কলকাতা : ঘোস্ট হান্টারদের কথা অনেকেই গল্পে পড়েছেন বা সিনেমায় দেখেছেন । কিন্তু, তাঁদের চাক্ষুস দেখার সৌভাগ্য হয়তো অনেকেরই হয়নি । তবে এবার সেই সৌভাগ্য হল রুদ্রনীল ঘোষের ।
আপকামিং ছবি 'স্বস্তিক সংকেত'-এর শুটিংয়ের জন্য এখন লন্ডনে রয়েছেন রুদ্রনীল । এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন নুসরত জাহান, গৌরব চক্রবর্তী সহ আরও অনেকে । আর সেখানেই এই সৌভাগ্য হল রুদ্রনীলের ।
এতদিন সবকিছু ঠিকই ছিল । হঠাৎ একদিন রাতের দিকে বৃষ্টির মধ্যে একটি জিম এসে দাঁড়ায় রুদ্রনীলদের শুটিং স্পটে । গাড়ি থেকে বেরিয়ে এলেন ঘোস্ট হান্টাররা । এমনই একটা অভিজ্ঞতা অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন রুদ্রনীল ।
ভূতেদের হদিশ পেয়েই শিকারিরা সেখানে পৌঁছান বলে জানান রুদ্রনীল । তবে ওই পরিস্থিতিতে মুখ শুকিয়ে গিয়েছিল 'স্বস্তিক সংকেত' টিমের সবারই ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
আর সেই মুহূর্তের বেশ কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন রুদ্রনীল । তার ক্যাপশনে লেখেন, ‘‘আগে শুনেছিলাম, ভিডিয়ো দেখেছিলাম । এ বার চাক্ষুস দেখলাম "ঘোস্ট হান্টার" মানে, ভূত ধরিয়েদের । এখন জানলাম যেখানে শুটিং করছি, সেটা আসলে ভূতেদের আস্তান !! ওরা এসেছে ভূত ধরতে !’’ তবে ভূতের দেখা পাননি কেউই ।