ETV Bharat / sitara

'শ্লীলতাহানির পর'-এ কী হতে চলেছে, গল্প বলবেন রেশমি মিত্র

'শ্লীলতাহানীর পর' ছবিটি প্রয়াত সাহিত্যিক মল্লিকা সেনগুপ্তর উপন্যাস অবলম্বনে তৈরি হতে চলেছে।

পোস্টার
author img

By

Published : Apr 19, 2019, 4:56 PM IST

কলকাতা : চলছে রেশমি মিত্রর ছবি 'লাইমলাইট'-এর ডাবিং। এর মধ্যেই জানা গেল তাঁর পরিচালনায় আসতে চলেছে আরও একটি ছবি। নাম 'শ্লীলতাহানীর পর'। গতকাল ছিল ছবির শুভ মহুরৎ। খুব তাড়াতাড়ি শুটিং শুরু হবে। কলকাতার পাশাপাশি শুটিং হবে বোলপুর এবং দীঘায়।

'শ্লীলতাহানীর পর' ছবিটি প্রয়াত সাহিত্যিক মল্লিকা সেনগুপ্তর উপন্যাস অবলম্বনে তৈরি হতে চলেছে। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন সৌমিত্র চট্টোপাধ্যায়, শ্রীলা মজুমদার, দেবলীনা কুমার, রাহুল বন্দ্যোপাধ্যায় এবং মৌবনী সরকারের মতো অভিনেতা-অভিনেত্রীরা। ছবির প্রযোজক সোনাম মুভিস, সোনাম দাসের নিবেদিত।

ছবি সম্পর্কে রেশমি মিত্র বলেন, " এখন ভীষণ ব্যস্ততার মধ্যে চলছে। নাম শুনেই বুঝতে পারছেন বিষয়বস্তু কী হতে পারে। রোজই লাইমলাইটের ডাবিং আছে। খুব শিগগিরই শুরু হবে 'শ্লীলতাহানীর পর' ছবির শুটিং। মল্লিকা সেনগুপ্তর উপন্যাসটি অনেকদিন আগে পড়ি। তখনই ঠিক করেছিলাম এই বিষয়টি নিয়ে ছবি তৈরি করব। এই গল্পটি সমান অধিকারের কথা। আমাদের সমাজে এখনও ছেলেদের চেয়ে মেয়েদের অনেক কম গুরুত্ব দেওয়া হয়। সে যে ক্ষেত্রেই হোক। অপরাধের শাস্তি যেমন প্রয়োজন। ঠিক তেমনই প্রয়োজন মানসিকতার বদলের। মল্লিকাদির গল্পকে ছবিতে খুব একটা পরিবর্তন করিনি।"

পোস্টার
পোস্টার

কে সেই মেয়ের চরিত্র করছে জানতে চাওয়ায়, ETV Bharat-কে রেশমি বলেন, "ভিকটিমের চরিত্রে রয়েছেন দেবলীনা কুমার। একজন গায়কের চরিত্রে রয়েছেন রাহুল বন্দ্যোপাধ্যায়। এবং একজন রিটায়ার্ড শিক্ষকের চরিত্রে অভিনয় করছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। সৌমিত্রবাবু চরিত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত না থেকেও একজন শিক্ষক কীভাবে ছাত্র-ছাত্রীদের সঠিক ভাবে তৈরি করেন, সেটাও দেখানো হবে।"


এই বিষয়ে সৌমিত্র চট্টোপাধ্যায় বলেন, " মল্লিকার এই গল্পটা খুব জোরালো। আর স্ক্রিপ্টটাও খুব দামদার। মনে হয় ছবিটা ভালো হবে। দর্শকের ভালো লাগবে।"

রেশমি মিত্র

কলকাতা : চলছে রেশমি মিত্রর ছবি 'লাইমলাইট'-এর ডাবিং। এর মধ্যেই জানা গেল তাঁর পরিচালনায় আসতে চলেছে আরও একটি ছবি। নাম 'শ্লীলতাহানীর পর'। গতকাল ছিল ছবির শুভ মহুরৎ। খুব তাড়াতাড়ি শুটিং শুরু হবে। কলকাতার পাশাপাশি শুটিং হবে বোলপুর এবং দীঘায়।

'শ্লীলতাহানীর পর' ছবিটি প্রয়াত সাহিত্যিক মল্লিকা সেনগুপ্তর উপন্যাস অবলম্বনে তৈরি হতে চলেছে। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন সৌমিত্র চট্টোপাধ্যায়, শ্রীলা মজুমদার, দেবলীনা কুমার, রাহুল বন্দ্যোপাধ্যায় এবং মৌবনী সরকারের মতো অভিনেতা-অভিনেত্রীরা। ছবির প্রযোজক সোনাম মুভিস, সোনাম দাসের নিবেদিত।

