ETV Bharat / sitara

Srabanti Chatterjee: শত স্বামীর স্ত্রী হও, শত সংসারে আগুন লাগাও ! কনের সাজে ট্রোলের শিকার শ্রাবন্তী - শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের বিয়ে

বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই কি চতুর্থ বিয়েটি সেরে ফেললেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee) ? তাঁর কনের সাজের ছবি দেখে এই প্রশ্নই ঘোরাফেরা করছে নেটমাধ্যমে ৷

Srabanti Chatterjee in bride look, her new photo goes viral
বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই চতুর্থ বিয়ে ? শ্রাবন্তীর কনের সাজে তোলপাড় নেটমাধ্যম
author img

By

Published : Jun 13, 2021, 4:46 PM IST

কলকাতা, 13 জুন : টকটকে লাল শাড়ি-চেলি, এক মাথা সিঁদুর, হাতে শাঁখা-পলা, কপালে চন্দনের কলকা, মাথায় শোলার মুকুট আর গা ভর্তি গয়না ৷ তৃতীয় স্বামী রোশন সিং (Roshan Singh)-এর সঙ্গে বিবাহ বিচ্ছেদ নিয়ে গুঞ্জনের মধ্যেই আবারও কনে বউয়ের অবতারে হাজির শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee) ৷ তাহলে বিবাহ বিচ্ছেদের আগেই কি চতুর্থবার বিয়ের পিঁড়িতে বসলেন অভিনেত্রী ? এই প্রশ্নেই তোলপাড় নেটদুনিয়া ৷ কনে বউয়ের সাজে শ্রাবন্তীর পোস্ট করা নয়া ছবি ভাইরাল হয়ে গিয়েছে ৷

নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে ছবিটি পোস্ট করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় ৷ এই সাজের একটি ভিডিয়োও পোস্ট করেছেন তিনি ৷ ছবিটি যে একটি ফটোশ্যুটের সে কথাও জানিয়ে দিয়েছেন ৷ তবে সে দিকে নজর নেই নেটিজেনদের ৷ শ্রাবন্তীর কনে বউয়ের সাজ নিয়ে তাঁকে অনেকেই ট্রোল করেছেন ৷ শ্রাবন্তী কি এ বার চুপিসাড়ে চতুর্থ বিয়েটিও সেরে ফেললেন ? এই প্রশ্ন তুলে কটাক্ষ করা হয়েছে ৷ কেউ বলেছেন, "শত স্বামীর স্ত্রী হও, শত শত সংসারে আগুন লাগাও ৷" আবার কারও বিদ্রুপ, "আসছে বছর আবার হবে ৷"

Srabanti Chatterjee in bride look, her new photo goes viral
বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই চতুর্থ বিয়ে ? শ্রাবন্তীর কনের সাজে তোলপাড় নেটমাধ্যম

আরও পড়ুন: নুসরতের বিয়ে নিয়ে সরব বিজেপি, কী বলছেন শ্রাবন্তী ?

একদিকে নুসরত জাহানকে (Nusrat Jahan) নিয়ে তোলপাড় বিনোদন থেকে রাজনীতির দুনিয়া ৷ প্রথমে সন্তানসম্ভবা হওয়ার খবর, তারপর বিবৃতি দিয়ে অভিনেত্রীর বিয়ের কথা অস্বীকার ৷ এই নিয়েই সরগরম নেটমাধ্যম ৷ কানাকানি চলছে সর্বত্র ৷ রাজনীতির ক্ষেত্রে তিনি নুসরতের বিপরীত মেরুর হলেও তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে নাড়াঘাঁটা করায় আগ্রহ দেখাননি শ্রাবন্তী ৷ তবে নুসরতের বেবি বাম্পের প্রথম ছবি প্রকাশ্যে আসার পর সেখানে তৃণমূল সাংসদের পাশেই দেখা গিয়েছে তাঁর প্রিয় বান্ধবী হিসেবে পরিচিত শ্রাবন্তীকে ৷

আরও পড়ুন: মা হতে চলার আনন্দেই যেন আরও মোহময়ী নুসরত !

শ্রাবন্তীর ব্যক্তিগত জীবন নিয়েও কম আলোচনা হয়নি ৷ এই অভিনেত্রীর তিন তিন বার বিয়ে হলেও কোনওটিই বেশিদিন টেকেনি ৷ মাত্র 16 বছর বয়সে পরিচালক রাজীবকুমার বিশ্বাসের সঙ্গে তাঁর বিয়ে হয় ৷ একটি ছেলেরও জন্ম দেন ৷ নাম ঝিনুক ৷ কিছুদিন অভিনয় ছেড়ে পুরোপুরি সংসারি ৷ তবে সম্পর্কের অবনতি হওয়ায় রাজীব ও শ্রাবন্তীর বিবাহবিচ্ছেদ হয়ে যায় ৷ এরপর কিষাণ বিরাজ নামে এক মডেলকে বিয়ে করলেও তা বেশিদিন টেকেনি ৷ 2019 সালে ফের তিনি বিয়ে করেন রোশন সিংকে ৷ তবে সেই সম্পর্কও তেতো হয়েছে ৷ এখনও সোশ্যাল মিডিয়ায় চলছে তির্যক কথা চালাচালি ৷ এরই মধ্যে গুঞ্জন শোনা যাচ্ছে যে, নতুন করে প্রেমে পড়েছেন শ্রাবন্তী ৷ এক ব্যবসায়ীর সঙ্গে তাঁকে ডেটিং করতে দেখা যাচ্ছে বলে খবর রটেছে ৷ যদিও নিজের ব্যক্তিগত জীবনে কী চলছে, তা নিয়ে এখনও স্পিকটি নট বিজেপি নেত্রী ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

