ETV Bharat / sitara

Ekta Bhattacharya : পোস্টার ডিজাইনিং-এর প্রেরণা সত্যজিৎ রায়: একতা ভট্টাচার্য

পোস্টার ডিজাইনিং-এর (Poster Designing) ক্ষেত্রে তাঁর প্রেরণা সত্যজিৎ রায় (Satyajit Ray)৷ জানালেন টলিউডের পোস্টার ডিজাইনার একতা ভট্টাচার্য (Ekta Bhattacharya)। এই মুহূর্তে হাতে বেশ কয়েকটি কাজ রয়েছে তাঁর ৷

Satyajit Ray is inspiration of poster designing: Ekta Bhattacharya
পোস্টার ডিজাইনিং-এর প্রেরণা সত্যজিৎ রায়: একতা ভট্টাচার্য
author img

By

Published : Sep 16, 2021, 4:43 PM IST

Updated : Sep 17, 2021, 12:01 PM IST

কলকাতা, 16 সেপ্টেম্বর: ছবির পোস্টারের উপর নির্ভর করে কোন ছবিটা আমরা দেখব আর কোনটা দেখব না । একইসঙ্গে ট্রেলারের দিকেও আমরা তাকিয়ে থাকি ছবির ঝাঁঝ কেমন তা দেখে নেওয়ার জন্য । মত টলিউডের ব্যস্ত পোস্টার ডিজাইনার একতা ভট্টাচার্যের (Ekta Bhattacharya)।

ছবি নির্মাণের একটা অন্যতম দিক হল পোস্টার ডিজাইন (Poster Designing)। বলতে দ্বিধা নেই, আমরা ছবির পোস্টার দেখে সিদ্ধান্ত নিই কোন ছবিটা দেখব আর কোনটা দেখব না। এমন একটা সময় ছিল যখন রাস্তা দিয়ে যেতে যেতে আমরা কোন হলে কোন ছবি এল, তা দেখতে দেখতে যেতাম । আবার এও দেখতাম পোস্টারে কাকে কেমন দেখতে লাগছে । সেই বুঝে দেখতাম ছবি ।

এখন সময় পাল্টেছে । রাস্তায় পোস্টার দেখার আগেই আমরা তা দেখে নিই সোশ্যাল মিডিয়ায় । ট্রেলারও দেখে ফেলি সেখানেই । তবু পোস্টার ঘিরে যে উন্মাদনা আমাদের ছিল, তা ম্লান হবে না কোনওদিন । সময়ের সঙ্গে সঙ্গে কীভাবে বদলেছে পোস্টারের ধরন ? এ ব্যাপারে আমরা কথা বলেছি টলিউডের প্রখ্যাত পোস্টার ডিজাইনার একতা ভট্টাচার্যের সঙ্গে । কেন পোস্টার ডিজাইনের পথে হাঁটলেন তিনি ? অনুপ্রেরণা কে ? পারতেন বড় পর্দায় ছবি বানাতে । কিন্তু কেন বানালেন না ? নাকি ভবিষ্যতে সেই ইচ্ছেও আছে ? এই সব প্রশ্ন নিয়ে হাজির হলাম তাঁর কাছে ।

আরও পড়ুন: Kangana Ranaut Sita: এর আগেও হয়েছেন সীতা, ছোট্টবেলার অভিনয়ের ছবি পোস্ট করে জানালেন কঙ্গনা

একতা বলেন, "আমি যখন ক্লাস এইট কি নাইনে পড়ি । তখন থেকেই আমার টেনিদা বানানোর ইচ্ছা । আমি টেনিদা হিসেবে চেয়েছিলাম কাঞ্চন মল্লিককে । টেনিদা কিন্তু ফাইনালি হচ্ছে । কিন্তু আমি করছি না ।" তাঁকে বলা হয়, করতেও তো পারো । কেননা এক বিষয় নিয়ে ছবি তো অনেকেই বানায় । যেমন মদন মিত্রর বায়োপিক রাজা চন্দ এবং রাজর্ষি দে দু'জনেই বানাচ্ছেন । একতার উত্তর, "দেখা যাক ।"

