কলকাতা, 25 মার্চ: মূল্যবোধের পতনে গুলি চালিয়ে নৈতিক হত্যা ! ক্যাপ বন্দুকে গুলি ভরে তৈরি কৌশিক, সৌরভ, তন্নিষ্ঠারা (new Bengali cinema)। আসছে কৌশিক করের নতুন ছবি 'ফটাস' (Koushik Kar's new film Fotas)। এই ছবির গল্পের মধ্যে দিয়ে সমাজের কিছু নির্মম সত্য দর্শকের সামনে তুলে ধরতে চলেছেন কৌশিক ।
কৌশিককে এর আগে বহু থিয়েটার ও ছবিতে অভিনেতা হিসেবে দেখেছে দর্শক । থিয়েটার এবং বাংলা বিনোদন জগতে তিনি এক অত্যন্ত পরিচিত মুখ । 'পর্ণমোচি' ও 'চিপকলি'র পর তৃতীয়বার ছবি পরিচালনায় কৌশিক । 'ফটাস' ছবির মধ্য দিয়ে দেখানো হবে কীভাবে অনৈতিক মানুষকে নৈতিকতার শিক্ষা দেওয়ার জন্য তার প্রতি এক ধরনের জেহাদ ঘোষণা করে ছবির প্ৰোটাগনিস্ট ।
এই ছবির বিষয়ে বলতে গিয়ে কৌশিক কর জানিয়েছেন, ফটাস গল্পে গুলি চলবে অনেক, কিন্তু একটাও বডি পড়বে না । গল্পের প্রোটাগনিস্ট দুষ্টের দমন করে তাকে নৈতিক হত্যার মাধ্যমে । তার হাতে গুলি চলে, কিন্তু তা ক্যাপ বন্দুকে । বিপ্লব, প্রেম, রাজনীতি ও পরিবর্তিত অর্থনীতির কারণে আমাদের দৈনন্দিন জীবনের মূল্যবোধ ও বাস্তব অভিজ্ঞতার দ্বন্দ্ব নিয়েই স্যাটায়ার বা ডার্ক কমেডির চলনে এই ছবি নির্মিত হচ্ছে ।"
আরও পড়ুন: Salman Khan New Film : 'গডফাদার'-এর শ্যুটিংয়ের কাজ শেষ করলেন ভাইজান
ছবিতে নাম ভূমিকায় রয়েছেন কৌশিক কর নিজেই (shooting of Fotas)। তাঁর স্ত্রী তন্দ্রার ভূমিকায় দেখা যাবে তন্নিষ্ঠাকে ৷ সৌরভ চক্রবর্তীকে এই ছবিতে দেখা যাবে শঙ্করের ভূমিকায় । ফটাসের বাল্যবন্ধুর চরিত্রে বেশ ভিন্ন রূপে ছবিতে ধরা দিতে চলেছেন সৌরভ । এ ছাড়াও থাকছে অমিত সাহা-সহ আরও অনেক চেনা ও নতুন মুখ । অতএব বোঝাই যাচ্ছে যে, এই ছবির মধ্যে দিয়ে সামাজিক এক ভীষণ গভীর সত্যকে কমেডির মোড়কে তুলে ধরতে চেয়েছেন পরিচালক কৌশিক কর ।
বেশ কিছু বড় চমক থাকছে এই ছবির কাস্টে (shooting of koushik kars new film fotas to start soon)। যা পরবর্তীকালে ধীরে ধীরে জানা যাবে বলে জানিয়েছেন পরিচালক কৌশিক । ওয়ার্কশপের মাধ্যমে বেছে নেওয়া হবে বেশ কিছু নতুন অভিনেতাদেরও, আগামী দিনে যা এই ছবির সম্পদ হয়ে উঠতে পারে । কিছু কাস্টিং নিয়ে এখনও দেখাশোনা চলছে বলে জানা গিয়েছে ।
এই ছবিতে চারটি গান রয়েছে । কিছু রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও লালন সাঁইয়ের গান অভিনব ভাবে ব্যবহার করা হয়েছে । তবে এ ক্ষেত্রে চমকপ্রদ বিষয়টি হল, এই ছবির গানগুলি গাইবেন ছবির অভিনেতারাই । ছবিতে সৌরভ চক্রবর্তীকে দেখা যাবে একেবারেই গৎ ভাঙা একটি চরিত্রে ।
আরও পড়ুন: Abir Chattarjee New Films : ডাবল ধামাকা ! সোনাদা ব্য়োমকেশ নিয়ে পর্দায় হাজির হচ্ছেন আবির
পরিচালক কৌশিক কর জানিয়েছেন যে, সৌরভের যে একেবারে গুড বয় বা রোম্যান্টিক ইমেজটি রয়েছে, সেই ইমেজটি ভেঙে তাঁকে একদম অন্য রকম একটি চরিত্রে দেখা যাবে 'ফটাস' ছবিতে । খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে 'ফটাস' ছবির শ্যুটিং ।