ETV Bharat / sitara

Shiboprosad Mukherjee: সৌমিত্র-স্বাতীলেখার বেলাশুরু-সহ চারটি ছবির মুক্তির দিন ঘোষণা শিবপ্রসাদের - হামি 2

প্রকাশ্যে এল 2022-এর চারটি ভিন্ন স্বাদের বাংলা ছবির মুক্তির দিন ৷ পরিচালক-প্রযোজক শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) ফেসবুকে ঘোষণা করেছেন উইন্ডোজ প্রোডাকশন্সের 'বাবা বেবি ও...', 'বেলাশুরু' (Belashuru), 'লক্ষ্মী ছেলে', 'হামি 2'৷

Shiboprosad Mukherjee announced release date of 4 films including Belashuru
বেলাশুরু-সহ চারটি ছবির মুক্তির দিন ঘোষণা শিবপ্রসাদের
author img

By

Published : Nov 16, 2021, 5:22 PM IST

কলকাতা, 16 নভেম্বর: একটি নয়, দুটি নয়, তিনটি নয়, পাক্কা চার চারটি ছবির মুক্তির দিন ঘোষণা করলেন পরিচালক-প্রযোজক শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee)। সবক'টিই আসছে 'উইন্ডোজ প্রোডাকশন্স'-এর হাত ধরে । তবে, পরিচালকের নামে রয়েছে বিভিন্নতা ।

2022-এ শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় দর্শকদের জন্য নিয়ে আসছেন চারটি ভিন্ন স্বাদের ছবি । সেগুলির মুক্তির দিনও সামাজিক মাধ্যমে প্রকাশ করে ফেলেছেন শিবপ্রসাদ ৷ 4 ফেব্রুয়ারি আসছে 'বাবা বেবি ও...', 'বেলাশুরু' (Belashuru) আসছে 20 মে, 'লক্ষ্মী ছেলে' আসছে 17 জুন আর 'হামি 2' আসছে 23 ডিসেম্বর ।

'বাবা বেবি ও..' পরিচালক অরিত্র মুখোপাধ্যায়, 'লক্ষ্মী ছেলে'র পরিচালনা করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায় ৷ আর 'বেলাশুরু' এবং 'হামি 2'র পরিচালনায় শিবপ্রসাদ মুখোপাধ্যায় । উল্লেখ্য, 'বেলাশুরু'র মুখ্য দুই কুশীলব সৌমিত্র চট্টোপাধ্যায় এবং স্বাতীলেখা সেনগুপ্তর সঙ্গে উইন্ডোজের শেষ কাজ এটাই ।

আরও পড়ুন: Pooja Dadlani: দ্বিতীয় সমনও এড়ালেন শাহরুখের ম্যানেজার পূজা দাদলানি

বর্তমানে প্রেক্ষাগৃহ খুলেছে ঠিকই, তবে মানুষ সামান্য হলেও সিনেমা হলে যেতে ভয় পাচ্ছেন ৷ সেই সময়ে দাঁড়িয়ে চার চারটি ছবি নিয়ে আসছে উইন্ডোজ । কতটা ঝুঁকি নেওয়া হল বলে মনে হয় ? ইটিভি ভারতের তরফে জানতে চাওয়া হলে সংস্থার তরফে জিনিয়া সেন বলেন, "আমার মনে হয় এখনও বেশ কয়েক মাস বাকি আছে ছবিগুলো প্রেক্ষাগৃহে আসতে । চিকিৎসকরা এবং আমাদের পরিচিতরা বারবারই বলছেন, যদি কোভিড প্রোটোকল আমরা মেনে চলি, তা হলে কোনও চিন্তা নেই । যেহেতু ছবিগুলি রিলিজ করতে আরও কিছুদিন সময় হাতে আছে, তাই আমার মনে হয় ততদিনে আমরা অনেকটাই স্বাভাবিক ছন্দে ফিরব । আমরা আশাবাদী, মানুষ অত্যন্ত আনন্দের সঙ্গে নিশ্চিন্তে প্রেক্ষাগৃহে গিয়ে ছবিগুলো দেখবেন । এবং প্রত্যেকটা ভিন্ন স্বাদের ছবি এনজয় করবেন ।"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: Soumitra Chatterjee : অপু থেকে উদয়ন মাস্টার, ফেলুদা থেকে ক্ষিতদা - সৌমিত্র একটা প্রতিষ্ঠান

বলা বাহুল্য, সিনেমাপিপাসু দর্শক-মন সর্বদাই উদগ্রীব থাকে 'উইন্ডোজ'-এর তরফে কোন ছবি কবে আসছে তা নিয়ে । এই ছবিগুলির নাম আগেই জেনে গিয়েছিল দর্শক । কিন্তু করোনার দাপাদাপিতে ছবিগুলি কবে মুক্তি পাবে তার কোনও সঠিক খবর ছিল না । অপেক্ষার অবসান হল । জানা গেল দিনক্ষণ । চাই শুধু সাবধানতা । তাহলেই লুটেপুটে নেওয়া যাবে বিনোদনের পসরা ।

