কলকাতা : রাজনৈতিক মতাদর্শ আলাদা হলেও কোরোনা মোকাবিলায় মমতার যোগদান দেখে মুগ্ধ সৃজিত মুখার্জি । সোশাল মিডায়ার মাধ্যমে বিনা দ্বিধায় মুখ্যমন্ত্রীর প্রতি নিজের শ্রদ্ধা প্রকাশ করলেন পরিচালক ।
সৃজিত লিখেছেন, "আপনি যা যা করছেন সকলের মঙ্গলের জন্য, সেটা আপনি একটি সুরক্ষিত ঘরে থেকেও করতে পারতেন । কিন্তু, যে বয়সটা কোরোনার সামনে সবথেকে বেশি বিপজ্জনক, সেই বয়সেই আপনি সংক্রমণ আর মৃত্যুর সামনে গিয়ে দাঁড়ালেন সশরীরে ।"
তাই শত নিন্দুকও মমতাকে ভুলতে পারবে না, মত সৃজিতের । তিনি লিখেছেন, "রাজনৈতিক মতাদর্শের পার্থক্য, আপনার বিরুদ্ধে তোলা সমস্ত অভিযোগ, আপনাকে নিয়ে তৈরি মিম, আপনার উদ্দেশ্যে করা প্রতিটা মস্করা, প্রতিটা আপত্তিকর মন্তব্য সবকিছু সত্যি হওয়া সত্ত্বেও, মানুষ আপনাকে মনে রাখবে ।"
সৃজিত কখনই শাসকদলের প্রশংসা করে সেরকম কোনও পোস্ট করেননি, বরং তাঁকে সবাই 'অ্যান্টি এস্টাব্লিশমেন্ট' হিসেবেই চেনে । কিন্তু, কোরোনা মোকাবিলায় মমতার তৎপরতা তাঁকে এই পোস্ট করতে বাধ্য করেছে ।
কিছু সময়ের মধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল এই পোস্ট । দেখে নিন..