ETV Bharat / sitara

তুমিই আমার বন্ধু-মেন্টর, মৃত্যুবার্ষিকীতে সুনীল দত্তকে স্মরণ সঞ্জয়ের - সঞ্জয় দত্ত

সুনীল দত্তের মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে টুইট করলেন সঞ্জয় দত্ত ৷ বাবা তাঁর জীবনের কতটা জুড়ে ছিলেন, সেটাই টুইটে বোঝাতে চেয়েছেন বলিউডের মুন্নাভাই ৷

Sanjay Dutta's emotional post on sunil dutta's death anniversary
তুমিই আমার বন্ধু-মেন্টর, মৃত্যুবার্ষিকীতে সুনীল দত্তকে স্মরণ সঞ্জয়ের
author img

By

Published : May 25, 2021, 3:46 PM IST

মুম্বই, 25 মে : বলিউডের প্রখ্যাত অভিনেতা সুনীল দত্তের মৃত্যুবার্ষিকীদের তাঁকে শ্রদ্ধা জানালেন তাঁর পুত্র সঞ্জয় দত্ত ৷ নিজের টুইটার হ্যান্ডেলে বাবাকে নিয়ে একটি আবেগময় পোস্ট করেছেন বলিউডের মুন্নাভাই ৷

টুইটে সঞ্জয় লিখেছেন, "বাবা-মা, একজন বিগ্রহ, একজন বন্ধু, একজন মেন্টর - তুমি আমার কাছে সব ৷ লাভ ইউ ড্যাড, মিস ইউ ৷" এই পোস্টটির সঙ্গে সুনীল দত্ত ও তাঁর একটি সাদা কালো ছবিও পোস্ট করেছেন সঞ্জয় দত্ত ৷

আরও পড়ুন: বিবিএমএ অনুষ্ঠানে উষ্ণতা বাড়ালেন প্রিয়াঙ্কা-নিক

2005 সালের 25 মে মুম্বইয়ে প্রয়াত হন সুনীল দত্ত ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 75 বছর ৷ অভিনয়ের পাশাপাশি তাঁর রাজনৈতিক কেরিয়ারও ছিল উজ্জ্বল ৷ 1984 সালে কংগ্রেসে যোগ দেওয়ার পর মুম্বই উত্তর-পশ্চিম কেন্দ্র থেকে টানা 5 বার জয়লাভ করে সাংসদ হিসেবে নির্বাচিত হন তিনি ৷ মনমোহন সিং সরকারের আমলে সুনীল দত্ত ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রকের দায়িত্ব সামলেছেন তিনি ৷ 1968 সালে তিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছিলেন ৷ তাঁর অভিনীত সাধনা, ইনসান জাগ উঠা, ওয়াক্ত, নাগিন, জানি দুশমন, শান-সহ আরও বহু ফিল্ম আজও দর্শকদের হৃদয়ে রয়েছে ৷

মুম্বই, 25 মে : বলিউডের প্রখ্যাত অভিনেতা সুনীল দত্তের মৃত্যুবার্ষিকীদের তাঁকে শ্রদ্ধা জানালেন তাঁর পুত্র সঞ্জয় দত্ত ৷ নিজের টুইটার হ্যান্ডেলে বাবাকে নিয়ে একটি আবেগময় পোস্ট করেছেন বলিউডের মুন্নাভাই ৷

টুইটে সঞ্জয় লিখেছেন, "বাবা-মা, একজন বিগ্রহ, একজন বন্ধু, একজন মেন্টর - তুমি আমার কাছে সব ৷ লাভ ইউ ড্যাড, মিস ইউ ৷" এই পোস্টটির সঙ্গে সুনীল দত্ত ও তাঁর একটি সাদা কালো ছবিও পোস্ট করেছেন সঞ্জয় দত্ত ৷

আরও পড়ুন: বিবিএমএ অনুষ্ঠানে উষ্ণতা বাড়ালেন প্রিয়াঙ্কা-নিক

2005 সালের 25 মে মুম্বইয়ে প্রয়াত হন সুনীল দত্ত ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 75 বছর ৷ অভিনয়ের পাশাপাশি তাঁর রাজনৈতিক কেরিয়ারও ছিল উজ্জ্বল ৷ 1984 সালে কংগ্রেসে যোগ দেওয়ার পর মুম্বই উত্তর-পশ্চিম কেন্দ্র থেকে টানা 5 বার জয়লাভ করে সাংসদ হিসেবে নির্বাচিত হন তিনি ৷ মনমোহন সিং সরকারের আমলে সুনীল দত্ত ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রকের দায়িত্ব সামলেছেন তিনি ৷ 1968 সালে তিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছিলেন ৷ তাঁর অভিনীত সাধনা, ইনসান জাগ উঠা, ওয়াক্ত, নাগিন, জানি দুশমন, শান-সহ আরও বহু ফিল্ম আজও দর্শকদের হৃদয়ে রয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.