ETV Bharat / sitara

প্রতারণার শিকার মৌবনি, খোয়ালেন 17 হাজার টাকা

সাধারণ মানুষের পাশাপাশি এবার অনলাইনে প্রতারণার শিকার হলেন অভিনেত্রী মৌবনি সরকার । তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে খোয়া গেছে প্রায় 17 হাজার টাকা ।

sf
df
author img

By

Published : Jan 14, 2020, 9:52 PM IST

কলকাতা : প্রতারণার শিকার হলেন জাদুকর পিসি সরকার জুনিয়রের মেয়ে মৌবনি সরকার । সম্প্রতি তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে 17 হাজার টাকা খোয়া গেছে বলে অভিযোগ । পূর্ব যাদবপুর থানায় এই সংক্রান্ত অভিযোগও দায়ের করা হয়েছে বলে জানা গেছে । তদন্ত শুরু করেছে পুলিশ ।

11 জানুয়ারি মৌবনির কাছে অ্যাপের নাম করে একটি ফোন আসে । বলা হয় যে তিনি লাকি ড্রয়ের মাধ্যমে একটি টেলিভিশন সেট জিতেছেন । যার দাম 49 হাজার টাকা । এপ্রসঙ্গে মৌবনি বলেন, "ওরা আমার নম্বর কোথা থেকে পেল তা জানি না । তবে ওরা আমার বিষয়ে অনেক কিছুই জানত । কিন্তু, ছোটো থেকেই বহু লটারি জিতেছি । তাই ভেবেছিলাম তেমনই কিছু একটা হবে । সেই কারণে টেলিভিশন সেট নিতে রাজি হয়ে যাই । কিন্তু, তারা বলে এটা নিতে গেলে ওদের সাইটে ঢুকে আমাকে পাঁচ হাজার টাকার শপিং করতে হবে । তাতে আমার কোনও সমস্যা ছিল না । তাও করি ।"

তবে সেখানেই থেমে থাকেনি প্রতারকরা । অভিযোগ, এরপর GST বাবদ অভিনেত্রীর থেকে 11,900 টাকা । চাওয়া হয় । সেটিও পাঠিয়ে দেন তিনি । প্রতারকরা তাঁকে বলে যে পুরস্কার বাড়িতে পৌঁছে যাবে । কিন্তু, পুরস্কার আর আসেনি । তখন তিনি বুঝতে পারেন প্রতারণার শিকার হয়েছেন । এভাবেই 17 হাজার টাকা খোয়া যায় তাঁর অ্যাকাউন্ট থেকে ।

অভিযোগ, তারপরও মৌবনির থেকে আরও টাকা দাবি করে প্রতারকরা । প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে পুরো টাকা তাদের ফেরত দিতে বলেন অভিনেত্রী । পুলিশের দ্বারস্থ হওয়ারও হুমকি দেন । সঙ্গে সঙ্গে প্রতারকরা ফোন কেটে দেয় । তারপর থেকে অভিযুক্তদের সঙ্গে আর যোগাযোগ করতে পারেননি তিনি । এরপর পূর্ব যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেন । এদিকে পুলিশের ভূমিকা নিয়ে খুবই খুশি মৌবনি ।

এই ঘটনা প্রসঙ্গে মুরলীধর শর্মা বলেন, “ কোনও অ্যাপে KYC করানোর নামে প্রতারণার পাশাপাশি, পুরোনো এক কায়দাও ব্যবহার করছে প্রতারকরা । মনে রাখতে হবে এমনি এমনি কেউ কোনও পুরস্কার জেতে না । কোনও বিষয়ে কোনও সমস্যা থাকলে কলকাতা পুলিশ হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে হবে ।"

দেখুন ভিডিয়ো

কলকাতা : প্রতারণার শিকার হলেন জাদুকর পিসি সরকার জুনিয়রের মেয়ে মৌবনি সরকার । সম্প্রতি তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে 17 হাজার টাকা খোয়া গেছে বলে অভিযোগ । পূর্ব যাদবপুর থানায় এই সংক্রান্ত অভিযোগও দায়ের করা হয়েছে বলে জানা গেছে । তদন্ত শুরু করেছে পুলিশ ।

11 জানুয়ারি মৌবনির কাছে অ্যাপের নাম করে একটি ফোন আসে । বলা হয় যে তিনি লাকি ড্রয়ের মাধ্যমে একটি টেলিভিশন সেট জিতেছেন । যার দাম 49 হাজার টাকা । এপ্রসঙ্গে মৌবনি বলেন, "ওরা আমার নম্বর কোথা থেকে পেল তা জানি না । তবে ওরা আমার বিষয়ে অনেক কিছুই জানত । কিন্তু, ছোটো থেকেই বহু লটারি জিতেছি । তাই ভেবেছিলাম তেমনই কিছু একটা হবে । সেই কারণে টেলিভিশন সেট নিতে রাজি হয়ে যাই । কিন্তু, তারা বলে এটা নিতে গেলে ওদের সাইটে ঢুকে আমাকে পাঁচ হাজার টাকার শপিং করতে হবে । তাতে আমার কোনও সমস্যা ছিল না । তাও করি ।"

