ETV Bharat / sitara

প্রয়াত সংগীতশিল্পী এস পি বালাসুব্রমনিয়ম - play back singer Balasubrahmanyam death news

প্রয়াত সংগীতশিল্পী এস পি বালাসুব্রমনিয়ম । ভারতীয় চলচ্চিত্রের স্মৃতির মণিকোঠায় ফিরে ফিরে আসছে তাঁর জনপ্রিয় সব গান।

Singer SP Balasubrahmanyam passes away
Singer SP Balasubrahmanyam passes away
author img

By

Published : Sep 25, 2020, 1:33 PM IST

Updated : Sep 25, 2020, 2:59 PM IST

চেন্নাই, 25 সেপ্টেম্বর : প্রয়াত সংগীতশিল্পী এস পি বালাসুব্রমনিয়ম । বয়স হয়েছিল 74 বছর । চেন্নাইয়ের হাসপাতালে তাঁর মৃত্যু হয় । প্রায় দুইমাস চিকিৎসাধীন ছিলেন তিনি ।

মাস দু'য়েক আগে কোরোনায় আক্রান্ত হয়েছিলেন বিশিষ্ট সংগীতশিল্পী । এক মাস পর তাঁর কোরোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে । কিন্তু তিনি ভেন্টিলেশনেই ছিলেন । বৃহস্পতিবার হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়, বালাসুব্রমনিয়মের শারীরির অবস্থার অবনতি হয়েছে । গত 24 ঘণ্টায় আরও অসুস্থ হয়ে পড়েন তিনি ।

কোরোনায় আক্রান্ত হয়ে 5 অগাস্ট হাসপাতালে ভরতি হয়েছিলেন সংগীতশিল্পী । মনে জোর নিয়েই শেয়ার করেছিলেন একটি ভিডিয়োবার্তা । জানিয়েছিলেন, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন । মনের জোর থাকলেও ফেরা হল না শিল্পীর । ভারতীয় চলচ্চিত্রের স্মৃতির মণিকোঠায় ফিরে ফিরে আসছে তাঁর জনপ্রিয় সব গান।

ভারতীয় সিনেমার সংগীতে বালাসুব্রমনিয়মের অবদান উল্লেখযোগ্য । ছয়ের দশক থেকেই একের পর এক গান উপহার দিয়েছেন তিনি । দক্ষিণের ফিল্ম ইন্ডাস্ট্রির পাশাপাশি মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রিও তাঁর একাধিক জনপ্রিয় গানের সাক্ষী । নয়ের দশক নতুন করে পায় সুব্রমনিয়মকে । রোজা জানেমন বা ইয়ে হাসিন বাদিয়ার মতো গান উপহার দিয়েছেন তিনি । এখনও চোখ বন্ধ করলে নব্বইয়ের সেই মেলোডি অনুভব করা যায় । অনুভব করা যায় তাঁর কণ্ঠ ।

'আতে যাতে, হাসতে গাতে'.....বিদায় এস.পি.বালাসুব্রমনিয়ম

চেন্নাই, 25 সেপ্টেম্বর : প্রয়াত সংগীতশিল্পী এস পি বালাসুব্রমনিয়ম । বয়স হয়েছিল 74 বছর । চেন্নাইয়ের হাসপাতালে তাঁর মৃত্যু হয় । প্রায় দুইমাস চিকিৎসাধীন ছিলেন তিনি ।

মাস দু'য়েক আগে কোরোনায় আক্রান্ত হয়েছিলেন বিশিষ্ট সংগীতশিল্পী । এক মাস পর তাঁর কোরোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে । কিন্তু তিনি ভেন্টিলেশনেই ছিলেন । বৃহস্পতিবার হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়, বালাসুব্রমনিয়মের শারীরির অবস্থার অবনতি হয়েছে । গত 24 ঘণ্টায় আরও অসুস্থ হয়ে পড়েন তিনি ।

কোরোনায় আক্রান্ত হয়ে 5 অগাস্ট হাসপাতালে ভরতি হয়েছিলেন সংগীতশিল্পী । মনে জোর নিয়েই শেয়ার করেছিলেন একটি ভিডিয়োবার্তা । জানিয়েছিলেন, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন । মনের জোর থাকলেও ফেরা হল না শিল্পীর । ভারতীয় চলচ্চিত্রের স্মৃতির মণিকোঠায় ফিরে ফিরে আসছে তাঁর জনপ্রিয় সব গান।

ভারতীয় সিনেমার সংগীতে বালাসুব্রমনিয়মের অবদান উল্লেখযোগ্য । ছয়ের দশক থেকেই একের পর এক গান উপহার দিয়েছেন তিনি । দক্ষিণের ফিল্ম ইন্ডাস্ট্রির পাশাপাশি মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রিও তাঁর একাধিক জনপ্রিয় গানের সাক্ষী । নয়ের দশক নতুন করে পায় সুব্রমনিয়মকে । রোজা জানেমন বা ইয়ে হাসিন বাদিয়ার মতো গান উপহার দিয়েছেন তিনি । এখনও চোখ বন্ধ করলে নব্বইয়ের সেই মেলোডি অনুভব করা যায় । অনুভব করা যায় তাঁর কণ্ঠ ।

'আতে যাতে, হাসতে গাতে'.....বিদায় এস.পি.বালাসুব্রমনিয়ম

Last Updated : Sep 25, 2020, 2:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.