ETV Bharat / sitara

Kakababur Protyaborton : কাকাবাবুর শুটিং ঘিরে আবেগী সৃজিত-প্রসেনজিৎ - প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

'কাকাবাবুর প্রত্যাবর্তন'-এর (Srijit Prosenjit on Kakababur Protyaborton shooting) মুক্তির আগে এই ছবির শুটিং করার রোমাঞ্চকর অভিজ্ঞতা শেয়ার করলেন সৃজিত মুখোপাধ্যায় এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ।

srijit-mukherji-prosenjit-chatterjee-shares-experience-of-kakababur-protyaborton-shooting
কাকাবাবুর শুটিং ঘিরে আবেগী সৃজিত-প্রসেনজিৎ
author img

By

Published : Jan 30, 2022, 1:24 PM IST

কলকাতা, 30 জানুয়ারি: 4 ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে সুনীল গঙ্গোপাধ্যায়ের অনবদ্য সৃষ্টি 'জঙ্গলের মধ্যে এক হোটেল' অবলম্বনে তৈরি 'কাকাবাবুর প্রত্যাবর্তন'। শুটিং ঘিরে আবেগে ভাসলেন সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji on Kakababur Protyaborton) এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ।

শুধু বাংলায় নয়, হিন্দি ভাষাতেও মুক্তি পেতে চলেছে 'কাকাবাবুর প্রত্যাবর্তন'। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee in Kakababur Protyaborton) এবং সৃজিত মুখোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন বিগ বি এবং সুনীল শেঠি । কাকাবাবু থুড়ি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কথায়, "এই সময়ে দাঁড়িয়ে 'কাকাবাবুর প্রত্যাবর্তন' দর্শক দরবারে আসাটা খুব দরকার ছিল । আমি আশাবাদী কাকাবাবুর হাত ধরে দর্শক হলে আসবেন । ধীরে ধীরে আমাদের জীবনের চেনা ছন্দে ফিরতে হবে ।"

ইন্ডাস্ট্রির প্রিয় বুম্বাদা এদিন আরও জানান, "কাকাবাবুর শুটিং শুধু আমার কাছে নয়, গোটা টিমের কাছে ইতিহাসের মতো । শুটিংটা দারুণ অ্যাডভেঞ্চারাস ছিল । তাছাড়া কাকাবাবুর শুটিং আর প্যান্ডেমিক সমসাময়িক । তখন বুঝিনি কোভিডটা কী । প্যান্ডেমিক কী । হঠাৎ শুনলাম সবাই অসুস্থ হয়ে পড়েছে । সবাইকে বাড়িতে থাকতে হবে । লকডাউন ঘোষণার আগের দিন আমরা দেশে ফিরি । তারপর তো সব স্তব্ধ । ছবিটা পড়ে রইল এতদিন ।"

srijit-mukherji-prosenjit-chatterjee-shares-experience-of-kakababur-protyaborton-shooting
কাকাবাবুর প্রত্যাবর্তনের একটি দৃশ্য

আরও পড়ুন: kakababur Protyaborton Release Date Announced : বড়পর্দায় কাকাবাবু ফিরছেন 4ফেব্রুয়ারি, ট্রেলার বড়দিনের আগে

এই ছবির ম্যাজিকটা কোথায় ? অভিনেতার উত্তর, "আমরা সবাই ঘুরতে পছন্দ করি । আর এই ছবি দেখে মনে হবে আমরা মাসাইমারাতে আছি, সবাই মনে করবেন যে ঘুরছেন ওখানে । প্রচুর পরিশ্রম করেছি আমরা সবাই । সুনীল দার ম্যাজিক কাজ করবে মানুষের মধ্যে । এই সময়ে দাঁড়িয়ে এই ছবির রিলিজ তাই খুব দরকার ছিল । মন ভাল করবে সকলের ।"

