ETV Bharat / sitara

Shamita Shetty: বিগ বস ওটিটি থেকে ঘরে ফিরে শিল্পার আদরে শমিতা - শিল্পা শেট্টির ছবি

বিগ বস ওটিটির (Bigg Boss OTT) আসর শেষ ৷ দীর্ঘ 40 দিন সেখানে কাটিয়ে ঘরে ফিরলেন শমিতা শেট্টি (Shamita Shetty)৷ ছোট বোনকে উষ্ণ অভ্যর্থনা জানালেন শিল্পা শেট্টি (Shilpa Shetty) ৷

shamita-shetty-returns-home-after-bigg-boss-ott-gets-tight-squeeze-from-shilpa-see-pics
বিগ বস ওটিটি থেকে ঘরে ফিরে শিল্পার আদরে শমিতা
author img

By

Published : Sep 19, 2021, 7:57 PM IST

হায়দরাবাদ, 19 সেপ্টেম্বর : বিগ বস ওটিটি (Bigg Boss OTT)-তে নিজের উজ্জ্বল উপস্থিতির নিদর্শন রেখে বহুদিন পর ঘরে ফিরলেন অভিনেত্রী শমিতা শেট্টি (Shamita Shetty)৷ ছোট বোনকে উষ্ণ অভ্যর্থনায় ভরিয়ে দিলেন দিদি শিল্পা (Shilpa Shetty)৷ অনেক দিন পর দুই বোনের কাছাকাছি আসার মুহূর্তটিকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন হাঙ্গামা 2 স্টার ৷

রবিবার নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে শমিতার সঙ্গে তাঁর তিনটি ছবি পোস্ট করেন শিল্পা শেট্টি ৷ বিগ বস ওটিটির কারণে 40 দিন বাড়ি ফেরেননি শমিতা ৷ দীর্ঘ বিরতির পর আবারও বোনকে কাছে পেয়ে তিনি যারপরনাই আহ্লাদিত ৷ পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, "এবং আমার টুঙ্কি ফিরে এসেছে...ইয়েয়েয়ে ৷ এই শক্ত করে আঁকড়ে ধরা থেকে নিজেকে বের করতে পারবে না তুমি ৷ বাড়িতে তোমায় স্বাগত ৷"

দিনকয়েক আগেই পর্ন মামলায় গ্রেফতার হয়েছেন শমিতা শেট্টির জামাইবাবু রাজ কুন্দ্রা (Raj Kundra)৷ এ ছাড়াও বিগ বস ওটিটির ঘরে রাকেশ বাপাতের (Raqesh Bapat) সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়ানো ৷ সবমিলিয়ে মাঝেমধ্যেই খবরের শিরোনামে দেখা যাচ্ছে শিল্পা শেট্টির বোনকে ৷ বিগ বস ওটিটিতে শমিতা-রাকেশের ঘনিষ্ঠতা নিয়ে গুঞ্জন চলছিলই ৷ একটি এপিসোডে রাকেশ স্বীকারও করে নেন যে, তিনি শমিতার প্রেমে পড়েছেন ৷ এই শোয়ের পরও তাঁরা এই সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চান ৷ বিগ বস ওটিটির আসরে গিয়ে শমিতার মাও রাকেশের সঙ্গে এই সম্পর্ককে সম্মতির চোখেই দেখেছেন বলে মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন: Big Boss OTT : প্রথম সংস্করণের বিজয়ী দিব্যা আগরওয়াল

ফাইনালের রাতে খেলা থেকে বাদ পড়েন রাকেশ ৷ শমিতা সেকেন্ড রানার-আপ হয়েছেন ৷ ফার্স্ট রানার-আপ হয়েছেন সুপার ডান্সার থ্রি, ঝলক দিখলা যা খ্যাত কোরিয়োগ্রাফার নিশান্ত ভাট ৷ আর এই রিয়েলিটি শো-এর প্রথম সংস্করণের ট্রফি জিতে নিয়েছেন দিব্যা আগরওয়াল (Divya Agarwal) ৷ ট্রফির সঙ্গে তিনি পেয়েছেন 25 লাখ টাকার আর্থিক পুরস্কার ৷

আরও পড়ুন : Bigg Boss OTT: শমিতা-রাকেশের প্রেম নিয়ে মুখ খুললেন প্রাক্তন স্ত্রী রিধি

