ETV Bharat / sitara

Aparajita first look: বাবা-মেয়ের সম্পর্কের টানাপোড়েনের গল্প শোনাবেন শান্তিলাল-তুহিনা - শান্তিলাল মুখোপাধ্যায়

'অপরাজিতা' (Aparajita)-তে বাবা-মেয়ের সম্পর্কের (father daughter relationship) টানাপোড়েনের গল্প শোনাবেন শান্তিলাল মুখোপাধ্যায় (Shantilal Mukherjee) ও তুহিনা দাস (Tuhina Das)।

Shantilal Mukherjee Tuhina Das to act as father daughter in Aparajita, first look releases
বাবা-মেয়ের সম্পর্কের টানাপোড়েনের গল্প শোনাবেন শান্তিলাল-তুহিনা
author img

By

Published : Dec 28, 2021, 3:37 PM IST

কলকাতা, 28 ডিসেম্বর: বাবা-মেয়ের সম্পর্কের (father daughter relationship) টানাপোড়েনের গল্প আসতে চলেছে বড় পর্দায় । বাবার চরিত্রে শান্তিলাল মুখোপাধ্যায় (Shantilal Mukherjee)। মেয়ের চরিত্রে তুহিনা দাস (Tuhina Das)। ছবি 'অপরাজিতা' (Aparajita)। সামনে এল ফার্স্ট লুক ৷

অপরাজিতা এবং তার বাবা কেউ কারওর সঙ্গে কথা বলে না । এক বাড়িতে থাকে তারা । দু‘জনের মধ্যেই চলে ইগোর লড়াই । শুধুমাত্র একটি ডায়েরিই তাদের দুজনের কথা বলার মাধ্যম । অপরাজিতা (Aparajita first look) স্বাধীনচেতা একটি মেয়ে । সে একটি কর্পোরেট কোম্পানিতে কাজ করে । বয়ফ্রেন্ড সাহেবের কাছে সে তার রাগ, দুঃখ, অভিমান উগড়ে দেয় । অপরাজিতার বড় দিদি আমেরিকায় থাকে । সাহেব বা তার দিদি কেউই অপরাজিতার সঙ্গে তার বাবার সম্পর্ক ঠিক করতে পারে না । গল্প যত এগোয় বাবা-মেয়ের সম্পর্ক তত জটিল হয়ে উঠতে থাকে । শেষমেশ এই সম্পর্কের পরিণতি কী হয় তাই নিয়েই এই ছবি ।

Shantilal Mukherjee Tuhina Das to act as father daughter in Aparajita, first look releases
অপরাজিতার ফার্স্ট লুক

সাহেব, অপরাজিতার দিদি, তাদের পরিবারের ঘনিষ্ঠ ডাক্তার কেউ কি পারবে বাপ-মেয়ের মধ্যের এই দূরত্ব ঘুচিয়ে দিতে ? জানা যাবে ছবির মুক্তির পর ।
অপরাজিতার চরিত্রে তুহিনা দাস, বাবার চরিত্রে শান্তিলাল মুখোপাধ্যায়, বয়ফ্রেন্ডের চরিত্রে দেবতনু, পরিবারের ঘনিষ্ঠ ডাক্তার রানা বসু ঠাকুর, দিদির চরিত্রে অমৃতা দে । ছবির প্রযোজক অমৃতা দে । তিনি গানও গেয়েছেন ছবিতে । ছবির গল্প, চিত্রনাট্য, সংলাপ এবং পরিচালনা সবই রোহন সেনের । সঙ্গীত পরিচালনায় রয়েছেন কৃষ্ণেন্দু রাজ আচার্য । গান গেয়েছেন অনুপম রায়, অমৃতা দে ৷ গীতিকার রাজ সেন, কৃষ্ণেন্দু রাজ আচার্য এবং রোহন সেন । ডিরেক্টর অফ ফটোগ্রাফিতে রিপন হোসেন । সম্পাদনায় সায়ন্তন নাগ । কার্যনির্বাহী প্রযোজনায় দেবার্ঘ মুখোপাধ্যায় ।

আরও পড়ুন: Srijani Mitra in hindi web series: হিন্দি ওয়েব সিরিজে মাওবাদীর চরিত্রে সৃজনী

Shantilal Mukherjee Tuhina Das to act as father daughter in Aparajita, first look releases
অপরাজিতায় তুহিনা

ছবি প্রসঙ্গে পরিচালক রোহন সেন ইটিভি ভারতকে বলেন, "'অপরাজিতা' আমাদের কাছে খুব স্পেশাল । আশা করি দর্শকের কাছেও স্পেশাল হয়ে থেকে যাবে । বাবা-মেয়ের সম্পর্ক এ রকম ভাবে সম্ভবত বাংলা ছবিতে এর আগে দেখানো হয়নি । বাবা-মেয়ের এহেন সম্পর্কের একটা যুক্তিসঙ্গত কারণ আছে । দেখলে জানতে পারবেন । বাবার জন্য মেয়ে রুটিন লিখে রেখে যায় । বাবা কাজটা করার পর ডায়েরিতে টিক দিয়ে দেয় । কিন্তু বাবা তার মেয়ের লিখে রাখা রুটিন পালন করে নাকি শুধুই টিক দিয়ে দেয় সেটাই দেখার এই ছবিতে । দিদিও বাবা-মেয়ের সম্পর্ক ঠিক করার চেষ্টা করে । এ ক্ষেত্রে পারিবারিক ডাক্তার এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । বাকিটা আর বলব না । সবাই খুব ভাল কাজ করেছে ।"

আরও পড়ুন: Ranita Das in horror comedy Manihara: সৌপ্তিকের হরর কমেডিতে রনিতা, আসছে মণিহারা

