কলকাতা : "কল্পবিজ্ঞান হলেও এর মধ্য়ে একটা মানবিকতা রয়েছে", জানালেন পরমব্রত। ছবির নাম 'বনি'। পরমব্রতর বিপরীতে এই ছবিতে দেখা যাবে কোয়েল মল্লিককে।
ছবিতে দেখানো হবে, মিলান শহরে থাকা এক দম্পতি ও সদ্যোজাতকে। সেই সদ্যজাতর মধ্যে রয়েছে অলৌকিক ক্ষমতা। সদ্যোজাতকে দেখতে কলকাতা থেকে পাড়ি দেয় এক বিজ্ঞানী। আর এদিকে কলকাতার এক মধ্যবিত্ত পরিবারের মধ্যে চলে আসে একটি রোবট। কোথাও গিয়ে এই সমস্ত প্লট একে অপরের সঙ্গে যুক্ত হয়ে যাবে। কীভাবে হচ্ছে সেটা, সেটা নিয়েই এগোবে গল্প।
ছবিটি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প অবলম্বনে তৈরি। ছবির অনেকটা শুটিং হবে বিদেশে। কোয়েল ছাড়াও, ছবিতে থাকছেন অঞ্জন দত্ত এবং কাঞ্চন মল্লিক। সেইসঙ্গে রয়েছেন বেশকিছু বিদেশি অভিনেতাও। ছবির শুটিং শুরু হবে খুব তাড়তাড়ি। সোশাল মিডিয়ায় দর্শকের শুভেচ্ছা কামনা করেছেন পরমব্রত।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">