ETV Bharat / sitara

এবার শ্রাবন্তীর সিঁদুর পরা নিয়ে কটাক্ষ রোশনের, কদর্য হচ্ছে লড়াই - শ্রাবন্তী চ্যাটার্জির খবর

সোশাল মিডিয়ায় দিন দিন আরও কদর্য হচ্ছে শ্রাবন্তী-রোশনের কাদা ছোড়াছুড়ি । এবার শ্রাবন্তীর সিঁদুর পরা নিয়ে কটাক্ষ করলেন রোশন ।

Roshan Singh pokes Srabanti chatterjee
Roshan Singh pokes Srabanti chatterjee
author img

By

Published : Nov 30, 2020, 9:38 PM IST

কলকাতা : শ্রাবন্তী আর রোশনের বিয়ে ভাঙার মুখে । এমন খবর ছড়িয়ে পড়েছে চারিদিকে । তবে এই নিয়ে দু'জনের কেউই মুখ খোলেননি । কিন্তু, তাঁদের সোশাল মিডিয়ার দিকে একটু নজর দিলে অনেক কিছুই পরিষ্কার হয়ে যাবে ।

সোশাল মিডিয়ায় শ্রাবন্তীর প্রতিটা পদক্ষেপ নজরে রাখছেন রোশন । আর সুযোগ বুঝেই পরোক্ষভাবে আঘাত হানছেন তিনি ।

সম্প্রতি বাবা-মায়ের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন শ্রাবন্তী । ছবিতে তাঁর মাথায় জ্বলজ্বল করছে সিঁদুর । ছবিটি দেখে নেটিজেনরা খুব খুশি হয়েছেন । তারা লাইকে ভরিয়ে দিয়েছেন শ্রাবন্তীর ইনস্টা-ওয়াল ।

তবে রোশনের বোধহয় একদমই পছন্দ নয় শ্রাবন্তীর সিঁদুর পরা । তাই এই পোস্টের পরই আত্মজা বন্দ্যোপাধ্যায়ের একটি উক্তি শেয়ার করেছেন তিনি । কী লেখা সেই উক্তিতে ?

সেখানে লেখা, "সুখী দাম্পত্য টিকে থাকে পারস্পরিক বিশ্বাসে ভর করে । বিয়ের গুরুত্ব বোঝাতে সিঁদুর ভীষণ দুর্বল একটি চিহ্ন ।" এই উক্তি শেয়ার করে রোশন লিখেছেন, "আমি এই বিষয়ে সম্পূর্ণ সহমত । স্বামী বা প্রাক্তনের আপত্তি সত্ত্বেও কিছু নারী তাদের নামে জোর করে সিঁদুর পরেন । আমি এদের ঘৃণা করি ।"

তবে শ্রাবন্তীও কম যান না । তিনি একটু পরে ফের একটি ছবি শেয়ার করেছেন, যেখানে আবার তাঁকে সিঁদুর পরা অবস্থাতেই দেখা গেছে । গোলাপি টেডি বিয়ারকে জড়িয়ে ধরে মিষ্টি ছবিতে তিনি লিখেছেন, "আমি আর আমার টেডি" ।

দেখে নিন...

কলকাতা : শ্রাবন্তী আর রোশনের বিয়ে ভাঙার মুখে । এমন খবর ছড়িয়ে পড়েছে চারিদিকে । তবে এই নিয়ে দু'জনের কেউই মুখ খোলেননি । কিন্তু, তাঁদের সোশাল মিডিয়ার দিকে একটু নজর দিলে অনেক কিছুই পরিষ্কার হয়ে যাবে ।

সোশাল মিডিয়ায় শ্রাবন্তীর প্রতিটা পদক্ষেপ নজরে রাখছেন রোশন । আর সুযোগ বুঝেই পরোক্ষভাবে আঘাত হানছেন তিনি ।

সম্প্রতি বাবা-মায়ের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন শ্রাবন্তী । ছবিতে তাঁর মাথায় জ্বলজ্বল করছে সিঁদুর । ছবিটি দেখে নেটিজেনরা খুব খুশি হয়েছেন । তারা লাইকে ভরিয়ে দিয়েছেন শ্রাবন্তীর ইনস্টা-ওয়াল ।

তবে রোশনের বোধহয় একদমই পছন্দ নয় শ্রাবন্তীর সিঁদুর পরা । তাই এই পোস্টের পরই আত্মজা বন্দ্যোপাধ্যায়ের একটি উক্তি শেয়ার করেছেন তিনি । কী লেখা সেই উক্তিতে ?

সেখানে লেখা, "সুখী দাম্পত্য টিকে থাকে পারস্পরিক বিশ্বাসে ভর করে । বিয়ের গুরুত্ব বোঝাতে সিঁদুর ভীষণ দুর্বল একটি চিহ্ন ।" এই উক্তি শেয়ার করে রোশন লিখেছেন, "আমি এই বিষয়ে সম্পূর্ণ সহমত । স্বামী বা প্রাক্তনের আপত্তি সত্ত্বেও কিছু নারী তাদের নামে জোর করে সিঁদুর পরেন । আমি এদের ঘৃণা করি ।"

তবে শ্রাবন্তীও কম যান না । তিনি একটু পরে ফের একটি ছবি শেয়ার করেছেন, যেখানে আবার তাঁকে সিঁদুর পরা অবস্থাতেই দেখা গেছে । গোলাপি টেডি বিয়ারকে জড়িয়ে ধরে মিষ্টি ছবিতে তিনি লিখেছেন, "আমি আর আমার টেডি" ।

দেখে নিন...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.