ETV Bharat / sitara

Sidharth Shukla's funeral: সিদ্ধার্থকে শেষবিদায় বিধ্বস্ত প্রেমিকা শেহনাজের, ভাইরাল ভিডিয়ো - শেহনাজ গিলের কান্না

সিদ্ধার্থ শুক্লার শেষকৃত্যে (Sidharth Shukla's funeral) বিধ্বস্ত অবস্থায় দেখা গেল শেহনাজ গিলকে (Shehanaz Gill) ৷ গাড়ি থেকে কাঁদতে কাঁদতে বেরোতে দেখা যায় তাঁকে ৷ তিনি ছাড়াও অন্যান্য তারকারাও শেষ শ্রদ্ধা জানান বিগ বস 13 বিজেতাকে ৷

Sidharth Shukla's funeral: Devastated Shehanaz Gill, Rashami Desai And Others Attend
সিদ্ধার্থকে শেষবিদায় বিধ্বস্ত প্রেমিকা শেহনাজের, ভাইরাল ভিডিয়ো
author img

By

Published : Sep 3, 2021, 6:37 PM IST

মুম্বই, 3 সেপ্টেম্বর: টিভি ও বলি স্টার সিদ্ধার্থ শুক্লার অন্ত্যেষ্টিতে (Sidharth Shukla's funeral) বিধ্বস্ত অবস্থায় দেখা গেল তাঁর প্রেমিকা শেহনাজ গিলকে (Shehanaz Gill) ৷ বিগ বস 13 বিজেতাকে চোখের জলে বিদায় জানালেন তিনি ৷ সেই দৃশ্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ যা মন ভারাক্রান্ত করেছে নেট নাগরিকদের ৷ শেহনাজ ছাড়াও সিদ্ধার্থকে শেষশ্রদ্ধা জানাতে যান অসীম রিয়াজ, আরতি সিং, রেশমী দেশাই (Rashami Desai) ও নিক্কি তাম্বোলির মতো বিগ বসের অন্যান্য সহ-প্রতিযোগীরা ৷

শুক্রবার দুপুরে মুম্বইয়ের ওশিয়ারা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয় 'বালিকা বধূ' স্টার সিদ্ধার্থ শুক্লার ৷ দাদা শেহবাজের সঙ্গে সেখানে গিয়ে পৌঁছন সিদ্ধার্থের ঘনিষ্ট বান্ধবী শেহনাজ গিল ৷ গাড়ির ভেতর ও গাড়ি থেকে বেরনোর সময় বিপর্যস্ত অবস্থায় দেখা গিয়েছে তাঁকে ৷ শেহবাজ ও নিরাপত্তা রক্ষীরা যখন গাড়ি থেকে বের করে ভিড় ঠেলে শেহনাজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তখনও তাঁর চোখে জল ৷ কিছুতেই তাঁর কান্না থামছিল না ৷ এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়ে যায় ৷ বিধ্বস্ত শেহনাজকে দেখে মন আরও খারাপ হয়েছে নেট নাগরিকদের ৷

Sidharth Shukla's funeral: Devastated Shehanaz Gill, Rashami Desai And Others Attend
সিদ্ধার্থকে শেষবিদায় বিধ্বস্ত প্রেমিকা শেহনাজের, ভাইরাল ভিডিয়ো

আরও পড়ুন: Sidharth Shukla death: শরীরে মেলেনি ক্ষত, কী বলছে সিদ্ধার্থের ময়নাতদন্তের রিপোর্ট ?

সিদ্ধার্থ শুক্লাকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন আরও অনেক তারকা ৷ ছিলেন বিকাশ গুপ্তা (Vikas Gupta), অ্যালি গোনি (Aly Goni), প্রিন্স নরুলা, তাঁর স্ত্রী যুবিকা চৌধরি, রাখী সাওয়ান্ত, অভিনব শুক্লা, অর্জুন বিজলানি, করণবীর বোহরা, রাহুল মহাজন-সহ আরও অনেকে ৷

আরও পড়ুন: Actor Sidharth Shukla dead : হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লা

বৃহস্পতিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র 40 বছর বয়সে প্রয়াত (Sidharth Shukla Death) হন জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ শুক্লা ৷ তাঁকে মৃত বলে ঘোষণা করে মুম্বইয়ের কুপার হাসপাতাল ৷ এই খবরে শোকের ছায়া নেমে আসে বিনোদনের দুনিয়ায় ৷ সোশ্যাল মিডিয়ায় 'বালিকা বধূ' (Balika Vadhu) স্টারের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেন সেলিব্রিটিরা ৷

আরও পড়ুন: Sidharth Shukla: সিদ্ধার্থ শুক্লার মৃত্যু অবিশ্বাস্য ! মর্মাহত বলিউড

হার্ট অ্যাটাকে সিদ্ধার্থ শুক্লার মৃত্যু হয়েছে বলে মনে করা হলেও তাঁর আচমকা মৃত্যু নিয়ে প্রশ্ন উঠেছে ৷ তাঁর দেহের ময়নাতদন্ত করা হয় ৷ একদল ডাক্তার তাঁর যে ময়নাতদন্ত করেছেন, তার ভিডিয়ো রেকর্ড করে রাখা আছে ৷ শরীরের বাইরে বা ভেতরে কোনও ক্ষত মেলেনি বলে জানিয়েছে একটি সূত্র ৷ সিদ্ধার্থের ভিসেরা রিপোর্ট কেমিক্যাল অ্যানালিসিসের জন্য পাঠানো হয়েছে বলে খবর ৷ হিস্টোপ্যাথোলজির পরই অভিনেতার মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে সূত্রের তরফে দাবি করা হয়েছে ৷