অভিনয় করতে ইচ্ছে করে না ? "অফার পেয়েছি । কিন্তু আমি পারব না । পারব না বলতে আমার আত্মবিশ্বাস নেই । আর যেটাতে কনফিডেন্স নেই সেটা আমি করতে চাই না ।"

আরও পড়ুন: Uttam Kumar: আইনি জটে উত্তমের পরিবার, শীঘ্রই মেটার আশা মহানায়কের নাতনী নবমিতার

পোস্টার ডিজাইনিং-এর প্রেরণা কে ? "সত্যজিৎ রায় (Satyajit Ray)। তিনি নিজের ছবির পোস্টার ডিজাইন নিজে করতেন, নিজে এঁকে । এখন ডিজিটাল মাধ্যম এসেছে । আমি দুই মাধ্যমেই ডিজাইন করি । কারণ যুগের সঙ্গে তাল মেলাতে হবে । তবে আমি ব্যক্তিগতভাবে এঁকেই ডিজাইন করতে পছন্দ করি ।"

এই সময়ে দাঁড়িয়ে বাংলা ছবির অবস্থা কেমন ? "জিতের বাজি-সহ আরও তিনটি ছবি আসছে পুজোতে, যেগুলোর সঙ্গে আমি জড়িত । ব্যস্ততা আছে । তার থেকেও বেশি আনন্দ আছে । কাজ রয়েছে হাতে । সবক'টির নাম বলতে পারব না এখনই ।"

আরও পড়ুন: Mother India: আছেন ঋতুপর্ণা, যৌনকর্মীদের জীবনচরিত পাপিয়ার 'মাদার ইন্ডিয়া'

প্ৰযোজক সোহমের সঙ্গে প্রথম কাজ । প্ৰযোজক হিসেবে সোহম কেমন ? "ভাল প্ৰযোজক পাওয়াও ভাগ্যের ব্যাপার । সোহমদা তেমনই একজন ।"

একতা ভট্টাচার্য

প্ৰযোজক হিসেবে খাতায় কলমে ডেবিউ করতে চলেছেন অভিনেতা সোহম চক্রবর্তী । ছবির নাম 'কলকাতার হ্যারি'। এই ছবিরও পোস্টার ডিজাইন করেছেন একতা । ছবিটি নভেম্বরে মুক্তির সম্ভাবনা রয়েছে ।

আরও পড়ুন: Kolkatar Harry : প্রযোজক সোহম, ছোটদের জন্য আসছে কলকাতার হ্যারি

কলকাতা, 16 সেপ্টেম্বর: ছবির পোস্টারের উপর নির্ভর করে কোন ছবিটা আমরা দেখব আর কোনটা দেখব না । একইসঙ্গে ট্রেলারের দিকেও আমরা তাকিয়ে থাকি ছবির ঝাঁঝ কেমন তা দেখে নেওয়ার জন্য । মত টলিউডের ব্যস্ত পোস্টার ডিজাইনার একতা ভট্টাচার্যের (Ekta Bhattacharya)।

ছবি নির্মাণের একটা অন্যতম দিক হল পোস্টার ডিজাইন (Poster Designing)। বলতে দ্বিধা নেই, আমরা ছবির পোস্টার দেখে সিদ্ধান্ত নিই কোন ছবিটা দেখব আর কোনটা দেখব না। এমন একটা সময় ছিল যখন রাস্তা দিয়ে যেতে যেতে আমরা কোন হলে কোন ছবি এল, তা দেখতে দেখতে যেতাম । আবার এও দেখতাম পোস্টারে কাকে কেমন দেখতে লাগছে । সেই বুঝে দেখতাম ছবি ।

