ETV Bharat / sitara

বালাসুব্রমনিয়মের কোরোনা রিপোর্ট নেগেটিভ - Balasubrahmanyam corona negative

নেগেটিভ এল বর্ষীয়ান সংগীত শিল্পী এস পি বালাসুব্রমনিয়মের কোরোনা পরীক্ষার রিপোর্ট । আজ একথা জানান তাঁর ছেলে এসপি চরণ ।

AS
asAS
author img

By

Published : Sep 7, 2020, 6:31 PM IST

চেন্নাই : নেগেটিভ এল বর্ষীয়ান সংগীত শিল্পী এস পি বালাসুব্রমনিয়মের কোরোনা পরীক্ষার রিপোর্ট । একটি ভিডিয়ো বার্তার মাধ্যমে আজ একথা জানান তাঁর ছেলে এসপি চরণ ।

ভিডিয়ো বার্তায় তিনি বলেন, "এতদিন বাবার স্বাস্থ্য সংক্রান্ত কোনও তথ্য না দেওয়ার জন্য প্রথমেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি । কারণ আমরা ভালো কোনও খবরের জন্য অপেক্ষা করছিলাম । ভেবেছিলাম হয়তো বাবার ফুসফুসের সংক্রমণ ঠিক হয়ে যাবে, যাতে আমরা ভেন্টিলেটর খুলে দিতে পারি । কিন্তু, এখনও পর্যন্ত বাবার শারীরিক অবস্থা সেই জায়গায় পৌঁছায়নি, তাই এখনই ভেন্টিলেটর খোলা সম্ভব হচ্ছে না । তবে ভালো খবর হল, বাবা কোরোনা নেগেটিভ । আগে বলেছিলাম যে বাবা কোরোনা পজ়িটিভ হোক বা নেগেটিভ তাতে কোনও সমস্যা নেই । আসলে আমরা চাইছি যেন তার ফুসফুসের সংক্রমণ তাড়াতাড়ি ঠিক হয়ে যায় । আর এটা ঠিক হচ্ছে । তবে আরও কিছুটা সময় লাগবে ।

গত সপ্তাহে ছিল বালাসুব্রমনিয়মের বিবাহবার্ষিকী । পরিবারের তরফে দিনটিকে সুন্দরভাবে পালন করা হয় । ভিডিয়ো বার্তায় একথাও জানান এসপি চরণ ।

এছাড়া খেলা দেখতে খুবই ভালোবাসেন বালাসুব্রমনিয়ম । এই অবস্থায় হাসপাতালেও নিজের আইপ্যাডে টেনিস ও ক্রিকেট খেলা দেখে চলেছেন তিনি । এ প্রসঙ্গে তাঁর ছেলে বলেন, "IPL (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) যে শুরু হচ্ছে তার জন্য খুবই খুশি বাবা । লেখালেখি করছেন, কথাও বলছেন । ফিজ়িওথেরাপি চলছে ।" সবশেষে বাবার জন্য প্রার্থনা করায় অনুরাগীদের ধন্যবাদ জানান এসপি চরণ ।

অগাস্টের শুরুর দিকে অল্প ঠান্ডা লেগেছিল বালাসুব্রমনিয়মের । গলা বসে গিয়েছিল । হালকা হালকা জ্বরও ছিল । কোরোনা পরিস্থিতির কথা চিন্তা করে তা অবহেলা করতে চাননি তিনি । সঙ্গে সঙ্গে পরীক্ষা করান । তারপর 5 অগাস্ট তাঁর কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে ।

উপসর্গ কম থাকায় তাঁকে বাড়িতেই কোয়ারানটিনে থাকার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা । কিন্তু, পরিবারের সদস্যদের কথা চিন্তা করে হাসপাতালে ভরতি হন তিনি । চেন্নাইয়ের এমজিএম হেলথকেয়ার ভরতি করা হয় তাঁকে । এরপর হঠাৎই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে । ICU-তে লাইফ সাপোর্টে রাখা হয় তাঁকে । এখনও ওই হাসপাতালেই ভরতি তিনি । তবে আগের থেকে তাঁর শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে বলে জানা গিয়েছে ।

