ETV Bharat / sitara

Salman Khan: সামনে বাঁদর, কোলে ভাগ্নি আয়াত ! সলমনের ভিডিয়োয় আপ্লুত নেটপাড়া - সলমন খানের খবর

ভাগ্নি আয়াতকে (Ayat) নিয়ে বাঁদরকে খাওয়াচ্ছেন সলমন খান (Salman Khan)৷ তিনি ইনস্টাগ্রামে সেই ভিডিয়ো পোস্ট করার পরই আবেগে ভাসলেন নেট নাগরিকরা ৷

Salman Khan And his Niece Ayat Feeding Monkeys, video gets viral
সামনে বাঁদর, কোলে ভাগ্নি আয়াত ! সলমনের ভিডিয়োয় আপ্লুত নেটপাড়া
author img

By

Published : Nov 18, 2021, 12:53 PM IST

মুম্বই, 18 নভেম্বর : মন ভাল করা একটি ভিডিয়ো পোস্ট করলেন বলিউডের মেগাস্টার সলমন খান (Salman Khan)৷ সেখানে তাঁর ছোট্ট ভাগ্নি আয়াতের (Ayat) সঙ্গে একটি মিষ্টি মুহূর্ত ধরা পড়েছে ৷ যা দেখে আপ্লুত নেট নাগরিকরা ৷

নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে ভিডিয়োটি পোস্ট করেছেন সলমন খান ৷ সেখানে শুরুতে দেখা যাচ্ছে, বাঁদরকে বিস্কুট খাওয়াচ্ছেন তিনি ৷ এরপরের দৃশ্যটিই সবচেয়ে সুন্দর ৷ দেখা যায়, একরত্তি ভাগ্নি আয়াতকে কোলে নিয়ে এগিয়ে আসছেন দাবাং স্টার ৷ এরপর মামার উৎসাহে নিজে হাতে বাঁদরের দিকে বিস্কুট বাড়িয়ে দেয় আয়াত ৷ তার হাত থেকে সেই প্রাণী বিস্কুট নেওয়ার পরই আনন্দ আর ধরে না আয়াতের ৷ আর ভাগ্নির আনন্দ দেখে আবেগে ভাসেন বজরঙ্গি ভাইজানও ৷ ভিডিয়োটি পোস্ট করে ক্যাপশনে সলমন লিখেছেন, "Monkeyyyyyyyy..."

আরও পড়ুন: Mimi Chakraborty: ফোনের 7000 ছবি, 500 ভিডিয়ো উধাও ! ক্ষেপে লাল মিমি

ভাগ্নিকে চোখে হারান সলমন খান ৷ তাদের জন্মদিনটিও একই দিনে ৷ 2019 সালের 27 ডিসেম্বর আয়াতের জন্ম হয় ৷ সামনেই তার 2 বছরের জন্মদিন ৷ ওইদিনই 56-য় পড়বেন বলিউডের সুলতান ৷

আরও পড়ুন: Nusrat Jahan: নুসরতের সঙ্গে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত, নিখিলের পক্ষেই রায় আদালতের

কর্মক্ষেত্রে সম্প্রতি টাইগার থ্রি (Tiger 3), জ্যাকলিন ফার্নান্ডেজের সঙ্গে কিক 2 (Kick 2) করেছেন সলমন খান ৷ ভগ্নিপতি আয়ুশ শর্মার সঙ্গে করেছেন অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ (Antim: The Final Truth)৷ এই তিনটি ফিল্মের মুক্তির অপেক্ষায় রয়েছেন ভাইজানের ভক্তরা ৷ চলতি বছরের শুরুর দিকে তুরস্ক ও রাশিয়ায় ক্যাটরিনা কাইফের সঙ্গে টাইগার 3-এর শুটিং করে এসেছেন সলমন খান ৷

