ETV Bharat / sitara

Rhea Chakraborty: সুশান্ত অধ্যায়ের পর রিয়ার প্রথম গ্ল্যামারাস ছবিতে আগুন ইন্টারনেটে - রিয়া চক্রবর্তীর হট ছবি

সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যুর এক বছরেরও বেশি সময় পর গ্ল্যামার জগতে মোহময়ী রূপে ফিরলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty) ৷ ইনস্টাগ্রামে পোস্ট করা তাঁর ছবির দরাজ প্রশংসা করেছেন ভক্তরা ৷

rhea-chakrabortys-first-glamorous-pics-after-sushant-episode
সুশান্ত অধ্যায়ের পর রিয়ার প্রথম গ্ল্যামারাস ছবিতে আগুন ইন্টারনেটে
author img

By

Published : Aug 11, 2021, 8:05 PM IST

কলকাতা, 11 অগস্ট : সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput) অধ্যায় পেরিয়ে ধীরে ধীরে ফের গ্ল্যামার জগতে ফিরছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty) ৷ এসএসআর-এর রহস্যজনক মৃত্যুর এক বছরেরও বেশি সময় পর প্রথম মোহময়ী রূপে সোশ্যাল মিডিয়ায় ধরা দিলেন তিনি ৷ আগের মতোই তাঁর ছবির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন তাঁর ভক্তরা ৷

ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন রিয়া চক্রবর্তী ৷ সেই ছবিতে ফিউশন শাড়ির সাজে দুরন্ত মানিয়েছে তাঁকে ৷ হায়দরাবাদের ফ্যাশন ফোটোগ্রাফার শরিফ নান্দিয়ালার (Shareef Nandyala) ক্যামেরা প্রাণবন্ত করে তুলেছেন এই ছবিকে ৷

আরও পড়ুন: Kishmish: শ্যুটিং শুরু দেব-রুক্মিণীর কিশমিশের, আছেন যিশু-ঋতুপর্ণাও

ছবিটি পোস্ট করার পরই রিয়ার দরাজ প্রশংসায় কমেন্ট বক্স বানভাসি হয়েছে ৷ তাঁর ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও অনুরাগীরা রিয়ার কামব্যাককে স্বাগত জানিয়েছেন ৷ অর্জুন রামপালের গার্লফ্রেন্ড গ্যাব্রিয়েলা দিমিত্রিয়েদেস (Gabriella Demetriades) রিয়ার ছবিতে আগুনের ইমোজি দিয়েছেন ৷ আবার গায়িকা কণিকা কাপুর (Kanika Kapoor) লিখেছেন 'প্রিটি' ৷ রিয়ার সাহসকে কুর্নিশ জানিয়েছেন তাঁর ভক্তরা ৷ সুশান্তের মৃত্যু মামলায় তিনি যে লড়াইয়ের মধ্যে দিয়ে গিয়েছেন, তার পর তাঁর এ ভাবে ফিরে আসাকে সাধুবাদ দিয়েছেন তাঁরা ৷

rhea-chakrabortys-first-glamorous-pics-after-sushant-episode-fans-say-shine-like-brightest-star
রিয়ার পোস্ট করা ছবি

আরও পড়ুন: Swastika Mukherjee : সব শরীরই সুন্দর, খোলা পিঠে বার্তা মোহময়ী স্বস্তিকার

গত বছর সুশান্তের মৃত্যুর পর প্রায় রোজই সংবাদের শিরোনামে ছিলেন তাঁর চর্চিত গার্লফ্রেন্ড রিয়া ৷ মাদক মামলায় তাঁকে ও তাঁর ভাই শৌভিক চক্রবর্তীকে (Showik Chakraborty) বেশ কিছুদিন সংশোধনাগারে বন্দি থাকতে হয় ৷

আরও পড়ুন: ত্রিশলাকে জন্মদিনের শুভেচ্ছা মুন্নাভাইয়ের, হার্ট ইমেজি দিলেন মান্যতা

কর্মক্ষেত্রে অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) ও এমরান হাসমির (Emraan Hashmi) ফিল্ম চেহরে-তে (Chehre) রয়েছেন রিয়া ৷ সুশান্তের মৃত্যুর পর এটাই তাঁর প্রথম ছবি ৷ রুমি জাফরি পরিচালিত চেহরেতে রয়েছেন অন্নু কাপুর, রঘুবীর যাদব, ক্রিস্টল ডিসুজাও ৷ চলতি বছরের শুরুর দিকে এই ছবিটি মুক্তি পাওয়ার কথা থাকলেও লকডাউনের কারণে ছবির মুক্তি পিছিয়ে যায় ৷

