কলকাতা : চোখে চশমা । মাথায় পাকা চুল । মুখে বয়সের ছাপ । ইনি যে অভিনেত্রী সোহিনী সরকার তা এক ঝলকে বোঝার উপায় নেই । দেখলে মনে হবে কোনও বৃদ্ধা দরজার ফাঁক থেকে উঁকি দিচ্ছেন । আর এভাবেই মুক্তি পেল 'আগন্তুক' ছবিতে সোহিনীর ফার্স্টলুক । পোস্টারে সোহিনীর ঠিক পিছনেই রয়েছেন আবির চ্যাটার্জিও ।
এটি একটি থ্রিলার ছবি । আসলে শোভারানি বসু নামে এক বৃদ্ধা মহিলাকে নিয়ে তৈরি ছবিটি । হঠাৎ একদিন সকালে নিজের ফ্ল্যাট থেকেই উদ্ধার হয় তার দেহ । এভাবেই শুরু হয় গল্প । তবে সেটা খুন নাকি অ্যাক্সিডেন্ট তা নিয়েই তৈরি ছবিটি । গল্পের সঙ্গে খুলবে রহস্যের জট । ছবিতে সোহিনীর জীবনের তিনটি পর্যায়কে তুলে ধরা হবে । ব্যোমকেশের পর এই ছবিতে আবিরের সঙ্গে জুটি বাঁধলেন সোহিনী ।
-
Presenting the #1stlookposter of my next release #Agantuk a film by @iindraadip co-starring @sohinisarkar01
— Abir Chatterjee (@itsmeabir) January 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Watch this space for more details.. @SundayEntertain pic.twitter.com/Kqax4HVM3c
">Presenting the #1stlookposter of my next release #Agantuk a film by @iindraadip co-starring @sohinisarkar01
— Abir Chatterjee (@itsmeabir) January 29, 2020
Watch this space for more details.. @SundayEntertain pic.twitter.com/Kqax4HVM3cPresenting the #1stlookposter of my next release #Agantuk a film by @iindraadip co-starring @sohinisarkar01
— Abir Chatterjee (@itsmeabir) January 29, 2020
Watch this space for more details.. @SundayEntertain pic.twitter.com/Kqax4HVM3c
'কেদারা' ছবি পরিচালনার পর 'বিশমিল্লা'-র শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন ইন্দ্রদীপ দাশগুপ্ত । তার মধ্যেই পরবর্তী ছবির ফার্স্টলুক প্রকাশ করলেন তিনি । 'আগন্তুক' ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন আবির চ্যাটার্জি ও সোহিনী সেনগুপ্ত । ছবির অন্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন নীল, দেবপ্রতিম দাশগুপ্ত, পদ্মনাভ দাশগুপ্ত, সিধু, মৌসুমি ও পায়েল ।
আজই প্রকাশ্যে এসেছে ছবিতে আবির ও সোহিনীর ফার্স্টলুক । সেখানে বৃদ্ধার বেশে দেখা গেছে সোহিনীকে । আর আবিরের চোখে মুখে হতাশা ।
সব ঠিক থাকলে চলতি বছরের এপ্রিলে মুক্তি পাবে 'আগন্তুক'।