ETV Bharat / sitara

Tiger 3 Release Date : 'টাইগার 3' নিয়ে কবে পর্দায় আসছেন সলমন-ক্যাটরিনা ? - টাইগার 3 নিয়ে কবে পর্দায় আসছেন সলমন ক্যাটরিনা

আগামি বছর ইদের দিন মুক্তি পেতে চলেছে 'টাইগার 3' (Tiger 3 release date locked) ৷ ছবিতে ফের একবার জুটি বাঁধতে চলেছেন সলমন খান এবং ক্যাটরিনা কাইফ ৷

salman khan film on eid 2023
'টাইগার 3' নিয়ে কবে পর্দায় আসছেন সলমন-ক্যাটরিনা ?
author img

By

Published : Mar 4, 2022, 1:09 PM IST

Updated : Mar 4, 2022, 2:11 PM IST

হায়দরাবাদ, 4 মার্চ : 'টাইগার 3'-এ ফের একবার জুটি বাঁধতে চলেছেন সলমন খান এবং ক্যাটরিনা কাইফ ৷ অর্থাৎ পর্দায় কামব্য়াক করতে চলেছে টাইগার এবং জোয়া ৷ শুক্রবার নির্মাতারা জানিয়েছেন, পর্দায় এই জুটিকে দেখতে হলে আরও কিছুটা অপেক্ষা করতে হবে দর্শকদের ৷ কারণ আগামি বছর ইদের দিন মুক্তি পেতে চলেছে এই বহু প্রতিক্ষিত ছবিটি (Tiger 3 release date locked)৷

যশ রাজ ফিল্মসও তাদের সোশ্য়াল মিডিয়া হ্য়ান্ডেলে ছবির অ্য়ানাউন্সমেন্ট ভিডিয়োটি শেয়ার করেছেন ৷ এই অ্য়ানাউন্সমেন্ট ভিডিয়োটিতে দেখা গিয়েছে, ক্য়াটরিনা তাঁর অ্য়াকশন সিনের জন্য় প্রস্তুতি নিচ্ছেন আর অন্য়দিকে ভাইজান ঘুমোচ্ছেন ৷ এইসময় সলমনকে ডেকে তুলে ক্যাট বলেন, "বার তোমার পালা, রেডি ?" নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ভাইজান উত্তর দেন, ‘'টাইগার সবসময় রেডি ৷’’ আগামি বছর ইদে অর্থাৎ 21 এপ্রিল পর্দায় আসছে ছবিটি ৷

আরও পড়ুন: আসছে কি বাহুবলী 3 ? কী ইঙ্গিত দিলেন প্রভাস ?

ছবির গল্প যে পুরোপুরি সলমনীয় ঘরানার তা বলাই বাহুল্য় ৷ গল্পের ধারাবাহিকতা বজায় রেখে এখানে ভাইজানকে দেখা যাবে একজন র এজেন্ট অবিনাশ সিং রাঠোরের ভূমিকায় ৷ অন্য়দিকে ক্য়াট থাকছেন জোয়ার চরিত্রে ৷ 2012 সালে এক থা টাইগার, 2017 সালে টাইগার জিন্দা হ্য়ায়-এর পর এটি গল্পের তৃতীয় অধ্য়ায় ৷ এর মাঝে অবশ্য় বদলেছে অনেক কিছু ৷ এক থা টাইগার পরিচালনা করেছিলেন কবীর খান ৷ এরপর টাইগার জিন্দা হ্যায় থেকে পরিচালনার দায়িত্বে আসেন আলি আব্বাস জাফর ৷ এবার নতুন ছবির জন্য় দায়িত্ব পেয়েছেন মনীশ শর্মা ৷ এই ছবিতে ইমরানি হাসমিও একটি গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করতে চলেছেন ৷

হায়দরাবাদ, 4 মার্চ : 'টাইগার 3'-এ ফের একবার জুটি বাঁধতে চলেছেন সলমন খান এবং ক্যাটরিনা কাইফ ৷ অর্থাৎ পর্দায় কামব্য়াক করতে চলেছে টাইগার এবং জোয়া ৷ শুক্রবার নির্মাতারা জানিয়েছেন, পর্দায় এই জুটিকে দেখতে হলে আরও কিছুটা অপেক্ষা করতে হবে দর্শকদের ৷ কারণ আগামি বছর ইদের দিন মুক্তি পেতে চলেছে এই বহু প্রতিক্ষিত ছবিটি (Tiger 3 release date locked)৷

যশ রাজ ফিল্মসও তাদের সোশ্য়াল মিডিয়া হ্য়ান্ডেলে ছবির অ্য়ানাউন্সমেন্ট ভিডিয়োটি শেয়ার করেছেন ৷ এই অ্য়ানাউন্সমেন্ট ভিডিয়োটিতে দেখা গিয়েছে, ক্য়াটরিনা তাঁর অ্য়াকশন সিনের জন্য় প্রস্তুতি নিচ্ছেন আর অন্য়দিকে ভাইজান ঘুমোচ্ছেন ৷ এইসময় সলমনকে ডেকে তুলে ক্যাট বলেন, "বার তোমার পালা, রেডি ?" নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ভাইজান উত্তর দেন, ‘'টাইগার সবসময় রেডি ৷’’ আগামি বছর ইদে অর্থাৎ 21 এপ্রিল পর্দায় আসছে ছবিটি ৷

আরও পড়ুন: আসছে কি বাহুবলী 3 ? কী ইঙ্গিত দিলেন প্রভাস ?

ছবির গল্প যে পুরোপুরি সলমনীয় ঘরানার তা বলাই বাহুল্য় ৷ গল্পের ধারাবাহিকতা বজায় রেখে এখানে ভাইজানকে দেখা যাবে একজন র এজেন্ট অবিনাশ সিং রাঠোরের ভূমিকায় ৷ অন্য়দিকে ক্য়াট থাকছেন জোয়ার চরিত্রে ৷ 2012 সালে এক থা টাইগার, 2017 সালে টাইগার জিন্দা হ্য়ায়-এর পর এটি গল্পের তৃতীয় অধ্য়ায় ৷ এর মাঝে অবশ্য় বদলেছে অনেক কিছু ৷ এক থা টাইগার পরিচালনা করেছিলেন কবীর খান ৷ এরপর টাইগার জিন্দা হ্যায় থেকে পরিচালনার দায়িত্বে আসেন আলি আব্বাস জাফর ৷ এবার নতুন ছবির জন্য় দায়িত্ব পেয়েছেন মনীশ শর্মা ৷ এই ছবিতে ইমরানি হাসমিও একটি গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করতে চলেছেন ৷

Last Updated : Mar 4, 2022, 2:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.