আরও পড়ুন: Bonbibi: পার্নোর বনবিবিতে পুলিশ অফিসারের চরিত্রে রণজয়, হাজির লুক

শেষবার তাঁকে দেখা গিয়েছে রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই ছবিতে ৷ করোনা আবহে ওটিটি প্ল্যাটফর্মে এই ছবির প্রিমিয়ার হয়েছিল ৷ তবে ভাইজানের ছবি নিয়ে যে ক্রেজ থাকে, তা এই ছবির ক্ষেত্রে দেখা যায়নি ৷ তাই আপাতত তাঁর আগামী ফিল্মগুলির দিকেই তাকিয়ে রয়েছেন ভক্তরা ৷

মুম্বই, 18 নভেম্বর : মন ভাল করা একটি ভিডিয়ো পোস্ট করলেন বলিউডের মেগাস্টার সলমন খান (Salman Khan)৷ সেখানে তাঁর ছোট্ট ভাগ্নি আয়াতের (Ayat) সঙ্গে একটি মিষ্টি মুহূর্ত ধরা পড়েছে ৷ যা দেখে আপ্লুত নেট নাগরিকরা ৷

নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে ভিডিয়োটি পোস্ট করেছেন সলমন খান ৷ সেখানে শুরুতে দেখা যাচ্ছে, বাঁদরকে বিস্কুট খাওয়াচ্ছেন তিনি ৷ এরপরের দৃশ্যটিই সবচেয়ে সুন্দর ৷ দেখা যায়, একরত্তি ভাগ্নি আয়াতকে কোলে নিয়ে এগিয়ে আসছেন দাবাং স্টার ৷ এরপর মামার উৎসাহে নিজে হাতে বাঁদরের দিকে বিস্কুট বাড়িয়ে দেয় আয়াত ৷ তার হাত থেকে সেই প্রাণী বিস্কুট নেওয়ার পরই আনন্দ আর ধরে না আয়াতের ৷ আর ভাগ্নির আনন্দ দেখে আবেগে ভাসেন বজরঙ্গি ভাইজানও ৷ ভিডিয়োটি পোস্ট করে ক্যাপশনে সলমন লিখেছেন, "Monkeyyyyyyyy..."

আরও পড়ুন: Mimi Chakraborty: ফোনের 7000 ছবি, 500 ভিডিয়ো উধাও ! ক্ষেপে লাল মিমি

ভাগ্নিকে চোখে হারান সলমন খান ৷ তাদের জন্মদিনটিও একই দিনে ৷ 2019 সালের 27 ডিসেম্বর আয়াতের জন্ম হয় ৷ সামনেই তার 2 বছরের জন্মদিন ৷ ওইদিনই 56-য় পড়বেন বলিউডের সুলতান ৷

আরও পড়ুন: Nusrat Jahan: নুসরতের সঙ্গে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত, নিখিলের পক্ষেই রায় আদালতের

কর্মক্ষেত্রে সম্প্রতি টাইগার থ্রি (Tiger 3), জ্যাকলিন ফার্নান্ডেজের সঙ্গে কিক 2 (Kick 2) করেছেন সলমন খান ৷ ভগ্নিপতি আয়ুশ শর্মার সঙ্গে করেছেন অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ (Antim: The Final Truth)৷ এই তিনটি ফিল্মের মুক্তির অপেক্ষায় রয়েছেন ভাইজানের ভক্তরা ৷ চলতি বছরের শুরুর দিকে তুরস্ক ও রাশিয়ায় ক্যাটরিনা কাইফের সঙ্গে টাইগার 3-এর শুটিং করে এসেছেন সলমন খান ৷

আরও পড়ুন: Bonbibi: পার্নোর বনবিবিতে পুলিশ অফিসারের চরিত্রে রণজয়, হাজির লুক

শেষবার তাঁকে দেখা গিয়েছে রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই ছবিতে ৷ করোনা আবহে ওটিটি প্ল্যাটফর্মে এই ছবির প্রিমিয়ার হয়েছিল ৷ তবে ভাইজানের ছবি নিয়ে যে ক্রেজ থাকে, তা এই ছবির ক্ষেত্রে দেখা যায়নি ৷ তাই আপাতত তাঁর আগামী ফিল্মগুলির দিকেই তাকিয়ে রয়েছেন ভক্তরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.