তবে সেখানেই থেমে থাকেনি প্রতারকরা । অভিযোগ, এরপর GST বাবদ অভিনেত্রীর থেকে 11,900 টাকা । চাওয়া হয় । সেটিও পাঠিয়ে দেন তিনি । প্রতারকরা তাঁকে বলে যে পুরস্কার বাড়িতে পৌঁছে যাবে । কিন্তু, পুরস্কার আর আসেনি । তখন তিনি বুঝতে পারেন প্রতারণার শিকার হয়েছেন । এভাবেই 17 হাজার টাকা খোয়া যায় তাঁর অ্যাকাউন্ট থেকে ।

অভিযোগ, তারপরও মৌবনির থেকে আরও টাকা দাবি করে প্রতারকরা । প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে পুরো টাকা তাদের ফেরত দিতে বলেন অভিনেত্রী । পুলিশের দ্বারস্থ হওয়ারও হুমকি দেন । সঙ্গে সঙ্গে প্রতারকরা ফোন কেটে দেয় । তারপর থেকে অভিযুক্তদের সঙ্গে আর যোগাযোগ করতে পারেননি তিনি । এরপর পূর্ব যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেন । এদিকে পুলিশের ভূমিকা নিয়ে খুবই খুশি মৌবনি ।

এই ঘটনা প্রসঙ্গে মুরলীধর শর্মা বলেন, “ কোনও অ্যাপে KYC করানোর নামে প্রতারণার পাশাপাশি, পুরোনো এক কায়দাও ব্যবহার করছে প্রতারকরা । মনে রাখতে হবে এমনি এমনি কেউ কোনও পুরস্কার জেতে না । কোনও বিষয়ে কোনও সমস্যা থাকলে কলকাতা পুলিশ হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে হবে ।"

দেখুন ভিডিয়ো
Intro:কলকাতা, 14 জনুয়ারি: জাদু সম্রাট পিসি সরকারের ঘরে প্রতারক হানা। তাঁর অভিনেত্রী কন‍্যা মৌবনি সরকার শিকার হলেন পেটিএম এর নামে প্রতারণার। তবে কলকাতা পুলিশের কাছে অন্য যে অভিযোগগুলো এসেছে, এই প্রতারণার ঘটনা তার থেকে আলাদা। এক্ষেত্রে কেওয়াইসি করানো নয়। বরং পুরস্কার জেতার কথা বলে করা হয়েছে প্রতারণা। ঘটনায় কলকাতা পুলিশের দ্বারস্থ হয়েছেন মৌবনী‌। তদন্ত শুরু করেছে পুলিশ।


Body:অভিযোগে মৌবনী জানিয়েছেন, গত 11 জানুয়ারি একটি অসাধারণ থেকে ফোন আসে তার কাছে। বলা হয় পেটিএম লাকি ড্র এ তিনি পুরস্কার জিতেছেন। পুরস্কার স্বরূপ তাকে দেয়া হবে একটি রঙিন টিভি। যার বাজারমূল্য 49,000 টাকা। সে কথা শুনে উচ্ছসিত হয়ে ওঠেন অভিনেত্রী। ওপার থেকে তখন বলা হয় পুরস্কার পেতে হলে তাকে 5 হাজার টাকা মূল্যের কিছু কেনাকাটা করতে হবে। সেটা করে ফেলেন তিনি। এরপর মোবাইলে পাঠানো হয় প্যান কার্ড, আধার কার্ড পেটিএম এর আইডেন্টিটি কার্ড সহ আরো কিছু কাগজপত্র। এতে তার মনে আর কোনো সংশয় ছিল না। তখন অভিনেত্রীকে বলা হয় পুরস্কার তার বাড়িতে পৌঁছে যাবে কিন্তু তাকে জিএসটি বাবদ দিতে হবে 11,900 টাকা। সেটি পাঠিয়ে দেন অভিনেত্রী। কিন্তু পুরস্কার আর আসেনি। তখন তিনি বুঝতে পারেন প্রতারণার শিকার হয়েছেন।


Conclusion:প্রসঙ্গে মুরলীধর শর্মা বলেন, “ পেটিএম এ কেওয়াইসি করানোর নামে প্রতারণার পাশাপাশি, পুরনো এক কায়দাও ব্যবহার করছে প্রতারকরা। মনে রাখতে হবে এমনি এমনি কেউ কোন পুরস্কার জেতে না। কোন বিষয়ে কোনো সমস্যা থাকলে কলকাতা পুলিশ হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে হবে।"
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.