Shantilal Mukherjee Tuhina Das to act as father daughter in Aparajita, first look releases
একটি দৃশ্যের ছবি

এই ইউনিটের সঙ্গে কাজ করে বেশ খুশি ছবির প্রযোজক, অভিনেত্রী তথা গায়িকা অমৃতা দে । ইটিভি ভারতকে সেই কথা নিজেই জানিয়েছেন তিনি।

কলকাতা, 28 ডিসেম্বর: বাবা-মেয়ের সম্পর্কের (father daughter relationship) টানাপোড়েনের গল্প আসতে চলেছে বড় পর্দায় । বাবার চরিত্রে শান্তিলাল মুখোপাধ্যায় (Shantilal Mukherjee)। মেয়ের চরিত্রে তুহিনা দাস (Tuhina Das)। ছবি 'অপরাজিতা' (Aparajita)। সামনে এল ফার্স্ট লুক ৷

অপরাজিতা এবং তার বাবা কেউ কারওর সঙ্গে কথা বলে না । এক বাড়িতে থাকে তারা । দু‘জনের মধ্যেই চলে ইগোর লড়াই । শুধুমাত্র একটি ডায়েরিই তাদের দুজনের কথা বলার মাধ্যম । অপরাজিতা (Aparajita first look) স্বাধীনচেতা একটি মেয়ে । সে একটি কর্পোরেট কোম্পানিতে কাজ করে । বয়ফ্রেন্ড সাহেবের কাছে সে তার রাগ, দুঃখ, অভিমান উগড়ে দেয় । অপরাজিতার বড় দিদি আমেরিকায় থাকে । সাহেব বা তার দিদি কেউই অপরাজিতার সঙ্গে তার বাবার সম্পর্ক ঠিক করতে পারে না । গল্প যত এগোয় বাবা-মেয়ের সম্পর্ক তত জটিল হয়ে উঠতে থাকে । শেষমেশ এই সম্পর্কের পরিণতি কী হয় তাই নিয়েই এই ছবি ।

Shantilal Mukherjee Tuhina Das to act as father daughter in Aparajita, first look releases
অপরাজিতার ফার্স্ট লুক

সাহেব, অপরাজিতার দিদি, তাদের পরিবারের ঘনিষ্ঠ ডাক্তার কেউ কি পারবে বাপ-মেয়ের মধ্যের এই দূরত্ব ঘুচিয়ে দিতে ? জানা যাবে ছবির মুক্তির পর ।
অপরাজিতার চরিত্রে তুহিনা দাস, বাবার চরিত্রে শান্তিলাল মুখোপাধ্যায়, বয়ফ্রেন্ডের চরিত্রে দেবতনু, পরিবারের ঘনিষ্ঠ ডাক্তার রানা বসু ঠাকুর, দিদির চরিত্রে অমৃতা দে । ছবির প্রযোজক অমৃতা দে । তিনি গানও গেয়েছেন ছবিতে । ছবির গল্প, চিত্রনাট্য, সংলাপ এবং পরিচালনা সবই রোহন সেনের । সঙ্গীত পরিচালনায় রয়েছেন কৃষ্ণেন্দু রাজ আচার্য । গান গেয়েছেন অনুপম রায়, অমৃতা দে ৷ গীতিকার রাজ সেন, কৃষ্ণেন্দু রাজ আচার্য এবং রোহন সেন । ডিরেক্টর অফ ফটোগ্রাফিতে রিপন হোসেন । সম্পাদনায় সায়ন্তন নাগ । কার্যনির্বাহী প্রযোজনায় দেবার্ঘ মুখোপাধ্যায় ।

আরও পড়ুন: Srijani Mitra in hindi web series: হিন্দি ওয়েব সিরিজে মাওবাদীর চরিত্রে সৃজনী

Shantilal Mukherjee Tuhina Das to act as father daughter in Aparajita, first look releases
অপরাজিতায় তুহিনা

ছবি প্রসঙ্গে পরিচালক রোহন সেন ইটিভি ভারতকে বলেন, "'অপরাজিতা' আমাদের কাছে খুব স্পেশাল । আশা করি দর্শকের কাছেও স্পেশাল হয়ে থেকে যাবে । বাবা-মেয়ের সম্পর্ক এ রকম ভাবে সম্ভবত বাংলা ছবিতে এর আগে দেখানো হয়নি । বাবা-মেয়ের এহেন সম্পর্কের একটা যুক্তিসঙ্গত কারণ আছে । দেখলে জানতে পারবেন । বাবার জন্য মেয়ে রুটিন লিখে রেখে যায় । বাবা কাজটা করার পর ডায়েরিতে টিক দিয়ে দেয় । কিন্তু বাবা তার মেয়ের লিখে রাখা রুটিন পালন করে নাকি শুধুই টিক দিয়ে দেয় সেটাই দেখার এই ছবিতে । দিদিও বাবা-মেয়ের সম্পর্ক ঠিক করার চেষ্টা করে । এ ক্ষেত্রে পারিবারিক ডাক্তার এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । বাকিটা আর বলব না । সবাই খুব ভাল কাজ করেছে ।"

আরও পড়ুন: Ranita Das in horror comedy Manihara: সৌপ্তিকের হরর কমেডিতে রনিতা, আসছে মণিহারা

Shantilal Mukherjee Tuhina Das to act as father daughter in Aparajita, first look releases
একটি দৃশ্যের ছবি

এই ইউনিটের সঙ্গে কাজ করে বেশ খুশি ছবির প্রযোজক, অভিনেত্রী তথা গায়িকা অমৃতা দে । ইটিভি ভারতকে সেই কথা নিজেই জানিয়েছেন তিনি।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.