কাকাবাবুর (Kakababur Protyaborton release) শুটিং কতটা অ্যাডভেঞ্চারাস ছিল ? "প্রত্যেকটা কাকাবাবুই আমার কাছে অ্যাডভেঞ্চারাস । প্রত্যেকটাই মনে হয় কঠিন । এটাও তেমনই মনে হয়েছে । লেপার্ড, বাঘ, সাপের সঙ্গে দৃশ্য ছিল । তাঁরা শুটিং করতে আসতেন আমাদের সঙ্গে । গাড়িতে বসে দেখতাম চারটে সিংহ ঘুরে বেড়াচ্ছে । চিতাবাঘ আমাকে ক্রাচে ভর করে হাঁটতে দেখে কাছে এগিয়ে আসে । ওর তখন অ্যাটিটিউড ছিল আলাদা । সকলের মাঝখানে আমাকেই ওর অন্যরকম মনে হয়েছিল । কেননা আমাকেই ও অন্য ভাবে হাঁটতে দেখছিল । সামনে এল । আমার আর সন্তুকে ঘিরে ঘুরল । তারপর পা চেটে চলে গেল । আমাদের বলা হয়েছিল 'ডোন্ট মুভ'। ভাবুন একবার । আমার আর সন্তুর 2 ফুট দূরে দাঁড়িয়ে ছিল একটা হাতি । আর সেই সময় কাকাবাবু সন্তুকে লেগপুল করছে । কাকাবাবু তো জ্ঞানের ভাণ্ডার । সে জ্ঞান দিয়েই চলেছে সন্তুকে । ও দিকে হাতি এসে সামনে দাঁড়িয়ে । সুতরাং কী পরিমাণ অ্যাডভেঞ্চার তা বোঝাই যাচ্ছে ।"

এই ছবি ঘিরে একই রকমের আবেগের সুর শোনা গেল সৃজিত মুখোপাধ্যায়ের কণ্ঠেও । তিনি এ দিন ইটিভি ভারতকে জানান, "ছোটবেলা থেকেই বন্য পশু নিয়ে আমার আগ্রহ । এই ছবিতে ভিএফএক্স-এর ব্যবহার নেই । সবকটি পশুই আসল । একটা হাতি খুব সামনে চলে এসেছিল বুম্বা দার । সাপ নিয়ে দৃশ্য ছিল বুম্বাদার আর সন্তুর । ওটা বেশ থ্রিলিং ছিল ৷ আসল গণ্ডার, আসল হায়না নিয়ে কাজ হয়েছে । ট্রেনিংপ্রাপ্ত পশু ছিল না একটিও । পুরো জার্নিটা দারুণ থ্রিলিং ছিল । একইসঙ্গে দারুণ অভিজ্ঞতা । তাছাড়া কাকাবাবুর এই গল্পটা আমার খুব প্রিয় । রিয়েল লোকেশনে আসল পশুদের নিয়ে কাজ করে জার্নিটা আরও মনে রাখার মতো হয়েছে । আশা করি সকলের ভালো লাগবে ৷"

আরও পড়ুন: শুরু 'কাকাবাবু প্রত্যাবর্তন'-এর এডিট

এই সময়ে দাঁড়িয়ে সিনেমা-থিয়েটারে রিলিজ করছে এই ছবি । কতটা আশাবাদী পরিচালক ? এই প্রশ্নে তিনি জানান, "50 শতাংশ আসন নিয়ে চলছে সিনেমা-থিয়েটার। সুতরাং কত লোকের সমাগম হবে সেটা নিয়ে আমি ভাবছি না ৷ মাত্র 50 শতাংশ আসন নিয়ে হল চললে তো বেশি লোক বসতে পারে না একটা শো-তে । ছোটরাও আসবে না সেভাবে । কারণ তাদের এখনও ভ্যাকসিন হয়নি ।"

