ETV Bharat / sitara

হেঁশেলে তৈরি পুদিনা চাটনি, নির্বাচনী প্রচারে গিয়ে রেসিপি শিখলেন সায়নী - সায়নী ঘোষের খবর

প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরেই আসানসোলে প্রচারে নেমে পড়েছেন সায়নী ঘোষ । স্থানীয়দের বাড়ি বাড়ি ঘুরছেন তিনি, সকলের সঙ্গে নিবিড় সম্পর্ক স্থাপনের চেষ্টা করছেন । সম্প্রতি এক গ্রামবাসীর থেকে পুদিনা চাটনির রেসিপিও শিখে নিলেন সায়নী ।

Sayani Ghosh pudina chatney
Sayani Ghosh pudina chatney
author img

By

Published : Mar 13, 2021, 12:13 PM IST

আসানসোল, 13 মার্চ : নিবার্চনের আগে কেন্দ্রের মানুষদের সঙ্গে যোগাযোগ স্থাপন করাটা খুব জরুরি । আর প্রার্থী যদি প্রথমবার ভোটে দাঁড়ান, তাহলে সম্পর্ক তৈরি করাটা আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে । আসানসোল দক্ষিণের প্রার্থী হিসেবে প্রথমবার ভোটে দাঁড়িয়েছেন সায়নী ঘোষ । আর নাম ঘোষণার পর থেকেই তিনি কোমর বেঁধে প্রচারে নেমে পড়েছেন ।

তারকা প্রার্থীকে ছুঁতে পেরে খুব আনন্দ পেয়েছেন এলাকাবাসীরা । নিজেদের সবটুকু উজাড় করে দিচ্ছেন তাঁরা । কেউ মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, তো কেউ জড়িয়ে ধরছেন । একজন আবার শিল-নোড়া বের করে পুদিনা চাটনি বানানো শেখালেন সায়নীকে ।

মানুষের সঙ্গে মিশতে ভালোবাসেন সায়নী । তাঁদের এত ভালোবাসা দেখে খুব ভালো লাগছে তাঁরও । মন দিয়ে পুদিনা চাটনির রেসিপি শিখলেন অভিনেত্রী । শিখতে শিখতে মুখে জলও এসে গেল তাঁর । ঝাল ঝাল ফ্রেশ পুদিনার চাটনি, লোভ সামলানো দায় !

নিজেই ভিডিয়োটি শেয়ার করেছেন সায়নী । ক্যাপশনে লিখেছেন, 'দিদা স্পেশাল পুদিনার চাটনি...আসানসোল দক্ষিণ থেকে সরাসরি' । দেখে নিন সায়নীর পোস্ট..

আসানসোল, 13 মার্চ : নিবার্চনের আগে কেন্দ্রের মানুষদের সঙ্গে যোগাযোগ স্থাপন করাটা খুব জরুরি । আর প্রার্থী যদি প্রথমবার ভোটে দাঁড়ান, তাহলে সম্পর্ক তৈরি করাটা আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে । আসানসোল দক্ষিণের প্রার্থী হিসেবে প্রথমবার ভোটে দাঁড়িয়েছেন সায়নী ঘোষ । আর নাম ঘোষণার পর থেকেই তিনি কোমর বেঁধে প্রচারে নেমে পড়েছেন ।

তারকা প্রার্থীকে ছুঁতে পেরে খুব আনন্দ পেয়েছেন এলাকাবাসীরা । নিজেদের সবটুকু উজাড় করে দিচ্ছেন তাঁরা । কেউ মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, তো কেউ জড়িয়ে ধরছেন । একজন আবার শিল-নোড়া বের করে পুদিনা চাটনি বানানো শেখালেন সায়নীকে ।

মানুষের সঙ্গে মিশতে ভালোবাসেন সায়নী । তাঁদের এত ভালোবাসা দেখে খুব ভালো লাগছে তাঁরও । মন দিয়ে পুদিনা চাটনির রেসিপি শিখলেন অভিনেত্রী । শিখতে শিখতে মুখে জলও এসে গেল তাঁর । ঝাল ঝাল ফ্রেশ পুদিনার চাটনি, লোভ সামলানো দায় !

নিজেই ভিডিয়োটি শেয়ার করেছেন সায়নী । ক্যাপশনে লিখেছেন, 'দিদা স্পেশাল পুদিনার চাটনি...আসানসোল দক্ষিণ থেকে সরাসরি' । দেখে নিন সায়নীর পোস্ট..

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.