ETV Bharat / sitara

দুয়ারে ত্রাণ নিয়ে গায়িকা ইমন, দুর্গতদের পাশে শ্রীলেখা-সব্যসাচীরা - অভিনেতা সপ্তর্ষি রায়

ঘূর্ণিঝড় যশ-এর পরবর্তী পরিস্থিতি এখন সকালের আলোর মতো স্পষ্ট । দক্ষিণ 24 পরগনার সুন্দরবন, কাকদ্বীপ, পাথরপ্রতিমা, বকখালি এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের একাধিক এলাকা জলের তলায় ।

send relief to yaas affected areas
send relief to yaas affected areas
author img

By

Published : May 28, 2021, 5:42 PM IST

কলকাতা, 28 মে : ঘূর্ণিঝড় যশ-এর ব্যপক প্রভাব পড়েছে দক্ষিণ 24 পরগনা ও দুই মেদিনীপুর জেলায় ৷ লাখো মানুষ ক্ষতিগ্রস্ত ৷ তিন জেলার দুর্গতদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল বাংলার সিনে জগতের চেনা মুখগুলি ৷ ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে দুয়ারে ত্রাণ নিয়ে পৌঁছে গিয়েছেন গায়িকা ইমন চক্রবর্তী ৷ সশরীরে যেতে না পারলেও বিভিন্ন জেলায় ত্রাণসামগ্রী পাঠিয়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র, অভিনেতা সব্যসাচী চৌধুরী ও নাট্য পরিচালক অভিনেতা সপ্তর্ষি রায় ৷

ঘূর্ণিঝড় যশ-এর পরবর্তী পরিস্থিতি এখন সকালের আলোর মতো স্পষ্ট । দক্ষিণ 24 পরগনার সুন্দরবন, কাকদ্বীপ, পাথরপ্রতিমা, বকখালি এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের একাধিক এলাকা জলের তলায় । মাথা গোঁজার ঠাঁইটুকু নেই চলে গিয়েছে । তাঁদের সাহায্যে হাত বাড়ালেন টলিউডের তারকারা । ঝড় থামার পর মেদিনীপুরের তমলুকে ত্রাণ নিয়ে পৌঁছে গিয়েছেন গায়িকা ইমন চক্রবর্তী ৷ ত্রাণ সামগ্রীতে রয়েছে ট্রিপল স্যানিটাইজার, মাস্ক, শুকনো খাবার ও পানীয় জল । ইমন বলছেন, "অসহায় মানুষগুলির পাশে দাঁড়ানোটা প্রয়োজন ছিল ৷" একইসঙ্গে সমালোচকদের একহাত নিয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা ৷ একটি বাংলা গানের রিয়েলিটি শোয়ে ইমনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছিল ৷ তাদের উদ্দেশে গায়িকা বলেন, "অন্যের পিছনে কাঠি না করে এই পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন ৷"

দুর্গতদের পাশে টলিউডের তারকারা
দুর্গতদের পাশে টলিউডের তারকারা

আরও পড়ুন : গঞ্জ রইল, ফ্রেজার সাহেবের স্মৃতি চলে গেল সমুদ্রগর্ভে

মহাপীঠ তারাপীঠ সিরিয়াল খ্যাত অভিনেতা সব্যসাচী চৌধুরী করোনা পরিস্থিতিতে বিভিন্নভাবে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন । সশরীরের না যেতে পারলেও শংকরপুরে ত্রাণ পাঠিয়েছেন সব্যসাচী ৷ এরপর কাকদ্বীপে ত্রাণ পাঠানোর ইচ্ছে রয়েছে তাঁর । ক্যানসার আক্রান্ত বান্ধবী ঐন্দ্রিলার চিকিৎসা চলায় নিজে যেতে না পারলেও শুকনো খাবার, পানীয় জল পাঠানোর ব্যবস্থা করেছেন ৷ অভিনেতা ও পরিচালক সপ্তর্ষি রায় মেদিনীপুরের রসুলপুরে ত্রাণ পাঠানোর ব্যবস্থা করেছেন । এই কাজে পাশে পেয়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে ৷ এর জন্য শ্রীলেখাকে ধন্যবাদ জানিয়েছেন সপ্তর্ষি । এভাবে টলিউডের তারকারা নিজেদের মতো করে ত্রাণ নিয়ে পৌঁছে গিয়েছেন অসহায় মানুষগুলির পাশে ।

