কলকাতা : মুক্তি পেল 'SOS কলকাতা'-র টিজ়ার । সন্ত্রাসবাদীদের কবলের মুখে কলকাতা । সন্ত্রাসবাদীদের হাত থেকে কীভাবে এই শহরকে অ্যান্টি টেরোরিজ়ম স্কয়্যাড রক্ষা করে, সেটাই তুলে ধরা হবে ছবিতে । আর আজ টিজ়ারে তুলে ধরা হয়েছে ছবির বেশ কিছু ঝলক ।
টিজ়ারে কখনও উঠে এসেছে তথ্য নিয়ে কথাবার্তা । আবার কখনও অ্যাকশন । সারাক্ষণই একটা টানটান উত্তেজনা । তবে এর আগেও স্ক্রিনে অ্যাকশন করতে দেখা গিয়েছে যশ দাশগুপ্তকে । এই ছবিতেও খানিকটা চেনা লুকেই ধরা দেবেন তিনি । যদিও অনুরাগীদের একেবারে তাক লাগিয়ে দিয়েছেন নুসরত জাহান । সম্পূর্ণ নতুন লুকে দেখা গিয়েছে তাঁকে । চেনা ছকের বাইরে গিয়ে ছবিতে অ্যাকশনও করতে দেখা যাবে তাঁকে । তবে মিমির লুকের তেমন কোনও পরিবর্তন হয়নি ।
আয়ুষ্মান প্রত্যুষ পরিচালিত এই ছবিতে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে নুসরত ও যশকে । এছাড়াও থাকবেন শান্তিলাল মুখোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, রূপা ভট্টাচার্যর মতো তারকারা । ছবিটি প্রযোজনা করছেন এনা সাহা । আর এই ছবির মাধ্যমেই প্রযোজনায় হাতেখড়ি তাঁর । ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রেও দেখা যাবে তাঁকে ।
আজ এই টিজ়ার ইনস্টাগ্রামে শেয়ার করেন নুসরত । লেখেন, #SOSKolkata #Teaser ভালোবাসার শহর কলকাতা সন্ত্রাসবাদীদের কবলের মুখে । অ্যান্টি টেরোরিজ়ম স্কয়্যাড কি পারবে আমার-আপনার প্রিয় শহরকে শত্রুদের হাত থেকে রক্ষা করতে ?"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
6 জুলাই থেকে শুরু হয়েছিল ছবির শুটিং । কলকাতা ছাড়াও উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় শুটিং হয়েছে । পুজোর সময়ই মুক্তি পাবে ছবিটি ।