চেন্নাই : নেগেটিভ এল বর্ষীয়ান সংগীত শিল্পী এস পি বালাসুব্রমনিয়মের কোরোনা পরীক্ষার রিপোর্ট । একটি ভিডিয়ো বার্তার মাধ্যমে আজ একথা জানান তাঁর ছেলে এসপি চরণ ।

ভিডিয়ো বার্তায় তিনি বলেন, "এতদিন বাবার স্বাস্থ্য সংক্রান্ত কোনও তথ্য না দেওয়ার জন্য প্রথমেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি । কারণ আমরা ভালো কোনও খবরের জন্য অপেক্ষা করছিলাম । ভেবেছিলাম হয়তো বাবার ফুসফুসের সংক্রমণ ঠিক হয়ে যাবে, যাতে আমরা ভেন্টিলেটর খুলে দিতে পারি । কিন্তু, এখনও পর্যন্ত বাবার শারীরিক অবস্থা সেই জায়গায় পৌঁছায়নি, তাই এখনই ভেন্টিলেটর খোলা সম্ভব হচ্ছে না । তবে ভালো খবর হল, বাবা কোরোনা নেগেটিভ । আগে বলেছিলাম যে বাবা কোরোনা পজ়িটিভ হোক বা নেগেটিভ তাতে কোনও সমস্যা নেই । আসলে আমরা চাইছি যেন তার ফুসফুসের সংক্রমণ তাড়াতাড়ি ঠিক হয়ে যায় । আর এটা ঠিক হচ্ছে । তবে আরও কিছুটা সময় লাগবে ।

গত সপ্তাহে ছিল বালাসুব্রমনিয়মের বিবাহবার্ষিকী । পরিবারের তরফে দিনটিকে সুন্দরভাবে পালন করা হয় । ভিডিয়ো বার্তায় একথাও জানান এসপি চরণ ।

এছাড়া খেলা দেখতে খুবই ভালোবাসেন বালাসুব্রমনিয়ম । এই অবস্থায় হাসপাতালেও নিজের আইপ্যাডে টেনিস ও ক্রিকেট খেলা দেখে চলেছেন তিনি । এ প্রসঙ্গে তাঁর ছেলে বলেন, "IPL (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) যে শুরু হচ্ছে তার জন্য খুবই খুশি বাবা । লেখালেখি করছেন, কথাও বলছেন । ফিজ়িওথেরাপি চলছে ।" সবশেষে বাবার জন্য প্রার্থনা করায় অনুরাগীদের ধন্যবাদ জানান এসপি চরণ ।

অগাস্টের শুরুর দিকে অল্প ঠান্ডা লেগেছিল বালাসুব্রমনিয়মের । গলা বসে গিয়েছিল । হালকা হালকা জ্বরও ছিল । কোরোনা পরিস্থিতির কথা চিন্তা করে তা অবহেলা করতে চাননি তিনি । সঙ্গে সঙ্গে পরীক্ষা করান । তারপর 5 অগাস্ট তাঁর কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে ।

উপসর্গ কম থাকায় তাঁকে বাড়িতেই কোয়ারানটিনে থাকার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা । কিন্তু, পরিবারের সদস্যদের কথা চিন্তা করে হাসপাতালে ভরতি হন তিনি । চেন্নাইয়ের এমজিএম হেলথকেয়ার ভরতি করা হয় তাঁকে । এরপর হঠাৎই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে । ICU-তে লাইফ সাপোর্টে রাখা হয় তাঁকে । এখনও ওই হাসপাতালেই ভরতি তিনি । তবে আগের থেকে তাঁর শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে বলে জানা গিয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.