উল্লেখ্য, সন্তু থুড়ি আরিয়ানের সাপ খুব পছন্দের প্রাণী । পারলে সাপ নিয়ে শুয়ে থাকে সে । এমনটাই জানালেন সন্তুর কাকাবাবু । এমনকী সাপটিকে বাড়িতে নিয়ে আসতে চেয়েছিলেন বলে জানিয়েছেন আরিয়ান স্বয়ং। পরিচালকবাবুর পিঠেও উঠে পড়েছিল সাপ । এমন ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে প্রযোজনা সংস্থা (এসভিএফ)।

srijit-mukherji-prosenjit-chatterjee-shares-experience-of-kakababur-protyaborton-shooting
সাপ নিয়ে শুটিঙে সৃজিত

কলকাতা, 30 জানুয়ারি: 4 ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে সুনীল গঙ্গোপাধ্যায়ের অনবদ্য সৃষ্টি 'জঙ্গলের মধ্যে এক হোটেল' অবলম্বনে তৈরি 'কাকাবাবুর প্রত্যাবর্তন'। শুটিং ঘিরে আবেগে ভাসলেন সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji on Kakababur Protyaborton) এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ।

শুধু বাংলায় নয়, হিন্দি ভাষাতেও মুক্তি পেতে চলেছে 'কাকাবাবুর প্রত্যাবর্তন'। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee in Kakababur Protyaborton) এবং সৃজিত মুখোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন বিগ বি এবং সুনীল শেঠি । কাকাবাবু থুড়ি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কথায়, "এই সময়ে দাঁড়িয়ে 'কাকাবাবুর প্রত্যাবর্তন' দর্শক দরবারে আসাটা খুব দরকার ছিল । আমি আশাবাদী কাকাবাবুর হাত ধরে দর্শক হলে আসবেন । ধীরে ধীরে আমাদের জীবনের চেনা ছন্দে ফিরতে হবে ।"

ইন্ডাস্ট্রির প্রিয় বুম্বাদা এদিন আরও জানান, "কাকাবাবুর শুটিং শুধু আমার কাছে নয়, গোটা টিমের কাছে ইতিহাসের মতো । শুটিংটা দারুণ অ্যাডভেঞ্চারাস ছিল । তাছাড়া কাকাবাবুর শুটিং আর প্যান্ডেমিক সমসাময়িক । তখন বুঝিনি কোভিডটা কী । প্যান্ডেমিক কী । হঠাৎ শুনলাম সবাই অসুস্থ হয়ে পড়েছে । সবাইকে বাড়িতে থাকতে হবে । লকডাউন ঘোষণার আগের দিন আমরা দেশে ফিরি । তারপর তো সব স্তব্ধ । ছবিটা পড়ে রইল এতদিন ।"

srijit-mukherji-prosenjit-chatterjee-shares-experience-of-kakababur-protyaborton-shooting
কাকাবাবুর প্রত্যাবর্তনের একটি দৃশ্য

আরও পড়ুন: kakababur Protyaborton Release Date Announced : বড়পর্দায় কাকাবাবু ফিরছেন 4ফেব্রুয়ারি, ট্রেলার বড়দিনের আগে

এই ছবির ম্যাজিকটা কোথায় ? অভিনেতার উত্তর, "আমরা সবাই ঘুরতে পছন্দ করি । আর এই ছবি দেখে মনে হবে আমরা মাসাইমারাতে আছি, সবাই মনে করবেন যে ঘুরছেন ওখানে । প্রচুর পরিশ্রম করেছি আমরা সবাই । সুনীল দার ম্যাজিক কাজ করবে মানুষের মধ্যে । এই সময়ে দাঁড়িয়ে এই ছবির রিলিজ তাই খুব দরকার ছিল । মন ভাল করবে সকলের ।"

