কলকাতা, 23 সেপ্টেম্বর: টেলিপর্দা তাঁকে একবার নয়, বারবার দিয়েছে নানাবিধ চরিত্র । তবে তার মধ্যে নেগেটিভই বেশি । আর নেগেটিভ রোল করে আনন্দ পান সৃজনী মিত্র (Srijani Mitra)। কারণ অনেক শেড থাকে নেগেটিভ চরিত্রে । ওয়েবেও পা রেখেছেন অভিনেত্রী । ওটিটি 'ক্লিক'-এর 'কালিম্পং ক্রাইমস'-এ ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করেছেন সৃজনী । এবার তাঁর যাত্রা শুরু হচ্ছে বড় পর্দায় । ছবির নাম 'অল্প হলেও সত্যি' (Alpo Holeo Sotti)। পরিচালক সৌমজিৎ আদক ।
'অল্প হলেও সত্যি' প্রথমে ওয়েব ফিল্ম হিসেবেই আসার কথা ছিল দর্শক দরবারে । পরে প্রযোজনা সংস্থার সিদ্ধান্ত পরিবর্তিত হয় । পুজোর পরে বড় পর্দায় আসবে এই ছবি । এই ছবিতেই গুঞ্জন নামে একটি চরিত্রে অভিনয় করছেন সৃজনী । বড় পর্দায় ডেবিউ নিয়ে তাঁর সঙ্গে কথোপকথনে উঠে এল তাঁর একান্ত কিছু কথা । কী বললেন তিনি নবনীতা দত্তগুপ্তকে ?
ইটিভি ভারত: প্রথমে ওয়েবে আসার কথা ছিল । আসছে বড় পর্দায় । প্রথম খবরটা পেয়ে কতটা এক্সাইটেড ছিলে ?
সৃজনী: সে আর বলার কথা ? দারুণ আনন্দ পেয়েছি । এই গল্পটার একটা অন্যরকম এসেন্স আছে । শুট করার পর থেকেই সেটা নিয়ে ভাবা হচ্ছিল । এডিটের পর প্রোডিউসার, ডিরেক্টর এবং টিম সিদ্ধান্ত নেয়, এটা বড় পর্দায় আসার যোগ্য । আমি খুব এক্সাইটেড যে, এমন প্রোডিউসারদের সঙ্গে আমি কাজ করেছি যাঁরা গল্পটার সঙ্গে ইনজাস্টিস করেননি । ওটিটিতে বিক্রি করার সুবিধা-অসুবিধা বা সব লাভ-ক্ষতির ঊর্ধ্বে গিয়ে তাঁরা শুধু প্রজেক্টটা নিয়ে ভেবেছেন এবং হল খুলে যাওয়ায় তাঁরা ছবিটিকে বড় পর্দায় আনছেন ।
আরও পড়ুন: Yohani De Silva: ভারতে আসছেন 'মানিকে মাগে হিথে' খ্যাত ইয়োহানি, কবে কোথায় পারফরম্যান্স ?
ইটিভি ভারত: সৌমজিৎ আদকের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন ?
সৃজনী: পরিচালক হিসেবে আদক খুব ফ্রেন্ডলি । ওর পুরো টিমটাই খুব ভাল । খুব আরামে কাজ করেছি আমরা । প্রত্যেকটা বিষয় খুব প্ল্যান করে করেছে আদক । ও যে আমায় গুঞ্জন চরিত্রে ভরসা করে কাস্ট করেছে, এর জন্য আমি কৃতজ্ঞ ওর কাছে ।
ইটিভি ভারত: শুটিং কেমন এনজয় করলে ?
সৃজনী: দারুণ ! সৌরভ (দাস) দা যথেষ্ট অভিজ্ঞ একজন অভিনেতা । ঋষভও খুব ট্যালেন্টেড ৷ দর্শনাও অনেকদিন থেকে ইন্ডাস্ট্রিতে কাজ করছে এবং একজন খুন সুইট মানুষ । আমার সেখানে এটা বড় পর্দায় ডেবিউ । সত্যি বলতে কী, একবারও মনে হয়নি যে আমি নতুন । খুব সাপোর্ট করেছে ওরা আমায় । এমনকী প্রযোজক অঙ্কিত এবং সুরেশ জি-ও ভীষণ কো-অপারেটিভ ।
ইটিভি ভারত: টিভিতে নেগেটিভ রোলে অধিক পেয়েছে সবাই । এখানে চরিত্রটা কেমন ?
সৃজনী: নেগেটিভ আমি স্টেজ আর টেলিভিশনে করেছি । ওয়েবে করিনি এখনও । গুঞ্জনের চরিত্রটায় দুটো শেড আছে । খুব বাস্তব একটা চরিত্র । খুব পছন্দের । এই গল্পের কোনও চরিত্রই নেগেটিভ নয় ।
আরও পড়ুন: Srijit Mukherji Birthday: মিথিলা-আয়রার সঙ্গে জন্মদিনের কেক কাটলেন সৃজিত
ইটিভি ভারত: তার মানে পজিটিভ দিয়ে শুরু হল বড় পর্দা ?
