ETV Bharat / sitara

ফোনে কী কথা হল মানালি-অপরাজিতার ? - aparajita adhya

'লকডাউন শর্টস'-এর প্রথম শর্টফিল্মের নাম 'হিং'। অভিনয় করেছেন অপরাজিতা আঢ্য এবং মানালি মনীষা দে । ছবিতে দু'জনকেই ফোনে কথা বলতে দেখা গিয়েছে ।

df
fsd
author img

By

Published : Apr 16, 2020, 3:15 PM IST

কলকাতা : বাড়ি থেকে বাইরে বের হতে পারছেন না কেউই । তাও চুপ করে বাড়িতে বসে নেই অনেক তারকাই । বাড়ি থেকেই চালিয়ে যাচ্ছেন অভিনয়ের কাজ । কেউ অনলাইন নাটক রেকর্ড করছেন, কেউ বা গান গাইছেন । অনেকেই বানিয়ে ফেলেছেন শর্টফিল্ম । আর এই সময়ের অন্যতম প্রযোজনা সংস্থা 'উইন্ডোজ়' আনছে 'লকডাউন শর্টস'। সামনে এল 'লকডাউন শর্টস'-এর প্রথম শর্টফিল্মের বিষয়বস্তু ।

sdf
.

'লকডাউন শর্টস'-এর প্রথম শর্টফিল্মের নাম 'হিং'। আর কয়েক ঘণ্টার মধ্যে, অর্থাৎ আজ ঠিক বিকেল 5টায় সোশাল মিডিয়ার পেজ়ে দেখা যাবে এই শর্ট ফিল্মটি । উইন্ডোজ়ের তরফে এ প্রসঙ্গে বলা হয়েছে, "এই শর্ট ফিল্মে অভিনয় করেছেন অপরাজিতা আঢ্য এবং মানালি মনীষা দে । দু'জনেই ফোনে কথা বলছে সেখানে । গল্পটা জিনিয়া সেনের, যিনি প্রযোজনা সংস্থার 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি' ছবির গল্প লিখেছেন । ছবিতে সংগীত নির্মাণ করেছেন প্রবুদ্ধ ব্যানার্জি । এর কোনও নির্দিষ্ট পরিচালক নেই । টিম উইন্ডোজ়ই মিলেঝুলে পরিচালনার দায়িত্ব সামলেছে । পুরো শুটিংটা যে যাঁর নিজের বাড়িতে বসে করেছেন ।"

sdf
.

মানালি এবং অপরাজিতাকে এই প্রযোজনা সংস্থারই 'প্রাক্তন' ছবিতে একসঙ্গে কাজ করতে দেখা গিয়েছিল । এবার তাঁরা একসঙ্গে, তবে দেখা না করেই কাজ করলেন এই শর্টফিল্মে । বিনোদনের পাশাপাশি এই ছবির মাধ্যমে রাজ্য এবং দেশের মানুষকে বারবারই বাড়িতে থাকার অনুরোধ করা হচ্ছে ।

কলকাতা : বাড়ি থেকে বাইরে বের হতে পারছেন না কেউই । তাও চুপ করে বাড়িতে বসে নেই অনেক তারকাই । বাড়ি থেকেই চালিয়ে যাচ্ছেন অভিনয়ের কাজ । কেউ অনলাইন নাটক রেকর্ড করছেন, কেউ বা গান গাইছেন । অনেকেই বানিয়ে ফেলেছেন শর্টফিল্ম । আর এই সময়ের অন্যতম প্রযোজনা সংস্থা 'উইন্ডোজ়' আনছে 'লকডাউন শর্টস'। সামনে এল 'লকডাউন শর্টস'-এর প্রথম শর্টফিল্মের বিষয়বস্তু ।

sdf
.

'লকডাউন শর্টস'-এর প্রথম শর্টফিল্মের নাম 'হিং'। আর কয়েক ঘণ্টার মধ্যে, অর্থাৎ আজ ঠিক বিকেল 5টায় সোশাল মিডিয়ার পেজ়ে দেখা যাবে এই শর্ট ফিল্মটি । উইন্ডোজ়ের তরফে এ প্রসঙ্গে বলা হয়েছে, "এই শর্ট ফিল্মে অভিনয় করেছেন অপরাজিতা আঢ্য এবং মানালি মনীষা দে । দু'জনেই ফোনে কথা বলছে সেখানে । গল্পটা জিনিয়া সেনের, যিনি প্রযোজনা সংস্থার 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি' ছবির গল্প লিখেছেন । ছবিতে সংগীত নির্মাণ করেছেন প্রবুদ্ধ ব্যানার্জি । এর কোনও নির্দিষ্ট পরিচালক নেই । টিম উইন্ডোজ়ই মিলেঝুলে পরিচালনার দায়িত্ব সামলেছে । পুরো শুটিংটা যে যাঁর নিজের বাড়িতে বসে করেছেন ।"

sdf
.

মানালি এবং অপরাজিতাকে এই প্রযোজনা সংস্থারই 'প্রাক্তন' ছবিতে একসঙ্গে কাজ করতে দেখা গিয়েছিল । এবার তাঁরা একসঙ্গে, তবে দেখা না করেই কাজ করলেন এই শর্টফিল্মে । বিনোদনের পাশাপাশি এই ছবির মাধ্যমে রাজ্য এবং দেশের মানুষকে বারবারই বাড়িতে থাকার অনুরোধ করা হচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.