কলকাতা : সোজাসাপ্টা কথা বলেন শ্রীলেখা মিত্র । মনের কোণে কী চলছে সেই নিয়ে কোনও রাখঢাক নেই তাঁর । আর সেই জন্যেই বিবাহবিচ্ছেদের পরও প্রাক্তন স্বামী শিলাদিত্য সান্যালের প্রতি দুর্বলতার কথা অবলীলায় বলে দিলেন সোশাল মিডিয়ায় ।
শ্রীলেখার সোশাল মিডিয়ায় মাঝেমধ্যেই বিস্ফোরণ ঘটে । তবে এবার মধুর বিস্ফোরণ । বিয়েটা অটুট থাকলে আজ 17 বছরের বিবাহবার্ষিকী উদযাপন করতেন অভিনেত্রী । সেটা হয়নি হয়তো, তবে অনুভব করতে দোষ কোথায় ?
তাই বিয়ের ছবি শেয়ার করে নিজের অনুভূতি শেয়ার করলেন শ্রীলেখা । বিয়ের সাজে অপূর্ব লাগছে অভিনেত্রীকে । পাশে শিলাদিত্যও ততোধিক সপ্রতিভ । নেটিজেনরা তো মুগ্ধ দম্পতিকে দেখে ।
ক্যাপশনে শ্রীলেখা লিখেছেন, "আজ আমাদের 17তম বিবাহবার্ষিকী হতে পারত । আমার প্রাক্তন হ্যান্ডসম না ? তাইতো আর সেভাবে কাউকে মনে ধরল না !"
তবে নেহাত মজার ছলে করা তাঁর এই পোস্ট । দুঃখের ইমোজি দিলেই আনফ্রেন্ড করে দেবেন বলে সতর্কবার্তা দিলেন শ্রীলেখা । দেখে নিন তাঁর পোস্ট...
- " class="align-text-top noRightClick twitterSection" data="">