কলকাতা : বহু বিতর্কের মধ্যেই বাংলা ও হিন্দি দু'টি ভাষাতেই মুক্তি পেয়েছে সৃজিত মুখার্জি পরিচালিত 'গুমনামী'-র ট্রেলার । নেতাজি সুভাষচন্দ্র বসু ও তাঁর অন্তর্ধান রহস্যকে নিয়ে তৈরি এই ছবি নিয়ে চলেছে অনেক বিতর্ক । ছবি নিয়ে আপত্তি তোলে ফরওয়ার্ড ব্লক, অল ইন্ডিয়া লিগাল এইড ফোরাম । আপত্তি আসে নেতাজির পরিবারের তরফেও । সবকিছুর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন পরিচালক সৃজিত মুখার্জি । সেন্সর বোর্ড থেকে পেয়েছে সবুজ সংকেত । গতকাল ট্রেলার মুক্তির পাশাপাশি ফরওয়ার্ড ব্লকের প্রধান কার্যালয়ে ট্রেলারটি দেখানোর ব্যবস্থা করেছিলেন পরিচালক নিজে ।
কার্যালয়ে সৃজিত ছাড়াও উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাস, রাজ্য সম্পাদক নরেন চ্যাটার্জি, রাজ্য কমিটির সদস্য বরুণ মুখার্জি, নেতাজি গবেষক পূরবী রায় ও বসু পরিবারের অনেকেই । ট্রেলার দেখানোর সময় সৃজিত বলেন, "আমার ছবি গুমনামী কখনও গুমনামী বাবাকে নেতাজি হিসেবে প্রতিষ্ঠা করে না । গুমনামী কথাটা এসেছে গুমনাম থেকে, যার অর্থ অজানা-অচেনা । গুমনামী মানে গুমনামী বাবা নয় । নেতাজির শেষ পরিণতি কী হয়েছিল, তা আমাদের কারও জানা নেই । সে কারণেই ছবির এই নামকরণ । সবচেয়ে বড় কথা, ছবির নাম নিয়ে সেন্সর বোর্ড কোনও আপত্তি তোলেনি । ছবিতে গুমনামী বাবাকে নেতাজি হিসেবে প্রতিষ্ঠা করা হলে সেন্সর বোর্ড সবার আগে আপত্তি তুলত । মুখার্জি কমিশনের রিপোর্টের উপর ভিত্তি করেই আমার এই ছবি । তিনটি তত্ত্বের কোনওটাতেই শীলমোহর দেয়নি মুখার্জি কমিশন । আমার ছবিতেও সেটাই দেখানো হবে ।"
ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় বলেন, "ছবি না দেখে আমরা কোনও মন্তব্য করতে চাই না । গুমনামীর মুক্তির দিন আমাদের 20 সদস্যের দল ছবিটি দেখবে । তারপর আমরা এই ছবি সম্পর্কে বক্তব্য জানাব । বিমান দুর্ঘটনা, রাশিয়াতে মৃত্যু বা গুমনামি বাবা- তিনটির কোনওটাই আমাদের দল সমর্থন করে না ।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
'গুমনামী' ছবিতে নেতাজি সুভাষচন্দ্র বসুর চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় । গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অনিবার্ণ ভট্টাচার্য ও তনুশ্রী চক্রবর্তী । ছবিটি 2 অক্টোবর মুক্তি পাবে ।