ETV Bharat / sitara

Kangana Ranaut: সমাধান বেত আর স্বৈরতন্ত্রই একমাত্র পথ, কৃষি আইন বাতিলে প্রতিক্রিয়া কঙ্গনার - কঙ্গনা রানাওয়াতের খবর

কৃষি আইন প্রত্যাহারের (Farm Laws Repeal) কেন্দ্রীয় সিদ্ধান্তে হতাশ বলিউডের অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut) ৷ দেশের বিবেক যখন গভীর ঘুমে রয়েছে, তখন স্বৈরতন্ত্রই একমাত্র পথ - ইনস্টা স্টোরিতে এমনই মন্তব্য করেছেন তিনি ৷

Sad, shameful, absolutely unfair: Kangana Ranaut reacts to farm laws repeal
স্বৈরতন্ত্রই একমাত্র পথ, কৃষি আইন বাতিলে প্রতিক্রিয়া কঙ্গনার
author img

By

Published : Nov 19, 2021, 2:06 PM IST

মুম্বই, 19 নভেম্বর: দুঃখজনক, লজ্জাজনক, একেবারেই অন্যায্য ৷ কৃষি আইন প্রত্যাহার (Farm Laws Repeal) করার কেন্দ্রীয় সিদ্ধান্তে এভাবেই হতাশা প্রকাশ করলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)৷ নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এই নিয়ে বিস্ফোরক প্রতিক্রিয়া জানান জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী ৷

বলিউড থেকে রাজনীতি - প্রায় সব বিষয়েই মুখ খুলতে অভ্যস্ত কঙ্গনা রানাওয়াত ৷ এবং তাঁর মন্তব্য ঘিরে বিতর্কের ঝড় ওঠাও এখন খুব চেনা ছবি ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কৃষি আইন প্রত্যাহারের কথা ঘোষণা করার পর, ইনস্টাগ্রাম স্টোরিতে এই নিয়ে প্রতিক্রিয়া জানান কঙ্গনা ৷ তিনি একজনের টুইট তুলে ধরে ইনস্টা স্টোরিতে লেখেন, "দুঃখজনক, লজ্জাজনক, একেবারেই অন্যায্য ৷ সংসদে নির্বাচিত সরকারের বদলে যদি রাস্তার লোকেরাই আইন তৈরি করতে শুরু করে, তাহলে এটা একটি জিহাদি দেশ ৷ যাঁরা এ রকমটা চেয়েছিলেন, তাঁদের অভিনন্দন ৷"

Sad, shameful, absolutely unfair: Kangana Ranaut reacts to farm laws repeal
কঙ্গনার ইনস্টা স্টোরি

পরের পোস্টে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির ছবির উপরে মণিকর্ণিকা স্টার লেখেন, "দেশের বিবেক যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন একমাত্র সমাধান হল বেত, এবং স্বৈরতন্ত্র হল একমাত্র পথ...শুভ জন্মদিন ম্যাডাম প্রধানমন্ত্রী ৷" আজই দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর 104তম জন্মবার্ষিকী ৷

Sad, shameful, absolutely unfair: Kangana Ranaut reacts to farm laws repeal
কঙ্গনার কটাক্ষ

আরও পড়ুন: Farm Laws Repeal : তিন বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা মোদির

এর আগেও কৃষি আইন বাস্তবায়নের পক্ষে দাঁড়িয়েছিলেন কঙ্গনা রানাওয়াত ৷ পপ তারকা রিয়ানা কৃষকদের সমর্থনে টুইট করায় তাঁকে একহাত নিয়েছিলেন কুইন অভিনেত্রী ৷ আন্তর্জাতিক গায়িকাকে তীব্র আক্রমণ করে তিনি লিখেছিলেন, "পপ গায়িকা রিয়ানা মোৎজার্ট নন ৷ তাঁর ক্লাসিক্যাল কোনও জ্ঞান নেই ৷ তাঁর কণ্ঠস্বরও বিশেষ কিছুই নয় ৷ 10 জন খ্যাতনামা উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী একসঙ্গে বসলে প্রত্যেকেই বলবেন যে, কীভাবে গানটা গাইতে হয় রিয়ানা সেটাও জানেন না...রিয়ানা একজন পর্ন গায়িকা ৷ আপনার প্রতিভা থাকলে আর অন্য কিছু করার দরকার পড়ে না ৷" এই টুইট করার কিছু সময় পরেই কঙ্গনাকে নিষিদ্ধ বলে ঘোষণা করে টুইটার ৷ ব্লক করে দেওয়া হয় তাঁর অ্যাকাউন্ট ৷

আরও পড়ুন: Mamata Banerjee on Farm Laws : কৃষি আইন প্রত্যাহার কৃষক সমাজের জয়, বললেন মমতা

শুক্রবার সকালে কৃষি আইন প্রত্যাহারের কথা ঘোষণা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর ভাষণে বলেন, "কৃষি বাজেট পাঁচগুণ বেড়েছে ৷ এই বাজেটে বছরে 1.25 লক্ষ কোটি টাকা খরচ হচ্ছে ৷ এই তিনটি আইনের লক্ষ্য ছিল কৃষকদের, বিশেষ করে ছোট কৃষকদের ক্ষমতা বাড়ানো ৷ কৃষকদের স্বার্থে আইনগুলি আমরা প্রয়োগের পরিকল্পনা করেছিলাম কিন্তু একশ্রেণির কৃষকদের বোঝাতে পারিনি ৷ তাই আমরা তিনটি কৃষি আইন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি ৷ সংসদের আগামী অধিবেশনে সেগুলি বাতিল করার ব্যবস্থা করা হবে ৷"

