ETV Bharat / sitara

'ফাইনালি ভালোবাসা' কি পাবে শৌরসেনী ও অর্জুন? - Tollywood

আদ্যপান্ত প্রেমের গল্প 'ফাইনালি ভালোবাসা'। সেই ছবির অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন শৌরসেনী মৈত্র ও অর্জুন চক্রবর্তী। যেখানে শৌরসেনীর চরিত্র 'আহিরি' নিজের সো-কল্ড 'অন্য ধরনের' প্রেমকে সাহসের সঙ্গে এগিয়ে নিয়ে যেতে চান, সেখানে অর্জুনের চরিত্র আবার একেবারেই মিনমিনে।

অর্জুন ও শৌরসেনী
author img

By

Published : Feb 7, 2019, 7:45 PM IST

প্রায় বাবার বয়সী একজন মানুষের প্রেমে পড়েছেন আহিরি, অর্থাৎ শৌরসেনীর চরিত্রটি। নিজের চরিত্র নিয়ে অভিনেত্রী বললেন, "এখনও সমাজ এই জাতীয় সম্পর্কগুলোকে সেভাবে মেনে নেয়নি। তাই এগুলোকে এখনও আমরা অন্য ধরনের সম্পর্ক বলি। কিন্তু, এগুলো ভীষণভাবে বর্তমান আমাদের সমাজে। হয়তো খুব একটা আলোচনা করি না আমরা এই ব্যাপারগুলোকে নিয়ে। আমার মনে হয় এই ছবিটা দেখার পর মানুষ একটা বড় পার্সপেক্টিভ থেকে দেখবে ভালোবাসাকে।"

অন্যদিকে অর্জুন নিজের চরিত্র নিয়ে বললেন, "ট্রেলার দেখে যেটা মনে হচ্ছে আমার চরিত্রটা সেরকমই। খুব সফ্ট স্পোকেন, মিনমিনে স্বভাবের ছেলে। আত্মবিশ্বাসও কম ছেলেটির। কাজের জায়গার ক্রাইসিস ও ব্যক্তিগত জীবনের ক্রাইসিস মিলিয়ে অনেক রকম চাপের মধ্যে রয়েছে আমার চরিত্রটা। এবার সব ক্রাইসিস পেরিয়ে ফাইনালি ভালোবাসা পাবে কিনা সেটাই গল্প।"

প্রায় বাবার বয়সী একজন মানুষের প্রেমে পড়েছেন আহিরি, অর্থাৎ শৌরসেনীর চরিত্রটি। নিজের চরিত্র নিয়ে অভিনেত্রী বললেন, "এখনও সমাজ এই জাতীয় সম্পর্কগুলোকে সেভাবে মেনে নেয়নি। তাই এগুলোকে এখনও আমরা অন্য ধরনের সম্পর্ক বলি। কিন্তু, এগুলো ভীষণভাবে বর্তমান আমাদের সমাজে। হয়তো খুব একটা আলোচনা করি না আমরা এই ব্যাপারগুলোকে নিয়ে। আমার মনে হয় এই ছবিটা দেখার পর মানুষ একটা বড় পার্সপেক্টিভ থেকে দেখবে ভালোবাসাকে।"

অন্যদিকে অর্জুন নিজের চরিত্র নিয়ে বললেন, "ট্রেলার দেখে যেটা মনে হচ্ছে আমার চরিত্রটা সেরকমই। খুব সফ্ট স্পোকেন, মিনমিনে স্বভাবের ছেলে। আত্মবিশ্বাসও কম ছেলেটির। কাজের জায়গার ক্রাইসিস ও ব্যক্তিগত জীবনের ক্রাইসিস মিলিয়ে অনেক রকম চাপের মধ্যে রয়েছে আমার চরিত্রটা। এবার সব ক্রাইসিস পেরিয়ে ফাইনালি ভালোবাসা পাবে কিনা সেটাই গল্প।"

Intro:Body:

'ফাইনালি ভালোবাসা' কি পাবে শৌরসেনী ও অর্জুন?



আদ্যপান্ত প্রেমের গল্প 'ফাইনালি ভালোবাসা'। সেই ছবির অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন শৌরসেনী মৈত্র ও অর্জুন চক্রবর্তী। যেখানে শৌরসেনীর চরিত্র 'আহিরি' নিজের সো-কল্ড 'অন্য ধরনের' প্রেমকে সাহসের সঙ্গে এগিয়ে নিয়ে যেতে চান, সেখানে অর্জুনের চরিত্র আবার একেবারেই মিনমিনে। 



প্রায় বাবার বয়সী একজন মানুষের প্রেমে পড়েছেন আহিরি, অর্থাৎ শৌরসেনীর চরিত্রটি। নিজের চরিত্র নিয়ে অভিনেত্রী বললেন, "এখনও সমাজ এই জাতীয় সম্পর্কগুলোকে সেভাবে মেনে নেয়নি। তাই এগুলোকে এখনও আমরা অন্য ধরনের সম্পর্ক বলি। কিন্তু, এগুলো ভীষণভাবে বর্তমান আমাদের সমাজে। হয়তো খুব একটা আলোচনা করি না আমরা এই ব্যাপারগুলোকে নিয়ে। আমার মনে হয় এই ছবিটা দেখার পর মানুষ একটা বড় পার্সপেক্টিভ থেকে দেখবে ভালোবাসাকে।"



অন্যদিকে অর্জুন নিজের চরিত্র নিয়ে বললেন, "ট্রেলার দেখে যেটা মনে হচ্ছে আমার চরিত্রটা সেরকমই। খুব সফ্ট স্পোকেন, মিনমিনে স্বভাবের ছেলে। আত্মবিশ্বাসও কম ছেলেটির। কাজের জায়গার ক্রাইসিস ও ব্যক্তিগত জীবনের ক্রাইসিস মিলিয়ে অনেক রকম চাপের মধ্যে রয়েছে আমার চরিত্রটা। এবার সব ক্রাইসিস পেরিয়ে ফাইনালি ভালোবাসা পাবে কিনা সেটাই গল্প।"


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.