কাকাবাবুর (Kakababur Protyaborton release) শুটিং কতটা অ্যাডভেঞ্চারাস ছিল ? "প্রত্যেকটা কাকাবাবুই আমার কাছে অ্যাডভেঞ্চারাস । প্রত্যেকটাই মনে হয় কঠিন । এটাও তেমনই মনে হয়েছে । লেপার্ড, বাঘ, সাপের সঙ্গে দৃশ্য ছিল । তাঁরা শুটিং করতে আসতেন আমাদের সঙ্গে । গাড়িতে বসে দেখতাম চারটে সিংহ ঘুরে বেড়াচ্ছে । চিতাবাঘ আমাকে ক্রাচে ভর করে হাঁটতে দেখে কাছে এগিয়ে আসে । ওর তখন অ্যাটিটিউড ছিল আলাদা । সকলের মাঝখানে আমাকেই ওর অন্যরকম মনে হয়েছিল । কেননা আমাকেই ও অন্য ভাবে হাঁটতে দেখছিল । সামনে এল । আমার আর সন্তুকে ঘিরে ঘুরল । তারপর পা চেটে চলে গেল । আমাদের বলা হয়েছিল 'ডোন্ট মুভ'। ভাবুন একবার । আমার আর সন্তুর 2 ফুট দূরে দাঁড়িয়ে ছিল একটা হাতি । আর সেই সময় কাকাবাবু সন্তুকে লেগপুল করছে । কাকাবাবু তো জ্ঞানের ভাণ্ডার । সে জ্ঞান দিয়েই চলেছে সন্তুকে । ও দিকে হাতি এসে সামনে দাঁড়িয়ে । সুতরাং কী পরিমাণ অ্যাডভেঞ্চার তা বোঝাই যাচ্ছে ।"

এই ছবি ঘিরে একই রকমের আবেগের সুর শোনা গেল সৃজিত মুখোপাধ্যায়ের কণ্ঠেও । তিনি এ দিন ইটিভি ভারতকে জানান, "ছোটবেলা থেকেই বন্য পশু নিয়ে আমার আগ্রহ । এই ছবিতে ভিএফএক্স-এর ব্যবহার নেই । সবকটি পশুই আসল । একটা হাতি খুব সামনে চলে এসেছিল বুম্বা দার । সাপ নিয়ে দৃশ্য ছিল বুম্বাদার আর সন্তুর । ওটা বেশ থ্রিলিং ছিল ৷ আসল গণ্ডার, আসল হায়না নিয়ে কাজ হয়েছে । ট্রেনিংপ্রাপ্ত পশু ছিল না একটিও । পুরো জার্নিটা দারুণ থ্রিলিং ছিল । একইসঙ্গে দারুণ অভিজ্ঞতা । তাছাড়া কাকাবাবুর এই গল্পটা আমার খুব প্রিয় । রিয়েল লোকেশনে আসল পশুদের নিয়ে কাজ করে জার্নিটা আরও মনে রাখার মতো হয়েছে । আশা করি সকলের ভালো লাগবে ৷"

আরও পড়ুন: শুরু 'কাকাবাবু প্রত্যাবর্তন'-এর এডিট

এই সময়ে দাঁড়িয়ে সিনেমা-থিয়েটারে রিলিজ করছে এই ছবি । কতটা আশাবাদী পরিচালক ? এই প্রশ্নে তিনি জানান, "50 শতাংশ আসন নিয়ে চলছে সিনেমা-থিয়েটার। সুতরাং কত লোকের সমাগম হবে সেটা নিয়ে আমি ভাবছি না ৷ মাত্র 50 শতাংশ আসন নিয়ে হল চললে তো বেশি লোক বসতে পারে না একটা শো-তে । ছোটরাও আসবে না সেভাবে । কারণ তাদের এখনও ভ্যাকসিন হয়নি ।"

উল্লেখ্য, সন্তু থুড়ি আরিয়ানের সাপ খুব পছন্দের প্রাণী । পারলে সাপ নিয়ে শুয়ে থাকে সে । এমনটাই জানালেন সন্তুর কাকাবাবু । এমনকী সাপটিকে বাড়িতে নিয়ে আসতে চেয়েছিলেন বলে জানিয়েছেন আরিয়ান স্বয়ং। পরিচালকবাবুর পিঠেও উঠে পড়েছিল সাপ । এমন ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে প্রযোজনা সংস্থা (এসভিএফ)।

srijit-mukherji-prosenjit-chatterjee-shares-experience-of-kakababur-protyaborton-shooting
সাপ নিয়ে শুটিঙে সৃজিত
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.