কলকাতা, 28 মে : ঘূর্ণিঝড় যশ-এর ব্যপক প্রভাব পড়েছে দক্ষিণ 24 পরগনা ও দুই মেদিনীপুর জেলায় ৷ লাখো মানুষ ক্ষতিগ্রস্ত ৷ তিন জেলার দুর্গতদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল বাংলার সিনে জগতের চেনা মুখগুলি ৷ ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে দুয়ারে ত্রাণ নিয়ে পৌঁছে গিয়েছেন গায়িকা ইমন চক্রবর্তী ৷ সশরীরে যেতে না পারলেও বিভিন্ন জেলায় ত্রাণসামগ্রী পাঠিয়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র, অভিনেতা সব্যসাচী চৌধুরী ও নাট্য পরিচালক অভিনেতা সপ্তর্ষি রায় ৷

ঘূর্ণিঝড় যশ-এর পরবর্তী পরিস্থিতি এখন সকালের আলোর মতো স্পষ্ট । দক্ষিণ 24 পরগনার সুন্দরবন, কাকদ্বীপ, পাথরপ্রতিমা, বকখালি এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের একাধিক এলাকা জলের তলায় । মাথা গোঁজার ঠাঁইটুকু নেই চলে গিয়েছে । তাঁদের সাহায্যে হাত বাড়ালেন টলিউডের তারকারা । ঝড় থামার পর মেদিনীপুরের তমলুকে ত্রাণ নিয়ে পৌঁছে গিয়েছেন গায়িকা ইমন চক্রবর্তী ৷ ত্রাণ সামগ্রীতে রয়েছে ট্রিপল স্যানিটাইজার, মাস্ক, শুকনো খাবার ও পানীয় জল । ইমন বলছেন, "অসহায় মানুষগুলির পাশে দাঁড়ানোটা প্রয়োজন ছিল ৷" একইসঙ্গে সমালোচকদের একহাত নিয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা ৷ একটি বাংলা গানের রিয়েলিটি শোয়ে ইমনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছিল ৷ তাদের উদ্দেশে গায়িকা বলেন, "অন্যের পিছনে কাঠি না করে এই পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন ৷"

দুর্গতদের পাশে টলিউডের তারকারা
দুর্গতদের পাশে টলিউডের তারকারা

আরও পড়ুন : গঞ্জ রইল, ফ্রেজার সাহেবের স্মৃতি চলে গেল সমুদ্রগর্ভে

মহাপীঠ তারাপীঠ সিরিয়াল খ্যাত অভিনেতা সব্যসাচী চৌধুরী করোনা পরিস্থিতিতে বিভিন্নভাবে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন । সশরীরের না যেতে পারলেও শংকরপুরে ত্রাণ পাঠিয়েছেন সব্যসাচী ৷ এরপর কাকদ্বীপে ত্রাণ পাঠানোর ইচ্ছে রয়েছে তাঁর । ক্যানসার আক্রান্ত বান্ধবী ঐন্দ্রিলার চিকিৎসা চলায় নিজে যেতে না পারলেও শুকনো খাবার, পানীয় জল পাঠানোর ব্যবস্থা করেছেন ৷ অভিনেতা ও পরিচালক সপ্তর্ষি রায় মেদিনীপুরের রসুলপুরে ত্রাণ পাঠানোর ব্যবস্থা করেছেন । এই কাজে পাশে পেয়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে ৷ এর জন্য শ্রীলেখাকে ধন্যবাদ জানিয়েছেন সপ্তর্ষি । এভাবে টলিউডের তারকারা নিজেদের মতো করে ত্রাণ নিয়ে পৌঁছে গিয়েছেন অসহায় মানুষগুলির পাশে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.