ETV Bharat / sitara

কথায় সাড়া দিচ্ছেন, শারীরিক অবস্থার উন্নতি সৌমিত্র চট্টোপাধ্যায়ের

author img

By

Published : Oct 17, 2020, 10:07 AM IST

Updated : Oct 18, 2020, 7:29 AM IST

চিকিৎসায় সাড়া দিচ্ছেন সৌমিত্র চট্টোপাধ্যায় । নতুন করে কোনও সংক্রমণ কিংবা জ্বর হয়নি । শরীরের অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ ঠিক মতোই কাজ করছে । স্যাচুরেশন 100 শতাংশ । দুই-তিন লিটার প্রতি ইউনিট অক্সিজেন প্রয়োজন হচ্ছে এখন । প্রস্রাব স্বাভাবিক হচ্ছে । আগের থেকে অনেকটা সুস্থ আছেন বলে জানালেন চিকিৎসক অরিন্দম কর ।

Soumitra Chatterjee
সৌমিত্র চট্টোপাধ্যায়

কলকাতা , 17 অক্টোবর : ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে সৌমিত্র চট্টোপাধ্য়ায়ের । রাতে ভালো ঘুমিয়েছেন । গান শুনছেন । চোখ খুলে তাকাচ্ছেন । কথায় সাড়াও দিচ্ছেন । কিছু শব্দ মুখ দিয়ে উচ্চারণ করছেন । গতকালই মেয়ে পৌলমী ও ছেলে সৌগত হাসপাতালে গিয়েছিলেন । মেয়ের কণ্ঠস্বর চিনতে পেরেছেন । এছাড়া তাঁর সব রিপোর্ট ভালো এসেছে । এমনই জানালেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের চিকিৎসক অরিন্দম কর ও হাসপাতাল CEO প্রদীপ ট্যান্ডন ।

চিকিৎসক অরিন্দম কর জানিয়েছেন, "আগের থেকে অনেকটা সুস্থ আছেন সৌমিত্র । শুক্রবারের চেয়ে ভালো আছেন । ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে তাঁর । তবে এখনও কিছুটা অস্থিরতা, বিরক্তিভাব রয়েছে । কিছু শব্দ তিনি উচ্চারণ করতে পারছেন । মানুষকে চিনতে পারছেন । মেয়ে পৌলমীর কণ্ঠস্বর চিনতে পেরেছেন । সৌমিত্রর পুত্র সৌগত ও কন্যা পৌলমী দু'জনেই হাসপাতালে এসে বাবাকে দেখে গেছেন । তাঁর সঙ্গে কথা বলে গেছেন ।"

তিনি আরও বলেন, "যদিও খুবই দুর্বল আছেন তিনি । এখনও স্নায়ুর সম্পূর্ণ উন্নতি হওয়া বাকি আছে । তবে মনে হচ্ছে , ঠিক দিকেই চিকিৎসা হচ্ছে । নতুন করে কোনও সংক্রমণ কিংবা জ্বর হয়নি । শরীরের অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ ঠিক মতোই কাজ করছে । স্যাচুরেশন 100 শতাংশ । দুই-তিন লিটার প্রতি ইউনিট অক্সিজেন প্রয়োজন হচ্ছে এখন । প্রস্রাব স্বাভাবিক হচ্ছে । তিনি একজন লড়াকু যোদ্ধার মতো লড়াই করছেন । আমরা হাই ডোজ়ের স্টেরয়েড দিয়েছি সৌমিত্রবাবুকে । আমরা তিন ঘণ্টার EEG করিয়েছি । সেই রিপোর্টও ঠিক এসেছে ।"

কোরোনামুক্ত হওয়ার পর গতকালই তাঁকে কোভিড ICU থেকে সরানো হয়েছিল । এখন মিউজ়িক থেরাপি চলছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের । রবীন্দ্র সংগীত এবং তাঁরই ছবির কিছু গান সেই থেরাপিতে রাখা হয়েছে । তাতে গতকাল থেকেই ভালোই সাড়া দিতে শুরু করেছেন প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় ।

কলকাতা , 17 অক্টোবর : ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে সৌমিত্র চট্টোপাধ্য়ায়ের । রাতে ভালো ঘুমিয়েছেন । গান শুনছেন । চোখ খুলে তাকাচ্ছেন । কথায় সাড়াও দিচ্ছেন । কিছু শব্দ মুখ দিয়ে উচ্চারণ করছেন । গতকালই মেয়ে পৌলমী ও ছেলে সৌগত হাসপাতালে গিয়েছিলেন । মেয়ের কণ্ঠস্বর চিনতে পেরেছেন । এছাড়া তাঁর সব রিপোর্ট ভালো এসেছে । এমনই জানালেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের চিকিৎসক অরিন্দম কর ও হাসপাতাল CEO প্রদীপ ট্যান্ডন ।

চিকিৎসক অরিন্দম কর জানিয়েছেন, "আগের থেকে অনেকটা সুস্থ আছেন সৌমিত্র । শুক্রবারের চেয়ে ভালো আছেন । ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে তাঁর । তবে এখনও কিছুটা অস্থিরতা, বিরক্তিভাব রয়েছে । কিছু শব্দ তিনি উচ্চারণ করতে পারছেন । মানুষকে চিনতে পারছেন । মেয়ে পৌলমীর কণ্ঠস্বর চিনতে পেরেছেন । সৌমিত্রর পুত্র সৌগত ও কন্যা পৌলমী দু'জনেই হাসপাতালে এসে বাবাকে দেখে গেছেন । তাঁর সঙ্গে কথা বলে গেছেন ।"

তিনি আরও বলেন, "যদিও খুবই দুর্বল আছেন তিনি । এখনও স্নায়ুর সম্পূর্ণ উন্নতি হওয়া বাকি আছে । তবে মনে হচ্ছে , ঠিক দিকেই চিকিৎসা হচ্ছে । নতুন করে কোনও সংক্রমণ কিংবা জ্বর হয়নি । শরীরের অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ ঠিক মতোই কাজ করছে । স্যাচুরেশন 100 শতাংশ । দুই-তিন লিটার প্রতি ইউনিট অক্সিজেন প্রয়োজন হচ্ছে এখন । প্রস্রাব স্বাভাবিক হচ্ছে । তিনি একজন লড়াকু যোদ্ধার মতো লড়াই করছেন । আমরা হাই ডোজ়ের স্টেরয়েড দিয়েছি সৌমিত্রবাবুকে । আমরা তিন ঘণ্টার EEG করিয়েছি । সেই রিপোর্টও ঠিক এসেছে ।"

কোরোনামুক্ত হওয়ার পর গতকালই তাঁকে কোভিড ICU থেকে সরানো হয়েছিল । এখন মিউজ়িক থেরাপি চলছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের । রবীন্দ্র সংগীত এবং তাঁরই ছবির কিছু গান সেই থেরাপিতে রাখা হয়েছে । তাতে গতকাল থেকেই ভালোই সাড়া দিতে শুরু করেছেন প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় ।

Last Updated : Oct 18, 2020, 7:29 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.