি মিথকে আবিষ্কার করা হয়েছে । গুজব ছড়ায় 1970-র সময়ে উত্তরপ্রদেশে গুমনামী বাবার ছদ্মবেশে লুকিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস । সেই গল্পই তুলে ধরা হয়েছে এই ফিল্মে ৷ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় । ছবিটি নিয়ে অনেক বিতর্ক হয়েছে । এই ফিল্মে তুলে ধরা হয়েছে মুখার্জি কমিশনের অধিবেশনের প্রেক্ষাপট ।

এ ছাড়াও ‘জ্যেষ্ঠপুত্র’ ছবির জন্য সেরা পরিচালক হিসেবে জাতীয় পুরস্কার পাচ্ছেন কৌশিক গঙ্গোপাধ্যায় । সেরা আবহসংগীতের পুরস্কার পাচ্ছেন প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়।

সেরা পরিচালকের পুরস্কার পাওয়া নিয়ে কৌশিক গঙ্গোপাধ্যায় বলেন, জাতীয় পুরস্কার পাওয়া তাঁর কাছে এই প্রথমবার না হলেও প্রত্যেকবারই তিনি নতুনভাবে আনন্দ পান তাঁর সৃষ্টির জন্যে ৷ একই সঙ্গে পরিচালক জানিয়েছেন, জাতীয় স্তরে ছবিটি স্বীকৃতি পেয়েছে এবং বিচারকদের তা ভালো লেগেছে এর থেকে গর্বের কিছু হতে পারে না তাঁর কাছে ৷ সেই সঙ্গে ছবির পরিচালক ব্যক্তিগতভাবে এই পুরস্কার উৎসর্গ করেছেন প্রয়াত অভিনেতা ও পরিচালক ঋতুপর্ণ ঘোষকে ৷

‘জ্যেষ্ঠপুত্র’ ছবির জন্য সেরা পরিচালক হিসেবে জাতীয় পুরস্কার পাচ্ছেন কৌশিক গঙ্গোপাধ্যায়
‘জ্যেষ্ঠপুত্র’ ছবির জন্য সেরা পরিচালক হিসেবে জাতীয় পুরস্কার পাচ্ছেন কৌশিক গঙ্গোপাধ্যায়

আরও পড়ুন: জাতীয় পুরস্কার জয়: সেরা হিন্দি ফিল্ম সুশান্তের ছিছোড়ে, সেরা অভিনেত্রী কঙ্গনা

সেরা হিন্দি ফিল্ম বিভাগে জাতীয় পুরস্কার জিতে নিল প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ছিছোড়ে ৷ সেরা অভিনেত্রী হিসেবে ফের জাতীয় পুরস্কার এসেছে কঙ্গনা রানাওয়াতের ঝুলিতে ৷ তাঁর দুটি ফিল্ম 'মণিকর্ণিকা: দু কুইন অফ ঝাঁসি' এবং 'পাঙ্গা'র জন্য সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কার পাচ্ছেন তিনি ৷

করোনাভাইরাসের কারণে এই পুরস্কার ঘোষণা প্রায় এক বছর পিছিয়ে দেওয়া হয়েছিল ৷ সোমবার ন্য়াশনাল মিডিয়া সেন্টারে সাংবাদিক সম্মেলন করে ঘোষিত হয় 67তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ৷ এ বার ফিল্ম বিভাগে ছিল 461টি মুভি এবং নন-ফিচার ফিল্ম বিভাগে ছিল 220টি ফিল্ম ৷ হিন্দি ফিল্মে সেরা অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পাচ্ছেন মনোজ বাজপেয়ি ৷ 'ভোসলে' ফিল্মের জন্য এই পুরস্কার পাচ্ছেন তিনি ৷ অপরদিকে, তামিল ফিল্ম 'আসুরন'-এর জন্য সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন ধনুশ ৷ সেরা গায়ক হিসেবে জাতীয় পুরস্কার পেলেন বি প্রাক (কেসরি)।

Last Updated : Mar 22, 2021, 8:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.