ETV Bharat / sitara

'গুমনামী' দেখার পরই নিজেদের মন্তব্য জানাবে ফরওয়ার্ড ব্লক

সেন্সর বোর্ড থেকে সবুজ সংকেত পেয়েছে 'গুমনামী' । গতকাল ফরওয়ার্ড ব্লকের অফিসে গিয়ে সবাইকে ছবির ট্রেলার দেখালেন পরিচালক সৃজিত মুখার্জি নিজে । ছবি দেখার পরই নিজেদের মন্তব্য জানাবেন বলে জানান ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় ।

গুমনামী
author img

By

Published : Sep 9, 2019, 1:30 PM IST

কলকাতা : বহু বিতর্কের মধ্যেই বাংলা ও হিন্দি দু'টি ভাষাতেই মুক্তি পেয়েছে সৃজিত মুখার্জি পরিচালিত 'গুমনামী'-র ট্রেলার । নেতাজি সুভাষচন্দ্র বসু ও তাঁর অন্তর্ধান রহস্যকে নিয়ে তৈরি এই ছবি নিয়ে চলেছে অনেক বিতর্ক । ছবি নিয়ে আপত্তি তোলে ফরওয়ার্ড ব্লক, অল ইন্ডিয়া লিগাল এইড ফোরাম । আপত্তি আসে নেতাজির পরিবারের তরফেও । সবকিছুর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন পরিচালক সৃজিত মুখার্জি । সেন্সর বোর্ড থেকে পেয়েছে সবুজ সংকেত । গতকাল ট্রেলার মুক্তির পাশাপাশি ফরওয়ার্ড ব্লকের প্রধান কার্যালয়ে ট্রেলারটি দেখানোর ব্যবস্থা করেছিলেন পরিচালক নিজে ।

কার্যালয়ে সৃজিত ছাড়াও উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাস, রাজ্য সম্পাদক নরেন চ্যাটার্জি, রাজ্য কমিটির সদস্য বরুণ মুখার্জি, নেতাজি গবেষক পূরবী রায় ও বসু পরিবারের অনেকেই । ট্রেলার দেখানোর সময় সৃজিত বলেন, "আমার ছবি গুমনামী কখনও গুমনামী বাবাকে নেতাজি হিসেবে প্রতিষ্ঠা করে না । গুমনামী কথাটা এসেছে গুমনাম থেকে, যার অর্থ অজানা-অচেনা । গুমনামী মানে গুমনামী বাবা নয় । নেতাজির শেষ পরিণতি কী হয়েছিল, তা আমাদের কারও জানা নেই । সে কারণেই ছবির এই নামকরণ । সবচেয়ে বড় কথা, ছবির নাম নিয়ে সেন্সর বোর্ড কোনও আপত্তি তোলেনি । ছবিতে গুমনামী বাবাকে নেতাজি হিসেবে প্রতিষ্ঠা করা হলে সেন্সর বোর্ড সবার আগে আপত্তি তুলত । মুখার্জি কমিশনের রিপোর্টের উপর ভিত্তি করেই আমার এই ছবি । তিনটি তত্ত্বের কোনওটাতেই শীলমোহর দেয়নি মুখার্জি কমিশন । আমার ছবিতেও সেটাই দেখানো হবে ।"

ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় বলেন, "ছবি না দেখে আমরা কোনও মন্তব্য করতে চাই না । গুমনামীর মুক্তির দিন আমাদের 20 সদস্যের দল ছবিটি দেখবে । তারপর আমরা এই ছবি সম্পর্কে বক্তব্য জানাব । বিমান দুর্ঘটনা, রাশিয়াতে মৃত্যু বা গুমনামি বাবা- তিনটির কোনওটাই আমাদের দল সমর্থন করে না ।"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

'গুমনামী' ছবিতে নেতাজি সুভাষচন্দ্র বসুর চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় । গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অনিবার্ণ ভট্টাচার্য ও তনুশ্রী চক্রবর্তী । ছবিটি 2 অক্টোবর মুক্তি পাবে ।

কলকাতা : বহু বিতর্কের মধ্যেই বাংলা ও হিন্দি দু'টি ভাষাতেই মুক্তি পেয়েছে সৃজিত মুখার্জি পরিচালিত 'গুমনামী'-র ট্রেলার । নেতাজি সুভাষচন্দ্র বসু ও তাঁর অন্তর্ধান রহস্যকে নিয়ে তৈরি এই ছবি নিয়ে চলেছে অনেক বিতর্ক । ছবি নিয়ে আপত্তি তোলে ফরওয়ার্ড ব্লক, অল ইন্ডিয়া লিগাল এইড ফোরাম । আপত্তি আসে নেতাজির পরিবারের তরফেও । সবকিছুর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন পরিচালক সৃজিত মুখার্জি । সেন্সর বোর্ড থেকে পেয়েছে সবুজ সংকেত । গতকাল ট্রেলার মুক্তির পাশাপাশি ফরওয়ার্ড ব্লকের প্রধান কার্যালয়ে ট্রেলারটি দেখানোর ব্যবস্থা করেছিলেন পরিচালক নিজে ।