ছবি সম্পর্কে রেশমি মিত্র বলেন, " এখন ভীষণ ব্যস্ততার মধ্যে চলছে। নাম শুনেই বুঝতে পারছেন বিষয়বস্তু কী হতে পারে। রোজই লাইমলাইটের ডাবিং আছে। খুব শিগগিরই শুরু হবে 'শ্লীলতাহানীর পর' ছবির শুটিং। মল্লিকা সেনগুপ্তর উপন্যাসটি অনেকদিন আগে পড়ি। তখনই ঠিক করেছিলাম এই বিষয়টি নিয়ে ছবি তৈরি করব। এই গল্পটি সমান অধিকারের কথা। আমাদের সমাজে এখনও ছেলেদের চেয়ে মেয়েদের অনেক কম গুরুত্ব দেওয়া হয়। সে যে ক্ষেত্রেই হোক। অপরাধের শাস্তি যেমন প্রয়োজন। ঠিক তেমনই প্রয়োজন মানসিকতার বদলের। মল্লিকাদির গল্পকে ছবিতে খুব একটা পরিবর্তন করিনি।"

পোস্টার
পোস্টার

কে সেই মেয়ের চরিত্র করছে জানতে চাওয়ায়, ETV Bharat-কে রেশমি বলেন, "ভিকটিমের চরিত্রে রয়েছেন দেবলীনা কুমার। একজন গায়কের চরিত্রে রয়েছেন রাহুল বন্দ্যোপাধ্যায়। এবং একজন রিটায়ার্ড শিক্ষকের চরিত্রে অভিনয় করছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। সৌমিত্রবাবু চরিত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত না থেকেও একজন শিক্ষক কীভাবে ছাত্র-ছাত্রীদের সঠিক ভাবে তৈরি করেন, সেটাও দেখানো হবে।"


এই বিষয়ে সৌমিত্র চট্টোপাধ্যায় বলেন, " মল্লিকার এই গল্পটা খুব জোরালো। আর স্ক্রিপ্টটাও খুব দামদার। মনে হয় ছবিটা ভালো হবে। দর্শকের ভালো লাগবে।"

রেশমি মিত্র
Intro:চলছে রেশমি মিত্রর ছবি লাইমলাইটের ডাবিং। এর মধ্যেই জানা গেল তাঁর পরিচালনায় আসতে চলেছে আরও একটি ছবি, শ্লীলতাহানীর পর। আজই ছবির শুভ মহুরত।খুব তাড়াতাড়ি শুটিং শুরু হবে। কলকাতার পাশাপাশি শুটিং হবে বোলপুর এবং দীঘায়।


Body:শ্লীলতাহানীর পর ছবিটি প্রয়াত সাহিত্যিক মল্লিকা সেনগুপ্তর উপন্যাস অবলম্বনে তৈরি হতে চলেছে। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন সৌমিত্র চট্টোপাধ্যায়, শ্রীলা মজুমদার, দেবলীনা কুমার, রাহুল বন্দ্যোপাধ্যায় এবং মৌবনী সরকারের মতো অভিনেতা-অভিনেত্রীরা। ছবির প্রযোজক সনাম মুভিস, সোনাম দাসের নিবেদিত।

ছবি সম্পর্কে রেশমি মিত্র বলেন, " এখন ভীষণ ব্যস্ততার মধ্যে চলছে। নাম শুনেই বুঝতে পারছেন বিষয়বস্তু কী হতে পারে। তাই রোজই লাইমলাইটের ডাবিং আছে। খুব শিগগিরই শুরু হবে শ্লীলতাহানীর পর ছবির শুটিং। মল্লিকা সেনগুপ্তর উপন্যাসটি অনেকদিন আগে পড়ি। তখনই ঠিক করেছিলাম এই বিষয়টি নিয়ে ছবি তৈরি করব। এই গল্পটি সমান অধিকারের কথা। আমাদের সমাজে এখনও ছেলেদের চেয়ে মেয়েদের অনেক কম গুরুত্ব দেওয়া হয়। সে যে ক্ষেত্রেই হোক। অপরাধের শাস্তি যেমন প্রয়োজন। ঠিক তেমনই প্রয়োজন মানসিকতার বদলের। মল্লিকাদির গল্পকে ছবিতে খুব একটা পরিবর্তন করিনি।"

কে সেই মেয়ের চরিত্র করছে জানতে চাওয়ায়, ইটিভি ভারতকে রেশমি বলেন, "ভিকটিমের চরিত্রে রয়েছেন দেবলীনা কুমার। একজন গায়কের চরিত্রে রয়েছেন রাহুল বন্দ্যোপাধ্যায়। এবং একজন রিটায়ার্ড শিক্ষকের চরিত্রে অভিনয় করছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। সৌমিত্রবাবু চরিত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত না থেকেও একজন শিক্ষক কীভাবে ছাত্র-ছাত্রীদের সঠিক ভাবে তৈরি করেন, সেটাও দেখানো হবে।"






Conclusion:এবিষয়ে সৌমিত্র চট্টোপাধ্যায় বলেন, " মল্লিকার এই গল্পটা খুব জোরালো। আর স্ক্রিপ্টটাও খুব দামদার। মনে হয় ছবিটা ভালো হবে। দর্শকের ভালো লাগবে।"
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.