কলকাতা, 13 জুন : টকটকে লাল শাড়ি-চেলি, এক মাথা সিঁদুর, হাতে শাঁখা-পলা, কপালে চন্দনের কলকা, মাথায় শোলার মুকুট আর গা ভর্তি গয়না ৷ তৃতীয় স্বামী রোশন সিং (Roshan Singh)-এর সঙ্গে বিবাহ বিচ্ছেদ নিয়ে গুঞ্জনের মধ্যেই আবারও কনে বউয়ের অবতারে হাজির শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee) ৷ তাহলে বিবাহ বিচ্ছেদের আগেই কি চতুর্থবার বিয়ের পিঁড়িতে বসলেন অভিনেত্রী ? এই প্রশ্নেই তোলপাড় নেটদুনিয়া ৷ কনে বউয়ের সাজে শ্রাবন্তীর পোস্ট করা নয়া ছবি ভাইরাল হয়ে গিয়েছে ৷

নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে ছবিটি পোস্ট করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় ৷ এই সাজের একটি ভিডিয়োও পোস্ট করেছেন তিনি ৷ ছবিটি যে একটি ফটোশ্যুটের সে কথাও জানিয়ে দিয়েছেন ৷ তবে সে দিকে নজর নেই নেটিজেনদের ৷ শ্রাবন্তীর কনে বউয়ের সাজ নিয়ে তাঁকে অনেকেই ট্রোল করেছেন ৷ শ্রাবন্তী কি এ বার চুপিসাড়ে চতুর্থ বিয়েটিও সেরে ফেললেন ? এই প্রশ্ন তুলে কটাক্ষ করা হয়েছে ৷ কেউ বলেছেন, "শত স্বামীর স্ত্রী হও, শত শত সংসারে আগুন লাগাও ৷" আবার কারও বিদ্রুপ, "আসছে বছর আবার হবে ৷"

Srabanti Chatterjee in bride look, her new photo goes viral
বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই চতুর্থ বিয়ে ? শ্রাবন্তীর কনের সাজে তোলপাড় নেটমাধ্যম

আরও পড়ুন: নুসরতের বিয়ে নিয়ে সরব বিজেপি, কী বলছেন শ্রাবন্তী ?

একদিকে নুসরত জাহানকে (Nusrat Jahan) নিয়ে তোলপাড় বিনোদন থেকে রাজনীতির দুনিয়া ৷ প্রথমে সন্তানসম্ভবা হওয়ার খবর, তারপর বিবৃতি দিয়ে অভিনেত্রীর বিয়ের কথা অস্বীকার ৷ এই নিয়েই সরগরম নেটমাধ্যম ৷ কানাকানি চলছে সর্বত্র ৷ রাজনীতির ক্ষেত্রে তিনি নুসরতের বিপরীত মেরুর হলেও তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে নাড়াঘাঁটা করায় আগ্রহ দেখাননি শ্রাবন্তী ৷ তবে নুসরতের বেবি বাম্পের প্রথম ছবি প্রকাশ্যে আসার পর সেখানে তৃণমূল সাংসদের পাশেই দেখা গিয়েছে তাঁর প্রিয় বান্ধবী হিসেবে পরিচিত শ্রাবন্তীকে ৷

আরও পড়ুন: মা হতে চলার আনন্দেই যেন আরও মোহময়ী নুসরত !

শ্রাবন্তীর ব্যক্তিগত জীবন নিয়েও কম আলোচনা হয়নি ৷ এই অভিনেত্রীর তিন তিন বার বিয়ে হলেও কোনওটিই বেশিদিন টেকেনি ৷ মাত্র 16 বছর বয়সে পরিচালক রাজীবকুমার বিশ্বাসের সঙ্গে তাঁর বিয়ে হয় ৷ একটি ছেলেরও জন্ম দেন ৷ নাম ঝিনুক ৷ কিছুদিন অভিনয় ছেড়ে পুরোপুরি সংসারি ৷ তবে সম্পর্কের অবনতি হওয়ায় রাজীব ও শ্রাবন্তীর বিবাহবিচ্ছেদ হয়ে যায় ৷ এরপর কিষাণ বিরাজ নামে এক মডেলকে বিয়ে করলেও তা বেশিদিন টেকেনি ৷ 2019 সালে ফের তিনি বিয়ে করেন রোশন সিংকে ৷ তবে সেই সম্পর্কও তেতো হয়েছে ৷ এখনও সোশ্যাল মিডিয়ায় চলছে তির্যক কথা চালাচালি ৷ এরই মধ্যে গুঞ্জন শোনা যাচ্ছে যে, নতুন করে প্রেমে পড়েছেন শ্রাবন্তী ৷ এক ব্যবসায়ীর সঙ্গে তাঁকে ডেটিং করতে দেখা যাচ্ছে বলে খবর রটেছে ৷ যদিও নিজের ব্যক্তিগত জীবনে কী চলছে, তা নিয়ে এখনও স্পিকটি নট বিজেপি নেত্রী ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.