কলকাতা : এখন আগের থেকে অনেকটাই সুস্থ রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায় । আগামী সপ্তাহের মধ্যে তিনি যাতে বাড়ি ফিরতে পারেন সেই চেষ্টা করছেন চিকিৎসকরা । আজ তাঁকে ধরে ধরে বিছানায় বসানোর চেষ্টা করেন চিকিৎসকরা । শীঘ্রই তাঁকে হাঁটানো হবে বলে জানান চিকিৎসক অরিন্দম কর ।
সৌমিত্রবাবুর শারীরিক অবস্থা সম্পর্কে অরিন্দম কর বলেন, "আজ আমরা সৌমিত্রবাবুর স্টেরয়েডের হাইডোজ় শেষ করলাম । সেটা থেকে কোনও ধরনের জটিলতা হয়নি । ইন্ট্রাভেনাস ইমিউনোগ্লোবিউলিন ডোজ় দেওয়াও শেষ হতে চলল । ধীরে ধীরে তার ফল পাওয়া যাচ্ছে । থ্যালমোসিন আলফা দেওয়া হচ্ছে । এটা কিছুদিনের মধ্যেই দেওয়া শেষ হবে । নতুন ধরনের কোনও জটিলতা তৈরি হয়নি । জ্বরও আসেনি ।"
তিনি আরও বলেন, "আজ আমরা সৌমিত্রবাবুকে বিছানায় ধরে বসিয়েছিলাম । হাত-পা কাঁপছিল । ফিজিওথেরাপি করা হবে যাতে তাড়াতাড়ি তিনি সুস্থ হয়ে ওঠেন । চেস্ট থেরাপিও করানো হচ্ছে । আর কিছুদিনের মধ্যে আমরা তাঁকে হাঁটাব, তবে অবশ্যই সাপোর্টের সাহায্যে । বাকি সব রিপোর্ট স্বাভাবিক আছে । আমরা কিছুক্ষণ অক্সিজেন বন্ধ করেও দেখেছিলাম । অক্সিজেন সাপোর্ট ছাড়া স্যাচুরেশনও ঠিক ছিল । এখনও পর্যন্ত মিউজ়িক থেরাপি চলছে । আমরা ভাবছি কিছু গল্প পড়ে শোনাব, ভালো স্মৃতি মনে করাব । সেটার জন্য তাঁর মেয়েকে অনুরোধ করেছি ।"
6 অক্টোবর সৌমিত্রবাবুর কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে । তড়িঘড়ি তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় । এখনও সেখানেই চিকিৎসাধীন তিনি । হাসপাতালে ভরতি হওয়ার পর ঠিকই ছিলেন । লেখালেখিও করছিলেন । কিন্তু, 9 অক্টোবর তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে । অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় তাঁকে ITU-তে স্থানান্তরিত করা হয় । তবে আগের থেকে এখন অনেকটাই ভালো আছেন তিনি । সম্প্রতি তাঁর কোরোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে । তাঁর শারীরিক অবস্থা ঠিক থাকলে আগামী সপ্তাহে তিনি বাড়ি ফিরতে পারেন বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে ।