ETV Bharat / sitara

'বেগম জান'-এর পর ফের মুম্বইতে কাজ করছেন সৃজিত - srijit mukherji

মুম্বইয়ের একটি নতুন প্রোজেক্টে কাজ করছেন সৃজিত । স্বপনীল সোনাওয়ানের সঙ্গে যৌথভাবে কাজ করছেন তিনি । 'সেক্রেড গেমস', 'নিউটন', 'তাণ্ডব' ও 'অ্যাংরি ইন্ডিয়ান গডেস'-এর মত ছবি ও ওয়েব সিরিজ়ে সিনেম্যাটোগ্রাফার হিসেবে কাজ করেছেন স্বপনীল ।

sdf
sdf
author img

By

Published : Oct 2, 2020, 5:02 PM IST

কলকাতা : জন্মদিনে কলকাতায় ছিলেন না পরিচালক সৃজিত মুখার্জি । স্ত্রী মিথিলা ও মেয়ে আইরার সঙ্গে দিনটি কাটাতে পারেননি তিনি । সুদূর মুম্বইতে একা একা দিনটি পালন করতে হয়েছে তাঁকে । আসলে একটি ছবির জন্যই এখন তিনি মুম্বইতে রয়েছেন বলে জানা গিয়েছে ।

এর আগেও হিন্দি ছবিতে কাজ করেছিলেন সৃজিত । ছবির নাম ছিল 'বেগম জান'। বাংলাতে তাঁরই তৈরি ছবি ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত 'রাজকাহিনী'-র হিন্দি রিমেক ছিল ওই ছবি । হিন্দিতে ওই ছবিতে ঋতুপর্ণার চরিত্রে অভিনয়ে করেছিলেন বিদ্যা বালন ।

তারপর আবার মুম্বইয়ের একটি প্রোজেক্টে কাজ করছেন সৃজিত । তবে এবার স্বপনীল সোনাওয়ানের সঙ্গে যৌথভাবে কাজ করছেন তিনি । 'সেক্রেড গেমস', 'নিউটন', 'তাণ্ডব' ও 'অ্যাংরি ইন্ডিয়ান গডেস'-এর মত ছবি ও ওয়েব সিরিজ়ে সিনেম্যাটোগ্রাফার হিসেবে কাজ করেছেন স্বপনীল ।

  • A new film...a new partner...the incredibly exciting Swapnil Sonawane, the man behind the camera in Sacred Games, Newton, Taandav and Angry Indian Goddesses! pic.twitter.com/hQpCce4I20

    — Srijit Mukherji (@srijitspeaketh) September 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এছাড়া একটি ওয়েব সিরিজ় নিয়েও কাজ করছেন সৃজিত । যেটা মুক্তি পাবে হইচইতে । বাংলাদেশের সাহিত্যের উপর নির্ভর করে তৈরি করা হচ্ছে সিরিজ়টি । তার উপর 'ফেলুদা ফেরত'-এর পোস্ট প্রোডাকশনের কাজও আর কিছুদিনের মধ্যে শেষ করবেন সৃজিত । আড্ডা টাইমসের কর্ণধার রাজীব মেহরা জানিয়েছেন, শীতকালেই OTT প্ল্যাটফর্মে স্ট্রিম করতে শুরু করবে সিরিজ়টি ।

কলকাতা : জন্মদিনে কলকাতায় ছিলেন না পরিচালক সৃজিত মুখার্জি । স্ত্রী মিথিলা ও মেয়ে আইরার সঙ্গে দিনটি কাটাতে পারেননি তিনি । সুদূর মুম্বইতে একা একা দিনটি পালন করতে হয়েছে তাঁকে । আসলে একটি ছবির জন্যই এখন তিনি মুম্বইতে রয়েছেন বলে জানা গিয়েছে ।

এর আগেও হিন্দি ছবিতে কাজ করেছিলেন সৃজিত । ছবির নাম ছিল 'বেগম জান'। বাংলাতে তাঁরই তৈরি ছবি ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত 'রাজকাহিনী'-র হিন্দি রিমেক ছিল ওই ছবি । হিন্দিতে ওই ছবিতে ঋতুপর্ণার চরিত্রে অভিনয়ে করেছিলেন বিদ্যা বালন ।

তারপর আবার মুম্বইয়ের একটি প্রোজেক্টে কাজ করছেন সৃজিত । তবে এবার স্বপনীল সোনাওয়ানের সঙ্গে যৌথভাবে কাজ করছেন তিনি । 'সেক্রেড গেমস', 'নিউটন', 'তাণ্ডব' ও 'অ্যাংরি ইন্ডিয়ান গডেস'-এর মত ছবি ও ওয়েব সিরিজ়ে সিনেম্যাটোগ্রাফার হিসেবে কাজ করেছেন স্বপনীল ।

  • A new film...a new partner...the incredibly exciting Swapnil Sonawane, the man behind the camera in Sacred Games, Newton, Taandav and Angry Indian Goddesses! pic.twitter.com/hQpCce4I20

    — Srijit Mukherji (@srijitspeaketh) September 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এছাড়া একটি ওয়েব সিরিজ় নিয়েও কাজ করছেন সৃজিত । যেটা মুক্তি পাবে হইচইতে । বাংলাদেশের সাহিত্যের উপর নির্ভর করে তৈরি করা হচ্ছে সিরিজ়টি । তার উপর 'ফেলুদা ফেরত'-এর পোস্ট প্রোডাকশনের কাজও আর কিছুদিনের মধ্যে শেষ করবেন সৃজিত । আড্ডা টাইমসের কর্ণধার রাজীব মেহরা জানিয়েছেন, শীতকালেই OTT প্ল্যাটফর্মে স্ট্রিম করতে শুরু করবে সিরিজ়টি ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.