সৃজনী: পজিটিভ বা নেগেটিভ শুধু ভাল আর শয়তানিতেই সীমাবদ্ধ হয় না । আমি মনে করি, প্রত্যেকটা চরিত্রই কিছুটা পজিটিভ কিছুটা নেগেটিভ । কারণ দোষ-গুণ মিলিয়েই মানুষ । তবে হ্যাঁ, আগেই বললাম এই গল্পটায় নেগেটিভ বলে কিছু নেই । আমি বলব, বড় পর্দায় পা রেখেই আমি একটা কনট্রাস্টিং চরিত্র করলাম । বাকিটা বলব না । দেখতে হবে...
ইটিভি ভারত: বড় পর্দায় পরের পর অফার এলে ছোট পর্দা ছেড়ে দেবে ?
সৃজনী: কখনওই নয় । ওটিটিতে আমি কয়েকটা কাজ করেছি ৷ তার সঙ্গে টেলিভিশনও করছিলাম । এই মুহূর্তে হয়তো টেলিভিশনে নেই আমি । সামনে ওয়েবের একটা হিন্দি কাজও করছি । মনের মতো চরিত্র পেলে টিভিতেও এর ফাঁকেই কাজ করব । প্ল্যাটফর্ম শুধুমাত্র একটা মাধ্যম দর্শকের কাছে পৌঁছনোর । ছোট বা বড় পর্দা আমরা নাম দিয়েছি মাত্র । চরিত্র কিন্তু কোনও পর্দাতেই আলাদা হয় না । ইনফ্যাক্ট টেলিভিশন আমার শিকড় । সেটাকে আমি কখনওই ছোট করে দেখি না । যে কোনও ভাল কাজেই আমি আছি ।
আরও পড়ুন: Alpo Holeo Sotti: ওয়েবে নয়, বড়পর্দায় আসছে সৌরভ-দর্শনার 'অল্প হলেও সত্যি'
ইটিভি ভারত: ওয়েবে পা দিয়েছ বলে কি টিভিতে এই মুহূর্তে দেখা মিলছে না তোমার ?
সৃজনী: আমি তো সবটাই করতে চাই । হয়তো পর পর ওয়েবে কাজ করছি বলে টেলিভিশন থেকে একটু ব্রেক নিতে হয়েছে ৷ তবে কারণ সেটা নয় । টেলিভিশনটা তো রোজের চরিত্র, টানা অনেকগুলো ডেট না-দিতে পারলে কাহিনিকার চরিত্রটাকে সে ভাবে এগিয়ে নিয়ে যেতে পারেন না । এই কাজগুলো শেষ হলে অবশ্যই ফিরব । দেখা যাক ভাগ্যে কী আসে ।
ইটিভি ভারত: এ বার পুজোয় কী প্ল্যান ?
সৃজনী: পরিস্থিতি একটু স্বাভাবিক হলে ঘুরতে যাব । এই পুজোতে এখানেই থাকব । পরিবার আর বন্ধুদের সঙ্গে খেয়ে দেয়ে আমোদে প্রমোদে ভরিয়ে তুলব পুজো । এর থেকে ভাল পজিটিভ ব্রেক কিছু হতে পারে না । তার সঙ্গে পুজোর একটা আলাদা অনুভূতি ৷
ইটিভি ভারত: পুজোয় প্রেম হয়েছে কখনও ?
সৃজনী: প্রেম আমার ওইভাবে কখনও হয় না । দেখে শুধু ভাল লাগে । ভাললাগা সম্ভব, প্রেম নয় । একমাত্র শাহরুখ খানকেই আমি আজ অবধি সামনাসামনি না-দেখেও খুব ভালবেসেছি । আমার শুধু পশু-পাখিদের দেখলেই লাভ অ্যাট ফার্স্ট সাইট হয় ৷ সেটা পুজোতেও হয় । হাহাহা!!
আরও পড়ুন: Jaya Ahsan: নকশাল আন্দোলন নিয়ে ছবি, নওয়াজকে সঙ্গী করে এবার বলিউডে পা জয়ার
ইটিভি ভারত: কেনাকাটা করলে ?
সৃজনী: আমার বেস্ট শপিং পার্টনার আমার মা । সুযোগ পেলেই আমরা টুক করে বেরিয়ে পড়ি খেতে বা কিছু কিনতে । তবে গত দু'বছরে পুজো বলে আলাদা করে নিজের জন্য কিছু কেনা হয়নি । ফ্যামিলির জন্য কিনেছি ।
টেলিভিশনে আজ থেকে নয়, অনেকদিন থেকেই কাজ করছেন সৃজনী । একইসঙ্গে মঞ্চ । ওয়েবে পা দিয়েও পেয়েছেন সাড়া । এবার বড় পর্দায় অভিষেক ঘটছে অভিনেত্রীর । ইন্ডাস্ট্রি তাঁকে কতখানি কদর করে, তা দেখার দিন শুরু হতে চলেছে । রইল শুভেচ্ছা ।
আরও পড়ুন: Soham Payel: সুদেষ্ণা রায়-অভিজিৎ গুহর ছবিতে ফের জুটি বাঁধছেন সোহম-পায়েল