ETV Bharat / sitara

কাছের মানুষ তার নামে 'খারাপ গল্প' শোনাচ্ছে, চটলেন রোশন - শ্রাবন্তী চ্যাটার্জির খবর

কাছের মানুষ পিছনে খারাপ কথা বললে কষ্ট লাগে । ঠিক যেমন খারাপ লাগছে শ্রাবন্তী চ্যাটার্জির স্বামী রোশন সিংয়ের । তবে তাঁর কাছের মানুষটি কে, সেটা খোলসা করেননি রোশন ।

srabanti chatterjee and roshan singh divorce
srabanti chatterjee and roshan singh divorce
author img

By

Published : Feb 8, 2021, 5:42 PM IST

কলকাতা : শ্রাবন্তী আর রোশন সিংয়ের সম্পর্ক নাকি ভালো যাচ্ছে না । এমন গুঞ্জনে উত্তাল টলিপাড়া । এদিকে দম্পতির নিত্যনতুন পোস্টে জল্পনা আরও বাড়ছে ।

সোশাল মিডিয়া থেকে একে অপরের ছবি অনেকদিনই সরিয়ে দিয়েছেন শ্রাবন্তী ও রোশন । আর এখন তাঁরা সোশাল মিডিয়া পোস্টের মাধ্যমে উলটো দিকের মানুষটিকে তির্যক আক্রমণ করা শুরু করেছেন ।

আজ রোশনের একটি পোস্ট দেখে কপালে ভাঁজ পড়েছে নেটিজেনদের । সেখানে লেখা, "আমাকে নিয়ে কখনও যদি কারও কাছে খারাপ গল্প শোনেন, বুঝে নেবেন তার সাথে একসময় আমার খুব ভালো সম্পর্ক ছিল ।"

অন্য আর একটি পোস্টে রোশন আবার লিখেছেন, "আমার ইনস্টাগ্রামের রিলগুলো শুধুই বিনোদনের জন্য । কাউকে আঘাত করার উদ্দেশ্য নেই আমার । কেউ এর থেকে খবর বানালে গুরুত্ব দেবেন না ।"

srabanti chatterjee and roshan singh divorce
রোশনের ইনস্টাস্টোরি..

দ্বিতীয় পোস্টটি রোশন হয়তো সংবাদমাধ্যম বা নেটিজেনদের উদ্দেশে করেছেন । তবে প্রথম পোস্টে কে সেই কাছের মানুষ, যে তাঁর নামে খারাপ গল্প ছড়াচ্ছে ? সেটা স্পষ্ট নয় ।

কলকাতা : শ্রাবন্তী আর রোশন সিংয়ের সম্পর্ক নাকি ভালো যাচ্ছে না । এমন গুঞ্জনে উত্তাল টলিপাড়া । এদিকে দম্পতির নিত্যনতুন পোস্টে জল্পনা আরও বাড়ছে ।

সোশাল মিডিয়া থেকে একে অপরের ছবি অনেকদিনই সরিয়ে দিয়েছেন শ্রাবন্তী ও রোশন । আর এখন তাঁরা সোশাল মিডিয়া পোস্টের মাধ্যমে উলটো দিকের মানুষটিকে তির্যক আক্রমণ করা শুরু করেছেন ।

আজ রোশনের একটি পোস্ট দেখে কপালে ভাঁজ পড়েছে নেটিজেনদের । সেখানে লেখা, "আমাকে নিয়ে কখনও যদি কারও কাছে খারাপ গল্প শোনেন, বুঝে নেবেন তার সাথে একসময় আমার খুব ভালো সম্পর্ক ছিল ।"

অন্য আর একটি পোস্টে রোশন আবার লিখেছেন, "আমার ইনস্টাগ্রামের রিলগুলো শুধুই বিনোদনের জন্য । কাউকে আঘাত করার উদ্দেশ্য নেই আমার । কেউ এর থেকে খবর বানালে গুরুত্ব দেবেন না ।"

srabanti chatterjee and roshan singh divorce
রোশনের ইনস্টাস্টোরি..

দ্বিতীয় পোস্টটি রোশন হয়তো সংবাদমাধ্যম বা নেটিজেনদের উদ্দেশে করেছেন । তবে প্রথম পোস্টে কে সেই কাছের মানুষ, যে তাঁর নামে খারাপ গল্প ছড়াচ্ছে ? সেটা স্পষ্ট নয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.