ETV Bharat / sitara

পরিচালনায় সোহাগ সেন - the sorrow of love

এবার সোহাগকে দর্শক দেখবেন পরিচালকের ভূমিকায় । তিনি একটি শর্টফিল্ম পরিচালনা করেছেন । নাম 'দা সরো অফ লাভ' ।

asd
asd
author img

By

Published : Sep 17, 2020, 10:41 PM IST

কলকাতা : ইন্ডাস্ট্রিতে খুব দাপুটে অভিনেত্রী হিসেবে পরিচিত সোহাগ সেন । পছন্দসই চরিত্র না পেলে করেন না । তাঁর আরও একটি বড় পরিচয়, তিনি হলেন অভিনয়ের দিদিমণি । এবার সোহাগকে দর্শক দেখবেন পরিচালকের ভূমিকায় । তিনি একটি শর্টফিল্ম পরিচালনা করেছেন । নাম 'দা সরো অফ লাভ' ।

এ প্রসঙ্গে ETV ভারতকে সোহাগ বলেন, "আমি একটা ছবি তৈরি করেছি । এই কোরোনা পরিস্থিতিতে প্রেম ও ভালোবাসা কীভাবে হারিয়েছে, তার উপর ভিত্তি করে তৈরি ছবিটি । ছবিটির নাম 'দা সরো অফ লাভ'।"

asd
সোহাগ সেন

এই ছবিতে অভিনয় করেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, রুদ্ররূপ মুখোপাধ্যায়, মোনালিসা চট্টোপাধ্যায়, স্বরূপা ঘোষ এবং সোহাগ নিজে । এর আগেও পরিচালনা করেছেন । তবে ডিজিটাল প্ল্যাটফর্মে এই প্রথম পরিচালনা করলেন । টেলেভিশনের জন্য একটি সিরিজ় পরিচালনা করেছিলেন তিনি । যেটিকে একসঙ্গে করে ফিল্ম হিসেবে দেখানো হত ।

sdf
সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়

আমাদের সঙ্গে কথা বলতে বলতে, সোহাগ বারবার উল্লেখ করেছিলেন বাচিকশিল্পী সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়ের নাম । এই স্বল্প দৈর্ঘ্যের ছবিটি তৈরি করার জন্য তাঁকে জোর দিয়েছিলেন সুজয় । এ প্রসঙ্গে তিনি বলেন, "এই ছবির ক্ষেত্রে সুজয় আমার ড্রাইভিং ফোর্স । স্ক্রিপ্ট আমি লিখেছি । কিন্তু বিষয়বস্তু ও ভাবনা পুরোটাই সুজয়ের । গোটা বিষয়টা একসঙ্গে করে ওই প্রযোজনা করেছে ।"

কলকাতা : ইন্ডাস্ট্রিতে খুব দাপুটে অভিনেত্রী হিসেবে পরিচিত সোহাগ সেন । পছন্দসই চরিত্র না পেলে করেন না । তাঁর আরও একটি বড় পরিচয়, তিনি হলেন অভিনয়ের দিদিমণি । এবার সোহাগকে দর্শক দেখবেন পরিচালকের ভূমিকায় । তিনি একটি শর্টফিল্ম পরিচালনা করেছেন । নাম 'দা সরো অফ লাভ' ।

এ প্রসঙ্গে ETV ভারতকে সোহাগ বলেন, "আমি একটা ছবি তৈরি করেছি । এই কোরোনা পরিস্থিতিতে প্রেম ও ভালোবাসা কীভাবে হারিয়েছে, তার উপর ভিত্তি করে তৈরি ছবিটি । ছবিটির নাম 'দা সরো অফ লাভ'।"

asd
সোহাগ সেন

এই ছবিতে অভিনয় করেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, রুদ্ররূপ মুখোপাধ্যায়, মোনালিসা চট্টোপাধ্যায়, স্বরূপা ঘোষ এবং সোহাগ নিজে । এর আগেও পরিচালনা করেছেন । তবে ডিজিটাল প্ল্যাটফর্মে এই প্রথম পরিচালনা করলেন । টেলেভিশনের জন্য একটি সিরিজ় পরিচালনা করেছিলেন তিনি । যেটিকে একসঙ্গে করে ফিল্ম হিসেবে দেখানো হত ।

sdf
সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়

আমাদের সঙ্গে কথা বলতে বলতে, সোহাগ বারবার উল্লেখ করেছিলেন বাচিকশিল্পী সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়ের নাম । এই স্বল্প দৈর্ঘ্যের ছবিটি তৈরি করার জন্য তাঁকে জোর দিয়েছিলেন সুজয় । এ প্রসঙ্গে তিনি বলেন, "এই ছবির ক্ষেত্রে সুজয় আমার ড্রাইভিং ফোর্স । স্ক্রিপ্ট আমি লিখেছি । কিন্তু বিষয়বস্তু ও ভাবনা পুরোটাই সুজয়ের । গোটা বিষয়টা একসঙ্গে করে ওই প্রযোজনা করেছে ।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.