আরও পড়ুন: Nusrat Jahan: মা হওয়ার পর নতুন ছবি পোস্ট নুসরতের, ছেলের বাবার পরিচয়ের ইঙ্গিত

মুম্বই, 3 সেপ্টেম্বর: টিভি ও বলি স্টার সিদ্ধার্থ শুক্লার অন্ত্যেষ্টিতে (Sidharth Shukla's funeral) বিধ্বস্ত অবস্থায় দেখা গেল তাঁর প্রেমিকা শেহনাজ গিলকে (Shehanaz Gill) ৷ বিগ বস 13 বিজেতাকে চোখের জলে বিদায় জানালেন তিনি ৷ সেই দৃশ্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ যা মন ভারাক্রান্ত করেছে নেট নাগরিকদের ৷ শেহনাজ ছাড়াও সিদ্ধার্থকে শেষশ্রদ্ধা জানাতে যান অসীম রিয়াজ, আরতি সিং, রেশমী দেশাই (Rashami Desai) ও নিক্কি তাম্বোলির মতো বিগ বসের অন্যান্য সহ-প্রতিযোগীরা ৷

শুক্রবার দুপুরে মুম্বইয়ের ওশিয়ারা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয় 'বালিকা বধূ' স্টার সিদ্ধার্থ শুক্লার ৷ দাদা শেহবাজের সঙ্গে সেখানে গিয়ে পৌঁছন সিদ্ধার্থের ঘনিষ্ট বান্ধবী শেহনাজ গিল ৷ গাড়ির ভেতর ও গাড়ি থেকে বেরনোর সময় বিপর্যস্ত অবস্থায় দেখা গিয়েছে তাঁকে ৷ শেহবাজ ও নিরাপত্তা রক্ষীরা যখন গাড়ি থেকে বের করে ভিড় ঠেলে শেহনাজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তখনও তাঁর চোখে জল ৷ কিছুতেই তাঁর কান্না থামছিল না ৷ এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়ে যায় ৷ বিধ্বস্ত শেহনাজকে দেখে মন আরও খারাপ হয়েছে নেট নাগরিকদের ৷

Sidharth Shukla's funeral: Devastated Shehanaz Gill, Rashami Desai And Others Attend
সিদ্ধার্থকে শেষবিদায় বিধ্বস্ত প্রেমিকা শেহনাজের, ভাইরাল ভিডিয়ো

আরও পড়ুন: Sidharth Shukla death: শরীরে মেলেনি ক্ষত, কী বলছে সিদ্ধার্থের ময়নাতদন্তের রিপোর্ট ?

সিদ্ধার্থ শুক্লাকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন আরও অনেক তারকা ৷ ছিলেন বিকাশ গুপ্তা (Vikas Gupta), অ্যালি গোনি (Aly Goni), প্রিন্স নরুলা, তাঁর স্ত্রী যুবিকা চৌধরি, রাখী সাওয়ান্ত, অভিনব শুক্লা, অর্জুন বিজলানি, করণবীর বোহরা, রাহুল মহাজন-সহ আরও অনেকে ৷

আরও পড়ুন: Actor Sidharth Shukla dead : হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লা

বৃহস্পতিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র 40 বছর বয়সে প্রয়াত (Sidharth Shukla Death) হন জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ শুক্লা ৷ তাঁকে মৃত বলে ঘোষণা করে মুম্বইয়ের কুপার হাসপাতাল ৷ এই খবরে শোকের ছায়া নেমে আসে বিনোদনের দুনিয়ায় ৷ সোশ্যাল মিডিয়ায় 'বালিকা বধূ' (Balika Vadhu) স্টারের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেন সেলিব্রিটিরা ৷

আরও পড়ুন: Sidharth Shukla: সিদ্ধার্থ শুক্লার মৃত্যু অবিশ্বাস্য ! মর্মাহত বলিউড

হার্ট অ্যাটাকে সিদ্ধার্থ শুক্লার মৃত্যু হয়েছে বলে মনে করা হলেও তাঁর আচমকা মৃত্যু নিয়ে প্রশ্ন উঠেছে ৷ তাঁর দেহের ময়নাতদন্ত করা হয় ৷ একদল ডাক্তার তাঁর যে ময়নাতদন্ত করেছেন, তার ভিডিয়ো রেকর্ড করে রাখা আছে ৷ শরীরের বাইরে বা ভেতরে কোনও ক্ষত মেলেনি বলে জানিয়েছে একটি সূত্র ৷ সিদ্ধার্থের ভিসেরা রিপোর্ট কেমিক্যাল অ্যানালিসিসের জন্য পাঠানো হয়েছে বলে খবর ৷ হিস্টোপ্যাথোলজির পরই অভিনেতার মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে সূত্রের তরফে দাবি করা হয়েছে ৷

আরও পড়ুন: Nusrat Jahan: মা হওয়ার পর নতুন ছবি পোস্ট নুসরতের, ছেলের বাবার পরিচয়ের ইঙ্গিত

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.