শো শুরুর প্রথমদিকে দিব্যার সঙ্গে শমিতা শেট্টির ভাল বন্ধুত্ব চোখে পড়েছিল ৷ কিন্তু শো যত এগিয়েছে ততই দিব্যা-শমিতার সম্পর্ক তিক্ত হয়েছে ৷ নিশান্ত ভাট, রাকেশ বাপাত, প্রতীক সেহজপাল ছাড়াও বিভিন্ন প্রতিযোগীর সঙ্গে দিব্যার মনোমালিন্য হয়েছে ৷ বিগ বস ওটিটি-র ঘরে ভাল বন্ধু না-থাকাটা দিব্যা আগরওয়ালের সবচেয়ে বড় দুর্বলতা বলে মনে করা হচ্ছিল ৷ কিন্তু একা খেলে বাজিমাত করেন সেই দিব্যাই ৷

হায়দরাবাদ, 19 সেপ্টেম্বর : বিগ বস ওটিটি (Bigg Boss OTT)-তে নিজের উজ্জ্বল উপস্থিতির নিদর্শন রেখে বহুদিন পর ঘরে ফিরলেন অভিনেত্রী শমিতা শেট্টি (Shamita Shetty)৷ ছোট বোনকে উষ্ণ অভ্যর্থনায় ভরিয়ে দিলেন দিদি শিল্পা (Shilpa Shetty)৷ অনেক দিন পর দুই বোনের কাছাকাছি আসার মুহূর্তটিকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন হাঙ্গামা 2 স্টার ৷

রবিবার নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে শমিতার সঙ্গে তাঁর তিনটি ছবি পোস্ট করেন শিল্পা শেট্টি ৷ বিগ বস ওটিটির কারণে 40 দিন বাড়ি ফেরেননি শমিতা ৷ দীর্ঘ বিরতির পর আবারও বোনকে কাছে পেয়ে তিনি যারপরনাই আহ্লাদিত ৷ পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, "এবং আমার টুঙ্কি ফিরে এসেছে...ইয়েয়েয়ে ৷ এই শক্ত করে আঁকড়ে ধরা থেকে নিজেকে বের করতে পারবে না তুমি ৷ বাড়িতে তোমায় স্বাগত ৷"

দিনকয়েক আগেই পর্ন মামলায় গ্রেফতার হয়েছেন শমিতা শেট্টির জামাইবাবু রাজ কুন্দ্রা (Raj Kundra)৷ এ ছাড়াও বিগ বস ওটিটির ঘরে রাকেশ বাপাতের (Raqesh Bapat) সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়ানো ৷ সবমিলিয়ে মাঝেমধ্যেই খবরের শিরোনামে দেখা যাচ্ছে শিল্পা শেট্টির বোনকে ৷ বিগ বস ওটিটিতে শমিতা-রাকেশের ঘনিষ্ঠতা নিয়ে গুঞ্জন চলছিলই ৷ একটি এপিসোডে রাকেশ স্বীকারও করে নেন যে, তিনি শমিতার প্রেমে পড়েছেন ৷ এই শোয়ের পরও তাঁরা এই সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চান ৷ বিগ বস ওটিটির আসরে গিয়ে শমিতার মাও রাকেশের সঙ্গে এই সম্পর্ককে সম্মতির চোখেই দেখেছেন বলে মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন: Big Boss OTT : প্রথম সংস্করণের বিজয়ী দিব্যা আগরওয়াল

ফাইনালের রাতে খেলা থেকে বাদ পড়েন রাকেশ ৷ শমিতা সেকেন্ড রানার-আপ হয়েছেন ৷ ফার্স্ট রানার-আপ হয়েছেন সুপার ডান্সার থ্রি, ঝলক দিখলা যা খ্যাত কোরিয়োগ্রাফার নিশান্ত ভাট ৷ আর এই রিয়েলিটি শো-এর প্রথম সংস্করণের ট্রফি জিতে নিয়েছেন দিব্যা আগরওয়াল (Divya Agarwal) ৷ ট্রফির সঙ্গে তিনি পেয়েছেন 25 লাখ টাকার আর্থিক পুরস্কার ৷

আরও পড়ুন : Bigg Boss OTT: শমিতা-রাকেশের প্রেম নিয়ে মুখ খুললেন প্রাক্তন স্ত্রী রিধি

শো শুরুর প্রথমদিকে দিব্যার সঙ্গে শমিতা শেট্টির ভাল বন্ধুত্ব চোখে পড়েছিল ৷ কিন্তু শো যত এগিয়েছে ততই দিব্যা-শমিতার সম্পর্ক তিক্ত হয়েছে ৷ নিশান্ত ভাট, রাকেশ বাপাত, প্রতীক সেহজপাল ছাড়াও বিভিন্ন প্রতিযোগীর সঙ্গে দিব্যার মনোমালিন্য হয়েছে ৷ বিগ বস ওটিটি-র ঘরে ভাল বন্ধু না-থাকাটা দিব্যা আগরওয়ালের সবচেয়ে বড় দুর্বলতা বলে মনে করা হচ্ছিল ৷ কিন্তু একা খেলে বাজিমাত করেন সেই দিব্যাই ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.