কলকাতা, 11 অগস্ট : সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput) অধ্যায় পেরিয়ে ধীরে ধীরে ফের গ্ল্যামার জগতে ফিরছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty) ৷ এসএসআর-এর রহস্যজনক মৃত্যুর এক বছরেরও বেশি সময় পর প্রথম মোহময়ী রূপে সোশ্যাল মিডিয়ায় ধরা দিলেন তিনি ৷ আগের মতোই তাঁর ছবির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন তাঁর ভক্তরা ৷

ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন রিয়া চক্রবর্তী ৷ সেই ছবিতে ফিউশন শাড়ির সাজে দুরন্ত মানিয়েছে তাঁকে ৷ হায়দরাবাদের ফ্যাশন ফোটোগ্রাফার শরিফ নান্দিয়ালার (Shareef Nandyala) ক্যামেরা প্রাণবন্ত করে তুলেছেন এই ছবিকে ৷

আরও পড়ুন: Kishmish: শ্যুটিং শুরু দেব-রুক্মিণীর কিশমিশের, আছেন যিশু-ঋতুপর্ণাও

ছবিটি পোস্ট করার পরই রিয়ার দরাজ প্রশংসায় কমেন্ট বক্স বানভাসি হয়েছে ৷ তাঁর ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও অনুরাগীরা রিয়ার কামব্যাককে স্বাগত জানিয়েছেন ৷ অর্জুন রামপালের গার্লফ্রেন্ড গ্যাব্রিয়েলা দিমিত্রিয়েদেস (Gabriella Demetriades) রিয়ার ছবিতে আগুনের ইমোজি দিয়েছেন ৷ আবার গায়িকা কণিকা কাপুর (Kanika Kapoor) লিখেছেন 'প্রিটি' ৷ রিয়ার সাহসকে কুর্নিশ জানিয়েছেন তাঁর ভক্তরা ৷ সুশান্তের মৃত্যু মামলায় তিনি যে লড়াইয়ের মধ্যে দিয়ে গিয়েছেন, তার পর তাঁর এ ভাবে ফিরে আসাকে সাধুবাদ দিয়েছেন তাঁরা ৷

rhea-chakrabortys-first-glamorous-pics-after-sushant-episode-fans-say-shine-like-brightest-star
রিয়ার পোস্ট করা ছবি

আরও পড়ুন: Swastika Mukherjee : সব শরীরই সুন্দর, খোলা পিঠে বার্তা মোহময়ী স্বস্তিকার

গত বছর সুশান্তের মৃত্যুর পর প্রায় রোজই সংবাদের শিরোনামে ছিলেন তাঁর চর্চিত গার্লফ্রেন্ড রিয়া ৷ মাদক মামলায় তাঁকে ও তাঁর ভাই শৌভিক চক্রবর্তীকে (Showik Chakraborty) বেশ কিছুদিন সংশোধনাগারে বন্দি থাকতে হয় ৷

আরও পড়ুন: ত্রিশলাকে জন্মদিনের শুভেচ্ছা মুন্নাভাইয়ের, হার্ট ইমেজি দিলেন মান্যতা

কর্মক্ষেত্রে অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) ও এমরান হাসমির (Emraan Hashmi) ফিল্ম চেহরে-তে (Chehre) রয়েছেন রিয়া ৷ সুশান্তের মৃত্যুর পর এটাই তাঁর প্রথম ছবি ৷ রুমি জাফরি পরিচালিত চেহরেতে রয়েছেন অন্নু কাপুর, রঘুবীর যাদব, ক্রিস্টল ডিসুজাও ৷ চলতি বছরের শুরুর দিকে এই ছবিটি মুক্তি পাওয়ার কথা থাকলেও লকডাউনের কারণে ছবির মুক্তি পিছিয়ে যায় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.