কার্যালয়ে সৃজিত ছাড়াও উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাস, রাজ্য সম্পাদক নরেন চ্যাটার্জি, রাজ্য কমিটির সদস্য বরুণ মুখার্জি, নেতাজি গবেষক পূরবী রায় ও বসু পরিবারের অনেকেই । ট্রেলার দেখানোর সময় সৃজিত বলেন, "আমার ছবি গুমনামী কখনও গুমনামী বাবাকে নেতাজি হিসেবে প্রতিষ্ঠা করে না । গুমনামী কথাটা এসেছে গুমনাম থেকে, যার অর্থ অজানা-অচেনা । গুমনামী মানে গুমনামী বাবা নয় । নেতাজির শেষ পরিণতি কী হয়েছিল, তা আমাদের কারও জানা নেই । সে কারণেই ছবির এই নামকরণ । সবচেয়ে বড় কথা, ছবির নাম নিয়ে সেন্সর বোর্ড কোনও আপত্তি তোলেনি । ছবিতে গুমনামী বাবাকে নেতাজি হিসেবে প্রতিষ্ঠা করা হলে সেন্সর বোর্ড সবার আগে আপত্তি তুলত । মুখার্জি কমিশনের রিপোর্টের উপর ভিত্তি করেই আমার এই ছবি । তিনটি তত্ত্বের কোনওটাতেই শীলমোহর দেয়নি মুখার্জি কমিশন । আমার ছবিতেও সেটাই দেখানো হবে ।"

ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় বলেন, "ছবি না দেখে আমরা কোনও মন্তব্য করতে চাই না । গুমনামীর মুক্তির দিন আমাদের 20 সদস্যের দল ছবিটি দেখবে । তারপর আমরা এই ছবি সম্পর্কে বক্তব্য জানাব । বিমান দুর্ঘটনা, রাশিয়াতে মৃত্যু বা গুমনামি বাবা- তিনটির কোনওটাই আমাদের দল সমর্থন করে না ।"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

'গুমনামী' ছবিতে নেতাজি সুভাষচন্দ্র বসুর চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় । গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অনিবার্ণ ভট্টাচার্য ও তনুশ্রী চক্রবর্তী । ছবিটি 2 অক্টোবর মুক্তি পাবে ।

Intro:বাংলা এবং হিন্দি দুটো ভাষাতেই সদ্য মুক্তি পেয়েছে মুহূর্তের সবচেয়ে আলোচিত বাংলা ছবি 'গুমনামী'র ট্রেলার। নেতাজি সুভাষচন্দ্র বসু ও তাঁর অন্তর্ধান রহস্যকে নিয়ে তৈরি এই ছবিকে ঘিরে চাপানউতোর সৃষ্টি হয়েছে বেশ কিছু জায়গায়। ফরওয়ার্ড ব্লক রাজনৈতিক দল, অল ইন্ডিয়া লিগ্যাল এইড ফোরাম আপত্তি তোলে। আপত্তি আসে নেতাজির পরিবারের থেকেও। ছবির পরিচালক সৃজিত মুখার্জি মোকাবিলা করছেন এসবের সঙ্গে। যদিও, ছবিটি পাস হয়েছে সেন্সর বোর্ডে। তবে ট্রেলার মুক্তির দিন ফরওয়ার্ড ব্লকের প্রধান কার্যালয়ে ট্রেলারটি প্রদর্শনীর ব্যবস্থা করেছিলেন সৃজিত।


Body:সেখানে সৃজিৎ ছাড়াও উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাস, রাজ্য সম্পাদক নরেন চ্যাটার্জি, রাজ্য কমিটির সদস্য বরুণ মুখার্জি, নেতাজি গবেষক পূরবী রায় এবং বসু পরিবারের অনেকেই।

ট্রেলার প্রদর্শনীর সময় সৃজিত ফরওয়ার্ড ব্লকের অফিসে দাঁড়িয়ে বলেন, " আমার ছবি 'গুমনামী' কখনওই গুমনামী বাবাকে নেতাজি হিসেবে প্রতিষ্ঠা করে না। গুমনামী কথাটা এসেছে গুমনাম থেকে, যার অর্থ অজানা-অচেনা। সুতরাং, গুমনামী কথার অর্থ গুমনামী বাবা নয়। নেতাজির শেষ পরিণতি কী হয়েছিল, তা আমাদের কারওরই জানা নেই। সেই জন্যেই ছবির এইরকম নামকরণ করা হয়েছে।সবচেয়ে বড় কথা, গুমনামী নাম নিয়ে কিন্তু কোনও আপত্তি তোলেনি সেন্সর বোর্ড। যদি এই ছবিতে গুমনামী বাবাকে নেতাজি হিসেবে প্রতিষ্ঠা করা হত, সবার আগে সেন্সর বোর্ডই আপত্তি তুলত। মুখার্জি কমিশনের রিপোর্টে যা লেখা আছে, তার উপর ভিত্তি করেই আমার এই ছবি। তার বাড়তি কিছু নয়। তিনটি তত্ত্বের কোনওটাতেই শীলমোহর দেয়নি মুখার্জি কমিশন। আমার ছবিতেও সেটাই দেখানো হবে।"




Conclusion:ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় বলেন, "ছবি না দেখে আমরা কোনও মন্তব্য করতে চাই না। গুমনামীর মুক্তির দিন আমাদের তরফ থেকে ২০ সদস্যের একটি দল ছবিটি দেখবে। তারপর আমরা এই ছবি সম্পর্কে আমাদের বক্তব্য জানাব। বিমান দুর্ঘটনা, রাশিয়াতে মৃত্যু বা গুমনামী বাবা - এই তিনটি তথ্যের কোনওটাই আমাদের দল সমর্থন করে না।"

'গুমনামী' ছবিতে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং গুমনামী বাবার চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এছাড়াও ছবিতে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য এবং তনুশ্রী চক্রবর্তী। পুজোর সময় মুক্তি পাবে 'গুমনামী'। ছবি মুক্তির তারিখ ২ অক্টোবর।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.