এখন সময় পাল্টেছে । রাস্তায় পোস্টার দেখার আগেই আমরা তা দেখে নিই সোশ্যাল মিডিয়ায় । ট্রেলারও দেখে ফেলি সেখানেই । তবু পোস্টার ঘিরে যে উন্মাদনা আমাদের ছিল, তা ম্লান হবে না কোনওদিন । সময়ের সঙ্গে সঙ্গে কীভাবে বদলেছে পোস্টারের ধরন ? এ ব্যাপারে আমরা কথা বলেছি টলিউডের প্রখ্যাত পোস্টার ডিজাইনার একতা ভট্টাচার্যের সঙ্গে । কেন পোস্টার ডিজাইনের পথে হাঁটলেন তিনি ? অনুপ্রেরণা কে ? পারতেন বড় পর্দায় ছবি বানাতে । কিন্তু কেন বানালেন না ? নাকি ভবিষ্যতে সেই ইচ্ছেও আছে ? এই সব প্রশ্ন নিয়ে হাজির হলাম তাঁর কাছে ।

আরও পড়ুন: Kangana Ranaut Sita: এর আগেও হয়েছেন সীতা, ছোট্টবেলার অভিনয়ের ছবি পোস্ট করে জানালেন কঙ্গনা

একতা বলেন, "আমি যখন ক্লাস এইট কি নাইনে পড়ি । তখন থেকেই আমার টেনিদা বানানোর ইচ্ছা । আমি টেনিদা হিসেবে চেয়েছিলাম কাঞ্চন মল্লিককে । টেনিদা কিন্তু ফাইনালি হচ্ছে । কিন্তু আমি করছি না ।" তাঁকে বলা হয়, করতেও তো পারো । কেননা এক বিষয় নিয়ে ছবি তো অনেকেই বানায় । যেমন মদন মিত্রর বায়োপিক রাজা চন্দ এবং রাজর্ষি দে দু'জনেই বানাচ্ছেন । একতার উত্তর, "দেখা যাক ।"

অভিনয় করতে ইচ্ছে করে না ? "অফার পেয়েছি । কিন্তু আমি পারব না । পারব না বলতে আমার আত্মবিশ্বাস নেই । আর যেটাতে কনফিডেন্স নেই সেটা আমি করতে চাই না ।"

আরও পড়ুন: Uttam Kumar: আইনি জটে উত্তমের পরিবার, শীঘ্রই মেটার আশা মহানায়কের নাতনী নবমিতার

পোস্টার ডিজাইনিং-এর প্রেরণা কে ? "সত্যজিৎ রায় (Satyajit Ray)। তিনি নিজের ছবির পোস্টার ডিজাইন নিজে করতেন, নিজে এঁকে । এখন ডিজিটাল মাধ্যম এসেছে । আমি দুই মাধ্যমেই ডিজাইন করি । কারণ যুগের সঙ্গে তাল মেলাতে হবে । তবে আমি ব্যক্তিগতভাবে এঁকেই ডিজাইন করতে পছন্দ করি ।"

এই সময়ে দাঁড়িয়ে বাংলা ছবির অবস্থা কেমন ? "জিতের বাজি-সহ আরও তিনটি ছবি আসছে পুজোতে, যেগুলোর সঙ্গে আমি জড়িত । ব্যস্ততা আছে । তার থেকেও বেশি আনন্দ আছে । কাজ রয়েছে হাতে । সবক'টির নাম বলতে পারব না এখনই ।"

আরও পড়ুন: Mother India: আছেন ঋতুপর্ণা, যৌনকর্মীদের জীবনচরিত পাপিয়ার 'মাদার ইন্ডিয়া'

প্ৰযোজক সোহমের সঙ্গে প্রথম কাজ । প্ৰযোজক হিসেবে সোহম কেমন ? "ভাল প্ৰযোজক পাওয়াও ভাগ্যের ব্যাপার । সোহমদা তেমনই একজন ।"

একতা ভট্টাচার্য

প্ৰযোজক হিসেবে খাতায় কলমে ডেবিউ করতে চলেছেন অভিনেতা সোহম চক্রবর্তী । ছবির নাম 'কলকাতার হ্যারি'। এই ছবিরও পোস্টার ডিজাইন করেছেন একতা । ছবিটি নভেম্বরে মুক্তির সম্ভাবনা রয়েছে ।

আরও পড়ুন: Kolkatar Harry : প্রযোজক সোহম, ছোটদের জন্য আসছে কলকাতার হ্যারি

Last Updated : Sep 17, 2021, 12:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.