আরও পড়ুন: Farm Laws Repeal : কৃষি আইন প্রত্যাহারে কৃষকদের অভিনন্দন জানানোর ধুম বামেদের, মমতাকে খোঁচা সুজনের

মুম্বই, 19 নভেম্বর: দুঃখজনক, লজ্জাজনক, একেবারেই অন্যায্য ৷ কৃষি আইন প্রত্যাহার (Farm Laws Repeal) করার কেন্দ্রীয় সিদ্ধান্তে এভাবেই হতাশা প্রকাশ করলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)৷ নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এই নিয়ে বিস্ফোরক প্রতিক্রিয়া জানান জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী ৷

বলিউড থেকে রাজনীতি - প্রায় সব বিষয়েই মুখ খুলতে অভ্যস্ত কঙ্গনা রানাওয়াত ৷ এবং তাঁর মন্তব্য ঘিরে বিতর্কের ঝড় ওঠাও এখন খুব চেনা ছবি ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কৃষি আইন প্রত্যাহারের কথা ঘোষণা করার পর, ইনস্টাগ্রাম স্টোরিতে এই নিয়ে প্রতিক্রিয়া জানান কঙ্গনা ৷ তিনি একজনের টুইট তুলে ধরে ইনস্টা স্টোরিতে লেখেন, "দুঃখজনক, লজ্জাজনক, একেবারেই অন্যায্য ৷ সংসদে নির্বাচিত সরকারের বদলে যদি রাস্তার লোকেরাই আইন তৈরি করতে শুরু করে, তাহলে এটা একটি জিহাদি দেশ ৷ যাঁরা এ রকমটা চেয়েছিলেন, তাঁদের অভিনন্দন ৷"

Sad, shameful, absolutely unfair: Kangana Ranaut reacts to farm laws repeal
কঙ্গনার ইনস্টা স্টোরি

পরের পোস্টে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির ছবির উপরে মণিকর্ণিকা স্টার লেখেন, "দেশের বিবেক যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন একমাত্র সমাধান হল বেত, এবং স্বৈরতন্ত্র হল একমাত্র পথ...শুভ জন্মদিন ম্যাডাম প্রধানমন্ত্রী ৷" আজই দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর 104তম জন্মবার্ষিকী ৷

Sad, shameful, absolutely unfair: Kangana Ranaut reacts to farm laws repeal
কঙ্গনার কটাক্ষ

আরও পড়ুন: Farm Laws Repeal : তিন বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা মোদির

এর আগেও কৃষি আইন বাস্তবায়নের পক্ষে দাঁড়িয়েছিলেন কঙ্গনা রানাওয়াত ৷ পপ তারকা রিয়ানা কৃষকদের সমর্থনে টুইট করায় তাঁকে একহাত নিয়েছিলেন কুইন অভিনেত্রী ৷ আন্তর্জাতিক গায়িকাকে তীব্র আক্রমণ করে তিনি লিখেছিলেন, "পপ গায়িকা রিয়ানা মোৎজার্ট নন ৷ তাঁর ক্লাসিক্যাল কোনও জ্ঞান নেই ৷ তাঁর কণ্ঠস্বরও বিশেষ কিছুই নয় ৷ 10 জন খ্যাতনামা উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী একসঙ্গে বসলে প্রত্যেকেই বলবেন যে, কীভাবে গানটা গাইতে হয় রিয়ানা সেটাও জানেন না...রিয়ানা একজন পর্ন গায়িকা ৷ আপনার প্রতিভা থাকলে আর অন্য কিছু করার দরকার পড়ে না ৷" এই টুইট করার কিছু সময় পরেই কঙ্গনাকে নিষিদ্ধ বলে ঘোষণা করে টুইটার ৷ ব্লক করে দেওয়া হয় তাঁর অ্যাকাউন্ট ৷

আরও পড়ুন: Mamata Banerjee on Farm Laws : কৃষি আইন প্রত্যাহার কৃষক সমাজের জয়, বললেন মমতা

শুক্রবার সকালে কৃষি আইন প্রত্যাহারের কথা ঘোষণা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর ভাষণে বলেন, "কৃষি বাজেট পাঁচগুণ বেড়েছে ৷ এই বাজেটে বছরে 1.25 লক্ষ কোটি টাকা খরচ হচ্ছে ৷ এই তিনটি আইনের লক্ষ্য ছিল কৃষকদের, বিশেষ করে ছোট কৃষকদের ক্ষমতা বাড়ানো ৷ কৃষকদের স্বার্থে আইনগুলি আমরা প্রয়োগের পরিকল্পনা করেছিলাম কিন্তু একশ্রেণির কৃষকদের বোঝাতে পারিনি ৷ তাই আমরা তিনটি কৃষি আইন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি ৷ সংসদের আগামী অধিবেশনে সেগুলি বাতিল করার ব্যবস্থা করা হবে ৷"

আরও পড়ুন: Farm Laws Repeal : কৃষি আইন প্রত্যাহারে কৃষকদের অভিনন্দন জানানোর ধুম বামেদের, মমতাকে খোঁচা সুজনের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.