আরও পড়ুন: 'বেলাশুরু' আর দেখে যেতে পারলেন না সৌমিত্রদা : শিবপ্রসাদ মুখোপাধ্যায়

কলকাতা, 16 নভেম্বর: একটি নয়, দুটি নয়, তিনটি নয়, পাক্কা চার চারটি ছবির মুক্তির দিন ঘোষণা করলেন পরিচালক-প্রযোজক শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee)। সবক'টিই আসছে 'উইন্ডোজ প্রোডাকশন্স'-এর হাত ধরে । তবে, পরিচালকের নামে রয়েছে বিভিন্নতা ।

2022-এ শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় দর্শকদের জন্য নিয়ে আসছেন চারটি ভিন্ন স্বাদের ছবি । সেগুলির মুক্তির দিনও সামাজিক মাধ্যমে প্রকাশ করে ফেলেছেন শিবপ্রসাদ ৷ 4 ফেব্রুয়ারি আসছে 'বাবা বেবি ও...', 'বেলাশুরু' (Belashuru) আসছে 20 মে, 'লক্ষ্মী ছেলে' আসছে 17 জুন আর 'হামি 2' আসছে 23 ডিসেম্বর ।

'বাবা বেবি ও..' পরিচালক অরিত্র মুখোপাধ্যায়, 'লক্ষ্মী ছেলে'র পরিচালনা করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায় ৷ আর 'বেলাশুরু' এবং 'হামি 2'র পরিচালনায় শিবপ্রসাদ মুখোপাধ্যায় । উল্লেখ্য, 'বেলাশুরু'র মুখ্য দুই কুশীলব সৌমিত্র চট্টোপাধ্যায় এবং স্বাতীলেখা সেনগুপ্তর সঙ্গে উইন্ডোজের শেষ কাজ এটাই ।

আরও পড়ুন: Pooja Dadlani: দ্বিতীয় সমনও এড়ালেন শাহরুখের ম্যানেজার পূজা দাদলানি

বর্তমানে প্রেক্ষাগৃহ খুলেছে ঠিকই, তবে মানুষ সামান্য হলেও সিনেমা হলে যেতে ভয় পাচ্ছেন ৷ সেই সময়ে দাঁড়িয়ে চার চারটি ছবি নিয়ে আসছে উইন্ডোজ । কতটা ঝুঁকি নেওয়া হল বলে মনে হয় ? ইটিভি ভারতের তরফে জানতে চাওয়া হলে সংস্থার তরফে জিনিয়া সেন বলেন, "আমার মনে হয় এখনও বেশ কয়েক মাস বাকি আছে ছবিগুলো প্রেক্ষাগৃহে আসতে । চিকিৎসকরা এবং আমাদের পরিচিতরা বারবারই বলছেন, যদি কোভিড প্রোটোকল আমরা মেনে চলি, তা হলে কোনও চিন্তা নেই । যেহেতু ছবিগুলি রিলিজ করতে আরও কিছুদিন সময় হাতে আছে, তাই আমার মনে হয় ততদিনে আমরা অনেকটাই স্বাভাবিক ছন্দে ফিরব । আমরা আশাবাদী, মানুষ অত্যন্ত আনন্দের সঙ্গে নিশ্চিন্তে প্রেক্ষাগৃহে গিয়ে ছবিগুলো দেখবেন । এবং প্রত্যেকটা ভিন্ন স্বাদের ছবি এনজয় করবেন ।"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: Soumitra Chatterjee : অপু থেকে উদয়ন মাস্টার, ফেলুদা থেকে ক্ষিতদা - সৌমিত্র একটা প্রতিষ্ঠান

বলা বাহুল্য, সিনেমাপিপাসু দর্শক-মন সর্বদাই উদগ্রীব থাকে 'উইন্ডোজ'-এর তরফে কোন ছবি কবে আসছে তা নিয়ে । এই ছবিগুলির নাম আগেই জেনে গিয়েছিল দর্শক । কিন্তু করোনার দাপাদাপিতে ছবিগুলি কবে মুক্তি পাবে তার কোনও সঠিক খবর ছিল না । অপেক্ষার অবসান হল । জানা গেল দিনক্ষণ । চাই শুধু সাবধানতা । তাহলেই লুটেপুটে নেওয়া যাবে বিনোদনের পসরা ।

আরও পড়ুন: 'বেলাশুরু' আর দেখে যেতে পারলেন না সৌমিত্রদা : শিবপ্রসাদ মুখোপাধ্যায়

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.