ETV Bharat / sitara

সৃজিত-মিথিলার রিসেপশনে চাঁদের হাট - সৃজিত মিথিলার রিসেপশন

স্বভূমিতে হয়ে গেল রফিয়াত রশিদ মিথিলা ও সৃজিত মুখার্জির বিয়ের রিসেপশন পার্টি । সেই উপলক্ষ্যে চাঁদের হাট বসেছিল সেখানে ।

xcv
xcv
author img

By

Published : Mar 1, 2020, 4:40 PM IST

Updated : Mar 1, 2020, 5:14 PM IST

কলকাতা : সৃজিত মুখার্জি ও বাংলাদেশের অভিনেত্রী রফিয়াত রশিদ মিথিলার রিসেপশন উপলক্ষ্যে চাঁদের হাট বসেছিল স্বভূমিতে । সেখানেই গতকলা অনুষ্ঠিত হয় তাঁদের বিয়ের রিসেপশন পার্টি । ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে শুরু করে মাধবী মুখার্জি, সৌরভ গাঙ্গুলি, রুদ্রনীল ঘোষ, জয় সরকার, সস্ত্রীক জিৎ গাঙ্গুলি, টোটা রায়চৌধুরি, রূপঙ্কর বাগচি, আরিয়ান ভৌমিক, ইন্দ্রনীল সেনগুপ্ত, বরখা সবাই উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে ।

মিউজিক কম্পোজ়ার জয় সরকার বলেন, "দুটো বাংলাকে আমি সবসময় এক বলেই মনে করি । ওরা খুব ভালো থাকুক, আনন্দে থাকুক । আর দুই বাংলার এই রকম বিয়ে আরও অনেক হোক, সেই কামনাই করি ।"

সৃজিতের বিয়ে উপলক্ষ্যে খুব খুশি গায়ক জিৎ গাঙ্গুলি । তিনি বলেন, "আমার খুব ভালো লাগছে । আমরা সবাই বেটার হাফকে সঙ্গে নিয়ে এসেছি । সৃজিৎ খুব ভালো থাকুক । পরদাতেও ও যেমন কাঁপিয়ে দিচ্ছে । রিয়েল লাইফেও কাঁপিয়ে দিক । খুব ভালো একজন মেয়েকে ও জীবনসঙ্গিনী হিসেবে পেয়েছে । তাদের অনেক শুভেচ্ছা ।"

নতুন জীবনে পা রাখার জন্য সৃজিতকে শুভেচ্ছা জানান গায়ক রূপঙ্কর বাগচিও । বলেন, "আমি একজন বৈবাহিক সম্পর্কে জড়িত মানুষ । প্রায় 25 বছর পাড় করতে চলল আমার বৈবাহিক জীবন । এবং সেটাও খুব সাকসেসফুলি । চাই ওরাও অত্যন্ত সুখে, শান্তিতে থাকুক ।"

সৃজিতের প্রথম ওয়েব সিরিজ় 'ফেলুদা ফেরত'-এ ফেলুদার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে টোটা রায়চৌধুরিকে । রিসেপশনে এসে তিনি বলেন, "আজ আমাদের ক্যাপ্টেনের রিসেপশন । এই সুখবর আমরা পেয়েছিলাম ফেলুদা শুট করার ঠিক আগে । কাঠমান্ডু, ডুয়ার্সে বড় পার্টি সৃজিত দিয়েছে । এটা গ্র্যান্ড রিসেপশন । আমি, জটায়ু, তোপসে এবং নব দম্পতি সৃজিত-মিথিলা একসঙ্গে হয়েছি ।"

দেখুন ভিডিয়ো :

দেখউন ভিডিয়ো

কলকাতা : সৃজিত মুখার্জি ও বাংলাদেশের অভিনেত্রী রফিয়াত রশিদ মিথিলার রিসেপশন উপলক্ষ্যে চাঁদের হাট বসেছিল স্বভূমিতে । সেখানেই গতকলা অনুষ্ঠিত হয় তাঁদের বিয়ের রিসেপশন পার্টি । ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে শুরু করে মাধবী মুখার্জি, সৌরভ গাঙ্গুলি, রুদ্রনীল ঘোষ, জয় সরকার, সস্ত্রীক জিৎ গাঙ্গুলি, টোটা রায়চৌধুরি, রূপঙ্কর বাগচি, আরিয়ান ভৌমিক, ইন্দ্রনীল সেনগুপ্ত, বরখা সবাই উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে ।

মিউজিক কম্পোজ়ার জয় সরকার বলেন, "দুটো বাংলাকে আমি সবসময় এক বলেই মনে করি । ওরা খুব ভালো থাকুক, আনন্দে থাকুক । আর দুই বাংলার এই রকম বিয়ে আরও অনেক হোক, সেই কামনাই করি ।"

সৃজিতের বিয়ে উপলক্ষ্যে খুব খুশি গায়ক জিৎ গাঙ্গুলি । তিনি বলেন, "আমার খুব ভালো লাগছে । আমরা সবাই বেটার হাফকে সঙ্গে নিয়ে এসেছি । সৃজিৎ খুব ভালো থাকুক । পরদাতেও ও যেমন কাঁপিয়ে দিচ্ছে । রিয়েল লাইফেও কাঁপিয়ে দিক । খুব ভালো একজন মেয়েকে ও জীবনসঙ্গিনী হিসেবে পেয়েছে । তাদের অনেক শুভেচ্ছা ।"

নতুন জীবনে পা রাখার জন্য সৃজিতকে শুভেচ্ছা জানান গায়ক রূপঙ্কর বাগচিও । বলেন, "আমি একজন বৈবাহিক সম্পর্কে জড়িত মানুষ । প্রায় 25 বছর পাড় করতে চলল আমার বৈবাহিক জীবন । এবং সেটাও খুব সাকসেসফুলি । চাই ওরাও অত্যন্ত সুখে, শান্তিতে থাকুক ।"

সৃজিতের প্রথম ওয়েব সিরিজ় 'ফেলুদা ফেরত'-এ ফেলুদার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে টোটা রায়চৌধুরিকে । রিসেপশনে এসে তিনি বলেন, "আজ আমাদের ক্যাপ্টেনের রিসেপশন । এই সুখবর আমরা পেয়েছিলাম ফেলুদা শুট করার ঠিক আগে । কাঠমান্ডু, ডুয়ার্সে বড় পার্টি সৃজিত দিয়েছে । এটা গ্র্যান্ড রিসেপশন । আমি, জটায়ু, তোপসে এবং নব দম্পতি সৃজিত-মিথিলা একসঙ্গে হয়েছি ।"

দেখুন ভিডিয়ো :

দেখউন ভিডিয়ো
Last Updated : Mar 1, 2020, 5:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.